পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, পঞ্চম সংখ্যা । অনাবশুক কিন্তু অপরিহার্য -- একজন পাণ্ডাকে সঙ্গে করিয়া আরও নিকট হইতে খুটিনাটি গুলি দেখিবার জন্ত, মন্দিরের মধ্যে প্রবেশ করিলাম। ৫ট। চৌকোণা ছাদ, নুনাধিক প্রসারিত—একটার উৰ্দ্ধে আর একটা উঠিয়াছে ; প্রত্যেক ছাদের দেয়ালে কতক গুলি কুলুঙ্গি আছে, তাহার মধ্যে অনেক গুলি বুদ্ধ-মুৰ্ত্তি ; দুই দেয়ালের মধ্যে, প্রত্যেক ছাদ ঘুরিয়া এক একটা বারাও গিয়াছে ; সেই বারাণ্ডার প্রস্তর-গাত্রে উৎকীর্ণ সারি সারি মূৰ্ত্তি বরাবর চলিয়াছে । চারিট চৌকোণ ছাদের উপরে, তিনটা চক্রাকার ছাদ ; এই ছাদগুলি কিছু ছোটো, তাহাতে কতকগুলি গম্বুজের ভগ্নাবশেষ ; সেই গম্বুজের মধ্যে ভগবানের মূৰ্ত্তিসমুহ ; সকলের উপরে, একটা প্রকাণ্ড গম্বুজ ( দাগে বা )। সমগ্র মন্দির অপেক্ষ মন্দিরের খুটিনাটি কাজগুলি আরও বেশী দ্রষ্টব্য সন্দেহ নাই । নিকটে গিয়া ঐ গুলি যত পুঙ্খানুপুঙ্খরূপে দেখিতেছি, ততই আমার দেখিলার আগ্রহ বড়িতেছে। প্রস্তরে উৎকীর্ণ মূৰ্ত্তিগুলির অবস্থা সব সমান নহুে—কতক গুলি ভগ্ন ও কতকগুলি ভগ্নদশা হইতে বেশ মুরক্ষিত । যাই হোক, অধিকাংশ মুক্তি অনেকটা ভাল অবস্থাতেই আছে। অনেক গুলির তক্ষণকাৰ্য্য অতীব সুহ্ম ও যথাযথ,—সমস্তই অকপট ধৰ্ম্মের অতু প্রাণিত । দোতলার মূৰ্ত্তি গুলিতে বুদ্ধের জীবনের ঘটনাবলী প্রদর্শিত হইয়াছে ; তিন-তলায়, বুদ্ধের মহিমা ও চেতলায়, যে সকল বৌদ্ধ やtびマ চয়ন—যবদ্বীপে। 8&9 রাজার এই স্মৃতিমন্দিরটি নিৰ্ম্মাণ করিয়াছেন তাহদের মহিমা পরিঘোষিত হইয়াছে । সৰ্ব্বাপেক্ষ, দ্বিতীয় ছাদের উৎকীর্ণ মূৰ্ত্তি গুলি —বিশেষতঃ বুদ্ধের ধৰ্ম্মপ্রচারের কতকগুলি দৃগু আমার ভাল লাগিয়াছে ; বুদ্ধদেবের মস্তক কিরণ-মণ্ডলে ভুষিত ; তিনি মৈত্রী সম্বন্ধে— সন্ন্যাস সম্বন্ধে বকৃত করিতেছেন ; তাহার শ্রোতৃমণ্ডলী মুগ্ধ হইয়। শ্রবণ করিতেছে ; উহারা অদ্ধনিমালিত লোচনে আনন্দের উচ্ছাসে, গুরুদেবের রসনা-নিঃস্থত অমৃত। ধারা পান করিতেছে ; উহাদের মুখে নিগূঢ় আনন্দের ভাব সুন্দর রূপে প্রকাশ পাইতেছে । এই তক্ষণ-কার্য্যে শুধু শিল্পনৈপুণ্য প্রকাশ পায় বলিলে যথেষ্ট হয় না,— উহ! দৈব প্রতিভার দ্বারা অমু প্রাণিত । বৌদ্ধধৰ্ম্ম স্বীয় ভক্তগণের অন্তঃকরণকে যে সকল সুন্দর ভাব-সম্পদে বিভূষিত করিয়াছেন,—উহা হইতে তাহার কতকটা আভাস পাওয়া যায়। ইহার পূৰ্ব্বে কলিকাতার জাদুঘরে এইরূপ কতক গুলি বৌদ্ধ উৎকীর্ণ মূৰ্ত্তি,—বিশেষতঃ বারাণসীর নিকটবৰ্ত্তী সারনাথ স্ত,প হইতে আনীত কতকগুলি উৎকীর্ণ মূৰ্ত্তি দেখিয়া আমার এইরূপ মনের ভাব হইয়াছিল ; বিশেষত আমার সেই ক্ষুদ্র উৎকীর্ণ চিত্রটি মনে পড়ে—ঘtহাতে কতকগুলি ক্ষুদ্র শিশু তাহার সমীপে আসিয়াছে— তিনি প্রসন্নদৃষ্টতে তাহাদিগের প্রতি দৃষ্টিপাত করিতেছেন...... - অধিকাংশ বৌদ্ধশিল্পীর দ্যায়, বর-বোদোরের শিল্পীরাও কতকগুলি জীবজন্তুর মূৰ্ত্তি অতি মুখমণ্ডল ; ঝোপ ঝাড়ের মধ্য श्रेष्ठ চূর্ণ-বিচূর্ণ প্রাসাদ, ভগ্ন সোপান ও প্রাচীর প্রভৃতি বহির হইয়াছে । খাচীরের গায়ে, সারাবন্দি হস্তী প্রভৃতি (স্বাভাবিক উচ্চতার প্রমাণ ) বৃহৎ দৃশ্বাসমূহ খোদিত রহিয়াছেঃ