পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা । এই সময়ে গুপ্ত পরামর্শ সকল অপরকে জানাইয় দেওয়াতে ইংরাজদিগের বিশেষ অনুবিধা হইতে লাগিল । বঙ্গদেশের নবাবের কৰ্ম্মচারীগণও বিশেষ প্রতিবন্ধক দিতে লাগিল । অবশেষে ইংরাজের খাস অন্তঃপুরের এক খোঙ্গাকে প্রচুর উৎকোচ প্রদান করিলেন। উজীর ইহার পরে আর কোন আপত্তি করিলেন না এবং শীঘ্রই ৩৪টী বিশেষাধিকার সহু পত্র প্রদত্ত হইল এবং ইহাতে সাহনসা সম্রাটও দস্তখত করিয়া দিলেন । প্রায় দুই বৎসর এই দৌত্যকার্য্যে অতিবাহিত হইয়াছিল। ১৭১৫ খৃষ্টাব্দের ৮ই জুলাই ইংরাজদূতের দিল্লী পৌছেন। ৭ই জুনের পত্রে তাহারা যে পত্র লেখেন তাহা নিম্নে দেওয়া হইল।

  • मिल्ली-१झे छून ०१०१ । १ङ २ : ८* তারিখে সারমান সাহেব সম্রাট হইতে সন্মান স্বরূপ একটী অশ্ব উপহার পাইয়াছেন। অন্তান্ত সকলেরই উপহার মিলিয়াছে এবং সঙ্গে সঙ্গে দিল্লী পরিত্যাগের আদেশ ও ছাড়পত্র

➢ ፃ » ፃ झूठाँउया । 8や2@ পাইয়াছেন । কেবল ডাক্তার হামিলটনকে गञाप्प्लेच्न लव्रताप्ख्न थंकिएङ छ्कूभ ह३ो । এই আদেশে আমার মৰ্ম্মাহত হইলাম । যাহা হউক উজারের অনেক খোলামোদ করিয়া সম্রাটকে প্রার্থনা জানাইতে তিনি ডাক্তারকে প্রস্থানের অনুমতি দিলেন। ৬ই জুন এই আদেশ পৌছিয়াছে।" ইংরাজদের কার্য্য সাধিত হইল । এই প্রবন্ধের সহিত আমরা "মোগলঅন্তঃপুরের একখানি পুরাতন চিত্র প্রদান করিলাম। চিত্রখানি ঠিক প্রাসঙ্গিক ন৷ হইলেও চিত্তাকর্ষক। এ চিত্ৰখানি কোন সময়ে চিত্রিত তাহা জানিবার উপায় নাই । ১৮৮০ খৃষ্টাব্দে উইলিয়াম হজেস নামে এক জন প্রসিদ্ধ চিত্রকর ভারতবর্ষে আইলেন । তিনি এই চিত্ৰখানি স্বদেশে লইয়া যান । তিনিও লিখিয়াছেন যে এই চিত্রধান বহুপূৰ্ব্বে চিত্রিত। মোগল চিত্র প্রণালীর সহিত এই চিত্রের যথেষ্ট সাদৃপ্ত দেখা যায় । শ্রযোগীন্দ্রনাথ সমাদার। দুলঙ্ঘ্য। দিনের আলো নিভিয়া আসিতেছিল। দুইজনে নদীর তীরে বসিয়াছিল। মাথার উপর দিয়া পার্থীর দল কাকে ঝাকে বাসায় ফিরিতেছিল। রজ্জব কহিল, “এত বিষয়-সম্পত্তি—তুমি বিবাহ না করেই জীবনটা কাটিয়ে দিলে!” মীর আলি কহিল, “বিশেষ অসুবিধা ত দেখি না ।” রজ্জব কহিল, “ অথচ নারীজাতির প্রতি তোমার এত সস্ত্ৰম ! আশ্চৰ্য্য ।” মীর আলি কহিল, “আশ্চৰ্য্য নয় মোটে ! নারী পুজার যোগ্য ! তুমি কি কথাটা স্বীকার কর না ?” রজ্জব কহিল, “অস্বীকার করি না— তবে দোষে-গুণে পুরুষও যেমন, নারীও তেমন-কবিদের মত বাড়াবাড়ি করা আমার