পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা। ড়িত করিয়া তিনি ভুবনেশ্বরে, রাজধানী স্থাপন এবং মন্দিরনিৰ্ম্মাণকাৰ্য্য আরম্ভ করেন । মন্দিরের কাজ কিছু কিছু হইতেছে, এমন সময়ে তাহার মৃত্যু হইল। তালপত্রপঞ্জীর মতানুসারে তিনি ৪৭৪ খৃঃ অঃ হইতে ৫২৬ খৃষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । যযাতি কেশরীর মৃত্যুর পর তাহার পুত্র স্বৰ্য্যকেশরী সিংহাসনে আরোহণ করেন । কিন্তু মন্দিরের কোন কাজেই তিনি হস্তক্ষেপ করেন নাই । তাহার পরবত্তী রাজা অনন্ত কেশরী মন্দির নিৰ্ম্মাণ কাৰ্য্য পুনরায় আরম্ভ করেন এবং অলাবুকেশরীর রাজত্বকালে ইহা সম্পূর্ণ হয় । (৬৫৭ খৃঃ অঃ ) । * জগৎ কেশরী কর্তৃক ভোগমণ্ডপ নিৰ্ম্মিত হয়। ( ৮৫০—৮৭০ খৃঃ অব্দ ) । নাট মন্দিরটা কেশরী রাজবংশের go of or (“The wife of salini” ) কর্তৃক সম্পূর্ণ হয় । ( ১০৯৯–১১• e ) ) { মন্দির নিৰ্ম্মাণের ত্রিশ বৎসর পরেই কেশরী রাজবংশের পতন হয়। “And the last public act of the Dynasty was the building of the beautiful vestibule to the great shrine of Bhubaneswor between 1099 and I IO4 A. D. or barely thirty years before the extirace” (Hunters inction of the Orissa) । ষষ্ঠ শতাব্দীর প্রথম ভাগে মন্দিরের ভুবনেশ্বর। 88ፃ নিৰ্ম্মাণ কাৰ্য আরম্ভ হইয়া একাদশ খৃষ্টাব্দের প্রথমভাগে সমাপ্ত হইয়াছে । মধ্যে সুদীর্ঘ ছয় শতাব্দীর পরিবর্তন বহিয়া গিয়াছে । জগতে আর কোন দেবমন্দির নিৰ্ম্মাণ করিতে বোধ হয় এত সময়ের অবশু ক হয় নাই । কেশরী বংশে ৪৩ জন রাজী হইয়াছিলেন। এবং "তtহাদের প্রায় সকলেরই জীবনকাল, এই একটি মন্দির নিৰ্ম্মাণ করিতে শেষ হইমাছে ! এখন সে বংশের কেহই বিদ্যমান নাই । তাহাদের রাজধানীও কিরূপ ছিল, তাহা জানিবার উপায় নাই । রামেশ্বর মন্দি রের সম্মুখে বহু সংখ্যক ধ্বংসভগ্ন প্রস্তর স্ত,প ইতস্তত বিক্ষিপ্ত দেখা যায়। জনপ্রবাদ বলে, ইহাই কেশরীরাজগণের প্রাসাদের ধবংসাবশেষ । শুনা যায় এখানে আগে ক্ষুদ্র বৃহৎ এক লক্ষ মন্দির ছিল । এখন এক লক্ষ দূরে যাউক সাতশত মন্দির আছে কিনা সন্দেহ । সম্প্রতি, ভীষণ অগ্নিকাণ্ডে তাহাও ধবংস হইয়াছে। বৈদান্তিক বলেন, জগৎ মিথ্যা,— মায়ামাত্র। ভুবনেশ্বরের বর্তমান অবস্থার কথা স্মরণ করিলে, তাহাই মনে হয় । এখানে ভগ্নস্তুপ, ওখানে চূর্ণ বিচূর্ণ প্রাসাদবিশেষ এবং তাহারই চারিদিকে কতকগুলা জীর্ণ ভগ্ন মন্দির ; কাহারও চুড়া খসিয়াছে, কাহার ও কারুকার্য্য বিলুপ্ত হইয়াছে—কাহারও শিরে অরণ্য বৃক্ষ শিকড় রোপণ করিয়াছে—

  • পুরুষোত্তম চন্ত্রিকায় অলাবু কেশরীর নাম পাওয়া,যায়, ষ্টার্লিং সাহব ইহাকে ললাটেন্দু কেশরী নামে ύςά< *fí$t &a I (Asiatic Researchs XV 1866 ) I Eta&*if* Htt*<3 *CaIa, “It seems

almost certainly to have been built by Lolat Indrakesari, who reigned from A. D. 617 to A. D. 657.” + পুরুষোত্তম চন্দ্রিকা ৩৪ পৃষ্ঠা।