পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা । হইবেন । দুর্গ এবং রাজপথ আলোক মালায় স্থশোভিত হইবে এবং যতদূর সম্ভব সমারোহ হইবে।”* পরবর্তী পত্রে দিল্লীর তৎকালীন অবস্থা আরও পরিস্ফুট। “দিল্লী ১১ই মার্চ—আপনার অবশুই দিল্লীর অবস্থার বিষয় কিছু কিছু অবগত হইয়াছেন। তাতার সৈন্তগণ তাহাদের বেতনের জন্ত বিদ্রোহী হইয়াছে এবং বলিতেছে যে উজীর কিম্বা খানদেীরানের নিকট হইতে তাহার ইহা আদায় করিয়া লইবে । উভয় পক্ষেই সৈন্তসংগ্রহ এবং সমাবেশ হইয়াছে। উজারের পক্ষে প্রায় বিংশতিসহস্ৰ অশ্বারোহী একত্রিত হইয়াছে ; ইহারা সদাসৰ্ব্বদাই উজারের পাশ্বটরের ন্তায় রহিয়াছে। খানদেীরান এবং অন্তান্ত আমিরগণ র্তাহীদের সৈন্তসীমস্ত লইয়। দুর্গ রক্ষা করিতেছেন। উজীর তাতার সৈন্তদিগের বেতন না দিবার জন্ত দৃঢ় প্রতিজ্ঞ। যাহা হউক সৈন্তদেরই হার মানিতে হইয়াছে । একটা আপোষ বন্দোবস্ত ত ইয়া গিয়াছে । তাতারের ছত্রভঙ্গ হইয়াছে । এবং অtfমর জুমলা। লাহোরে প্রত্যাবৰ্ত্তনে আদিষ্ট হইয়াছেন। সম্রাট চিনক্লিজখাকে আমির জুমলার সহিত কিছুদূর অগ্রসর হইতে আদেশ করিয়াছেন এবং মীর জুমলার জাইগির প্রভূতির বাজেয়াপ্তের হুকুম করিয়াছেন। সহরে প্রকাশ,—এ সবই উজারকে জব্দ 44 defatigable labour can provide.” ইংরাজের দৌত্য। 8 ట్రులి করিবার জন্ত এবং সুবিধা হইলে তাহাকে নিহত করা হইবে। আমিরজুমলা লাহোরাভিমুখী হইয়াছেন কিন্তু সম্ভবতঃ তাহার পদগৌরব অক্ষুণ্ণ থাকিবে। এই সমস্ত কারণে কাছারী প্রায় একমাস বন্ধ ছিল এবং আমরা একমাস পূৰ্ব্বেও যে অপস্থায় ছিলাম বৰ্ত্তমানেও তদ্রুপই আছি। খানদেীরান সকল সময়েই আমাদের আশ্বাস দেন কিন্তু দেখিতেছি তিনি বড় ঢিলে প্রকৃতির লোক । কিন্তু ইহার উপায় নাই কেননা রাজ্য মধ্যে তিনিই একমাত্র সম্রাটের প্রিয়পাত্র ।” এই পত্রেই শিখগুরু বান্দার কথা আছে । “শিগদিগের প্রধান গুরু বন্দ লাহোরের শাসনকৰ্ত্ত: কর্তৃক সপরিবারে ধৃত হইয়াছেন। কয়েকদিন অতিবাহিত হইল শৃঙ্খলাবদ্ধ অবস্থায় তাহারা সহরে প্রবেশ করিয়াছেন । প্রকাশ,-ৰ্তাহাকে সম্রাটের নিকট আনয়ন করিয়া পরে কারাগারে নিক্ষেপ করা হইয়াছে। তাহার রাজ্যে যে সমস্ত ধন প্রোথিত আছে সেই ধনের ও সাহায্যকারী ব্যক্তিগণের সন্ধান বাহির করিয়া লইবার জন্য এখনো তাহার প্রতি কোন গুরুতর দণ্ড প্রয়োগ করা হইতেছে না ! প্রত্যহ তাহার একশত অনুচরকে দণ্ড দেওয়া হইতেছে । অত্যন্ত তাশ্চর্য্যের বিষয় যে ৭৮০ জন অনুচরের কেহই প্রাণের জন্ত ধৰ্ম্ম পরিত্যাগ করিতেছে না এবং নির্ভীক হৃদয়ে মৃত্যুকে আলিঙ্গন করিতেছে।” All will appear as glorious as the riches of Hindusthan and two months in f “Two nights ago, Amir Jumla arrived in this place from Behar, attcnded by about eight or ten horesmen, much to the surprise of this city; for it is but at best supposed that he has made an elopement from his own camp for fear of his soldiers who mutinied for pay.”