পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপনে ষড়যন্ত্র করে। গবর্ণমেণ্ট জানিতে পারিয়া ষড়যন্ত্রকারীদিগকে গ্রেপ্তার করিয়া যথোচিত শাস্তি প্রদান করেন । ১৮৩৯ খৃঃ আবেদ খৃষ্টীয় সমিতির ইচ্ছানুসারে বৃটিশ গবর্ণমেণ্ট দন্তধাতুর সাক্ষাৎ সম্বন্ধে রক্ষক তার ভার ত্যাগ মন্দিরে প্রবেশ অস্থাপি এই নিয়ম লঙ্কাদ্বীপে বুদ্ধের দস্ত কিরূপ যত্নে রক্ষিত আছে তাহ উল্লিখিত ইতিবৃত্তদ্বারা কিয়ৎপরিমাণে অনুমিত ব্যতীত কেহই দস্তধাতুর করিতে পরিবেন না। অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয় । ভারতী । ভাদ্র, ১৩১৭ করেন । তখন স্থিরীকৃত হয় যে মালিগাব মন্দির ক্যাণ্ডির ইংরাজ প্রতিনিধি, সিংহলী রাজবংশের প্রতিনিধি, স্থানীয় বৌদ্ধ মহানায়ক প্রভৃতি চারি ব্যক্তির তত্ত্বাবধানে থাকিবে । এই চারিজনের যুগপৎ অনুমতি i হয় । সিংহলী রাজগণ পরম্পরাক্রমে যে সকল স্বর্ণ রত্ন মণি মাণিক্য প্রভৃতি দ্বারা খচিত সুন্দর স্থ দ্বর দ্রব্য দস্তধাতুর মন্দিরে উপহার দিয়াছেন উহা দেখিয়া আমার প্রতীতি হইল লঙ্কা যথার্থ ই স্বর্ণপুরী । শ্ৰীলতীশচন্দ্র বিদ্যাভূষণ।