পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՓԳԵ, ভারতী । ভাদ্র, ১৩১৭ সাহিত্য কলেজ ১২৯ brb" శి) సె ミ○ly २१b’ কৃষি 25 Q 8b~ ☾ く8ぬ ミ> @ ২৩২ মোট ৭ কলেজ - ১,১৪৫ ১২৯২ ১৬২ ও ১৮৩৩ ২২০৮ ১৮৯৮ খ্ৰীষ্টাব্দে শতকরা ৩০ জন ছাত্র ১৫ জন গ্র্যাজুয়েট হইয়া সরকার হইতে আইন, ৯ জন ডাক্তারী, ৩১ জন স্থপতি বিদ্য', ৭ জন বিজ্ঞান এবং ৪ জন কৃষিশিল্প অধ্যয়ন করিত । লিউস সাহেব বলেন, ১৮৯৬ খ্ৰীষ্টাব্দে যে সকল ছাত্র গ্রাজুয়েট হইয়। ডিপ্লোমা প্রাপ্ত হইয়াছে তাহার সংখ্যা ৩০৮ জন । তন্মধ্যে ১০৭ জনকে জাপান গভর্ণমেণ্ট শাসন বিভাগে নিযুক্ত করিয়াছেন । ৪৮ জন বিশ্ববিদ্যালয় হল নামক কলেজে বিবিধগ্রন্থের গবেষণায় নিযুক্ত আছেন। ৪৫ জন ব্যাঙ্ক ও বাণিজ্যাদি সংক্রান্ত কার্গে বিনিযুক্ত । ৪৪ জন কোন কাৰ্য্যাদিই করিতেছেন না । ৪২ জন স্কুল ও কলেজের অধ্যাপক হইয়াছেন । মানস দর্শন। ( মিশ্র ভৈরবী—কাওয়ালী ) (কবে) চিরমধুমাধুরীমণ্ডিত মুখ তব রাজিবে মলিনমরমতলে । পাতকীপুলকে শিহরি হেরিবে মুগ্ধমানসে নেত্র জলে ॥ সঞ্চিতপুঞ্জিত দুস্কৃতি-বেদনা রাখিবে চরণে তোমারি দান, সকল হরষ আশা, সকল ভাবনা ভাষা, সফল হুইবে হরি করুণাবলৈ সফল হইবে হরি করুণ বলে ॥ শ্রীরজনীকান্ত সেন । বৃত্তিভোগ করতঃ রিসার্চ বা গবেষণার কার্য্য করিতেছেন । ইহাকে ইংরাজীতে Postgraduate এর কার্য্য কহে । অবশিষ্ট ৭ জন অপর ব্যবসায়াদি গ্রহণ করিয়াছেন । এই হইল ১৭৯৬ খ্ৰীষ্টাব্দের কথা । পুৰ্ব্বে এই প্রকারে কার্য্য চলিত । বৰ্ত্তমান সময়ে জাপানের ছাত্রগণ উচ্চশিক্ষা প্রাপ্ত হইয়৷ দেশের বহুবিধ মঙ্গলকার্য্যে রত হইতেছে । কেহ যাবজ্জীবন কৌমার্ষ্য অবস্থায় কলেজলাইব্রেরীতে বিলিপ গবেষণায় কালাতিপাত করিতেছেন । কেহ বিজ্ঞানচর্চায় গভর্ণমেণ্টকে সাহায্য করতেছেন । ঐগণপতি রায় । পরিচয় । তুমি যে সুন্দর তাই দেখিকু নয়নে নয়ন-ভুলান এই তোমার ভুবনে ; তুমি যে অসীম তাও জেনেছি হৃদয়ে আপনার হৃদয়ের প্রেমের বিস্ময়ে ; করুণ সাগর হয়ে তবু দ্যায়বান বুঝিলাম দেখি তব এ বিশ্ব মহান, উচ্চনীচ, ভালমন্দ যেথা নিৰ্ব্বিচার ভুঞ্জে অবারিত দান আলোক আঁধার, জল, বায়ু, পুষ্প, ফল, তব বনচ্ছায়া নীলকান্ত আকাশের সীমাহীন মায়া, জরা মরণের চির অমোঘ বিধান সম্রাট দরিদ্র’পরে নিয়ত সমান । শ্ৰীপ্রিয়ম্বদা দেবী।