পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ পৰ্ব, চতুর্থ সংখ্যা । পরে সে কৰ্ম্ম ভাল না লাগায় অল্প দিনের জন্ত ডেপুটি ম্যাজিষ্ট্রেট করিয়া বেঙ্গল লাইব্রেরির অধ্যক্ষের পদ গ্রহণ করিয়াছিলেন । বেঙ্গল লাইব্রেরিয়ান বলিয়াই সকলে তাহাকে জানিত। বাংলা ভাষাকে ঘৃণা করা এবং বাঙালী হইয়। মাতৃভাষায় মুখ হু ওয়া সে যুগের একটা রোগ ছিল । চন্দ্রনাথ ও অৰ্দ্ধজীবন পৰ্য্যস্ত বাংলা জানিতেন না বা অসুশীলন ও করিতেন না । ইংরাজিতে প্রবন্ধ লিখিতেন, ইংরজি সাহিত্যের অনুশীলন করিতেন । পরে স্বৰ্গীয় চিত্রব্যাখ্যা । A98సె বঙ্কিমচন্দ্রের দ্বারা অনুরুদ্ধ হইয়া তিনি মাতৃভাষার প্রতি মনোযোগ দান করেন এবং কিছুদিনের মধ্যেই দেশের সাহিত্যক্ষেত্রে লব্ধ প্রতিষ্ঠ লেখক হইয় উঠেন । বঙ্গদর্শন নব্যভারত প্রভৃতি মাসিক পত্রে সে সকল লেখা বাহির হইয়াছিল ফ্ৰমে ক্রমে পুস্তকাকারে প্রকাশিত হয় । শকুন্তলাতত্ত্ব, ত্রিধারা, সংযমশিক্ষা লি স্বৰ্গীর চন্দ্রনাথের স্মৃতিকে অমর করিয়ী রাপূির্বে । 255 28 ভোলানাথ চন্দ্র । ই হার নাম পাঠিকার ঈ{লেন ন; ৷ মৃত্যুকালে তাহার ৯২ বৎসব বয়স হুইয়াছিল । তিনি স্বগীয় মহৰ্ষি দেবেন্দ্রনাথ ও রামতনু লাহিড়ীর সমসাময়িক ছিলেন। তাহার নাম বিশ্ববিদ্যালয়ের উপাধিতে ভার: ক্রান্ত ন! হইলে ও র্তাহার দ্যায় ইংরাজি ও পাশ্চা ৩] সাহিত্যে পণ্ডিত খুব অল্প লোকই আমাদের আজ কলকার পাঠক হয়ত অনেকে ই মধ্যে দেখা যায় । তিনি যেমন পণ্ডিত ছিলেন তেমনি অক্লাপ্ত সাহি তাসেবী ছিলেন। শৈশব হইতে মৃত্যুদিন পয্যন্ত তিনি য-শর বা খাতর প্রতি দৃষ্টি না রাখিয়া নীরবে অর্থের । কলিকাতার এক পুরাতন এটর্ণর অফিসে কৰ্ম্ম করিয়া - সন্তুষ্ট মিত্রের এবং ভাংতে ভ্রমণকাহিনী প্রভৃতি সব স্ব তীব পূজা করিয়! গিয়াছেন । '59 : 5 きう ছিল w: তিনি পাকিতেন । তিনি রাজ। দিগম্বর জীবনী কয়েক পান পুস্থ ক ইংরজি ভাষায় লিখিয়া গিয়াছেন । ত{ঠাই বাস{ণীর নিকট র্তাহার স্মৃতিস্বরূপ বরাজ করে:ব । চিত্রব্যাখ্য' । রাজকুমার ও শক্তিময়ী –নদীতীরে । (ফুলের মালা ) । শ্ৰীযুক্ত অসিতকুমার হালদার অঙ্কিত চিত্র হইতে । বহুদিন পরে আবার বাল্যস্থ। গণেশদেবের সহিত বাল্যসধী শক্তিময়ীর সহসা দেখা श्रॆक्षींश्, ॐtश्tन। विश्वन नतौऔनि स्रगिभ्रां বসিয়াছেন। এখন গণেশদেব যুবা পুরুষ— স্বৰ্য্য অস্তে গিয়াছে, কিন্তু তখনে সন্ধ্যার ধূমবরণে পৃথিবী আচ্ছাদিত হয় নাই। পশ্চিম গগনে উজ্জল লাল মেঘের স্তর জমিয়াছে— তাহার অভিtয় জলস্থল উজ্জল লাল হইয়া