পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՓԽ: করিয়াছেন। সম্রাটের নিকট এ সম্বন্ধে উপযুক্ত আর্জি করিবার অভিপ্রায়ে ফেব্রুয়ারী মাসের চতুর্দশ দিনে নরিস সাহেব বানকোলীতে পৌছিয়া, কাহার আদেশে স্বরাটের শাসনকৰ্ত্তা, সার জন গেয়ার ও কোম্পানির কৰ্ম্মচারীগণকে আটক করিয়াছেন তাহ। জানিবার জন্ত পত্রবাহক প্রেরণ করিলেন । এই সময়ে তাহার সঙ্গী পদাতিকগণ বিদ্রোহী হইয় উঠে। কিন্তু নরিস সাহেবের শীর রক্ষকগণ অচিরেই সেই বিদ্রোহ দমনে সক্ষম হয়। পথে সার নিকোলাস ওয়েট, র্তাহাকে সুরাট হইতে ংবাদ দেন যে দক্ষিণ ভারতসমুদ্রের জলদম্যর আক্রমণ নিবারণের জন্ত সুরাটের শাসনকৰ্ত্ত তাহার নিকট জামিন চাহিয়াছেন। যে সমস্ত জাহাজ লগুন কোম্পানির জাহাজ কর্তৃক ধৃত হইবে কেবলমাত্র তাহাদের ; জন্ত নরিস সাহেব জামিন হইতে প্রস্তুত হইলেন এবং এই সকল বিষয় সাহান সা সম্রাটের সহিত বন্দোবস্ত করিবেন তাহার ও আভাষ দিলেন । ১৯শে ফেব্রুয়ারী নরিস সাহেব আওরঙ্গাবাদের নিকটবৰ্ত্তা গেল গ। নামক স্থানে উপস্থিত হইয়া সার নিকোলাস ওয়েটকে ংবাদ দিলেন যে, সার জন গেয়ার এবং লগুন কোম্পানীর কৰ্ম্মচারীবৃন্দ মুক্ত হইলে হয় ত তাহার প্রতিশোধ কামনায় সুরাট বন্দর আক্রমণ করিতে পারেন। কিন্তু রাজদরবারে ইহাতে কার্য্যের বিশেষ বিঘ্ন হইবে। সুতরাং ইহা নিবারণকল্পে ওয়েট সাহেব যেন বন্দরের নিকট একটা যুদ্ধ জাহাজ ভারতী । ভাদ্র, ১৩১৭ রাখিয়া দেন এবং ওরূপ চেষ্টা করিলে যেন তাহাতে অবশু অবশ্য বাধা প্রদান করেন । ২১শে তারিখে সার নিকোলাস ওয়েট নরিস সাহেবকে স°বাদ পাঠান যে ফাৰ্ম্মাণ পাইবার জন্য যতটাকারই প্রয়োজন হউক না কেন, তাহ দিতে নরিস সাহেব যেন বিন্দুমাত্র কুষ্ঠিত না হন ; এবং যাহাতে সম্রাট এ প্রস্তাব সহজেই গ্রাহ্য করেন, তজ্জন্ত প্রতি বৎসরে ৬ টাকা দরে ছয় হাজার মণ করিয়া সীসা দিবেন, যেন এইরূপ অঙ্গীকার করেন। ৩রা মাচ্চ নরিস সাহেব ব্রামপুরে পৌছেন। সেই স্থানে উজীর গাজখী অবস্থিতি করিতে ছিলেন। নরিস সাহেব সপরিষদ তাহার সহিত সাক্ষাতের প্রস্তাব করিয়া পাঠাইলেন। উজীর এই প্রস্তাবে অসম্মত হওয়াতে মিঃ নরিস ইহাতে বিশেষ অপমানিত বোধ করিয়া উজারের সহিত দেখা না করিয়াই ব্রামপুর পরিত্যাগ করিয়া ৭ই এপ্রিল পার্ণেলায় উপনীত হইলেন । সম্রাট তথন ছাউনি করিয়া এইখানেই অবস্থিতি করতেছিলেন । রাজ-প্রতিনিধি নরিসের আগমণ সংবাদ সম্রাট সমীপে প্রেরিত হইবামাত্রে সম্রাট ত{হকে ছাউনি ফেলিতে অনুমতি দিলেন । শীঘ্রই আউরঙ্গজীবের সহিত সাক্ষাতের সময় নিদ্ধারিত হইল এবং শোভাযাত্র। সংক্রান্ত শিষ্টাচার বিধিও ঠিক হইয়া গেল । ১৭০১ সনের ২৮শে এপ্রিল ইংলণ্ডেশ্বর চতুর্থ উইলিয়াম প্রেরিত রাজদূত ভারতবর্ষের সাহনসা সম্রাটের সহিত দর্শনাভিলাষে অগ্রসর হইলেন। সঙ্গের দলবল নিম্নলিখিত ভাবে র্তাহার সহিত যাত্রা করিলেন ।