পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o R দস্তধাতু লঙ্কায় উপস্থিত হইল। তন্ত্রত্য রাজা কীৰ্ত্তিী মেঘবর্ণ ঐ দস্তুধাতু সমাদরে গ্রহণ করিলেন এবং উহার যথোচিত পুঞ্জার নিমিত্ত অনুরাধপুরে এক প্রকাও মন্দির নিৰ্ম্মাণ করিলেন। প্রতিবৎসর ঐ দন্তধাতু সাধারণকে দেখাইবার নিমিত্ত একটা দন্তমহোৎসবের প্রতিষ্ঠা হইল। যাহাতে এই উৎসব প্রতিবৎসর সংঘটিত হয় তজ্জন্ত তিনি রাজসরকার হইতে বহু অর্থ প্রদান করেন । ৪১৩ খৃঃ অব্দে চীন পরিব্রাজক ফাহিয়ান লঙ্ক দ্বীপ পরিদর্শন করেন। তিনি স্বীয় ভ্রমণবৃত্তান্তে লিথিয়াছেন যে অমুরাধপুরের দন্ত মহোৎসব উপলক্ষে অতি সমারোহে বুদ্ধের দস্তু রাজপথে হস্তিপৃষ্ঠে পরিদর্শিত হইয়া থাকে। ৪৫৯ ৪৭৭ খৃঃ অব্দে লঙ্কার রাজা ধাতুসেন এই দন্তধাতু রাখিবার জন্ত রত্নখচিত একটী সুবর্ণ করও নিৰ্ম্মাণ করেন। ১১৯০ খৃঃ অব্দে লঙ্কার রাজধানী পুলস্ত্যপুরে অবস্থিত ছিল । রাজা পরাক্রমবাহু পুলস্ত্যপুরে অত্যন্ত মনোরম একটী মন্দির নিৰ্ম্মাণ করিয়া দস্তধাতু অনুরাধপুর হইতে তথায় আনয়ন করেন। পুলস্ত্যপুরে এই মন্দির অদ্যাপি বিদ্যমান আছে। ইহার কারু-কাৰ্য্য দেখিয়া প্রাচ্য ও পাশ্চtভ্য সকলেই বিমোহিত হইয়৷ থাকেন। ১২৪০ খৃঃ অব্দে রাজা বিজয়বাহু ঐ দস্তধাতু পুলস্ত্যপুর হইতে দে স্বদেনেয় নামক স্থানে লইয়া যান এবং তথা হইতে রাজ৷ ভুবনৈকবাহু উহা যপহু নামক স্থানে অন্তরিত করেন। ১২৬৮ খৃঃ অব্দে এই দস্তুধাতু ক্যাণ্ডি নগরে আনীত হয়। পূর্বেই বণি য়াছি তখন ক্যাণ্ডিনগর শ্রীবর্দ্ধনপুর নামে খ্যাত ছিল । छब्रडो । ভাদ্র, ১৩১৭ ১৯৮৪ খৃঃ অব্দে মার্কোপোলো নামক ইউরোপীয় পৰ্য্যটক লঙ্কায় আগমন করেন। उँांशं★ अभ१-द्रुखां८ख ७झे मखशांडूब्र বিস্তারিত বিবরণ পরিদৃষ্ট হয়! মার্কোপোলে৷ বলেন র্তাহার সময়ে বৌদ্ধগণ ঐ দন্তকে বুদ্ধের দন্ত মনে করিয়া পূজা করিতেন ; মুসলমান মূরগণ উছা আদমের দন্ত বলিয়া মনে করিতেন। মুরগণের বিশ্বাস ছিল যে আদম সয়তানের চক্রান্তে স্বৰ্গ হইতে বিদূরিত হইয়া লঙ্কাদ্বীপে আশ্রয় গ্রহণ করেন। মৃত্যুকালে তাহার এই দন্ত লঙ্কাদ্বীপে রক্ষিত হইয়াছিল । তামিল হিন্দুগণ এই দস্তকে হকুমানের দস্ত বলিয়া পূজা করিতেন। র্তাহীদের বিশ্বাস ছিল যে হকুমান সীতার অন্বেষণে লঙ্কায় গমনপূর্বক চিহ্লস্বরূপ একট দন্ত তথtয় রাখিয়া আইসেন। ১৩০৩ ১৩১৪ খৃঃ অব্দে দীক্ষিণাত্যের তামিল বংশীয় রাজা পাণ্ড্য লঙ্কাদ্বীপ আক্রমণ করেন এবং বুদ্ধের দন্ত বলপূৰ্ব্বক দক্ষিণাত্যের রাজধানী মজুরায় লইয়া আইসেন। লঙ্কার রাজা তৃতীয় পরাক্রমবাহু স্বয়ং দক্ষিণাত্যে আগমন করিয়া নানাপ্রকারে রাজা পাণ্ড্যের চিত্তবিনোদনপূৰ্ব্বক দস্তধাতু পুনরায় লঙ্কায় লষ্টয়া যান। তাহার পুত্র ১৩১৯ থঃ অব্দে ঐ দস্ত হস্তিশেলপুর নামক নগরে প্রতিষ্ঠিত করেন । তাহার পরে লঙ্কায় নানা প্রকার রাষ্ট্রবিপ্লব ঘটে। এই দুঃসময়ে সিংহলিগণ দগুটী নানাস্থানে গুপ্তভাবে সংরক্ষণ করেন। পরিশেষে উহা লঙ্কার জাফন নগরের তামিল হিন্দুরাজগণের হস্তে আসিয়া পড়ে। ১৫৬৯ খৃ: অব্দে পর্তুগীজ আক্রমণকারিগণ জাফন-নগর অবরোধ করে। এই সময়ে দন্তধাতু উহাদের ।