পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

84 e পিতৃদেবের বিশাল ললাট দেশও একটু কুঞ্চিত হইয়া উঠিল ; আমিই যে বংশের একমাত্র দুলাল ! দেখিয়া শুনিয়া মনে মনে আমি একটু হাসিলাম ; ভাবিলাম, যদি জ্যেতিষী অভ্রান্ত হন, তবে জীবনটা উপন্তাসের নায়কের মতই কাটিবে। ( २ ) দেখিতে দেখিতে প্রায় এক বৎসর কাটিয়! গেল। চৈত্রের বায়ুতে বিতাড়িত হইয়া বসন্ত পলায়ন করিয়াছে ; কিন্তু তখনও ভোরের দিকে ও সন্ধ্যার পর এমন একটা প্রীতি প্রদ দক্ষিণ বায়ু প্রবাহিত হয়, যtহাতে শরীরকে স্নিগ্ধ করে ও মনকে প্রফুল্ল করিয়া তুলে ! অপরিণত আম্রগুটিকার কাছে তখনও ভ্রমরের গুঞ্জনগীতি মিলাইয়া যায় নাই ! বসন্ত চলিয়া গেলেও তাহার রেশটুকু যেন রাখিয়া গিয়াছে ! চৈত্রের শেষ। এফ, এ, পরীক্ষা দিয়া অলিয়। দেখিলাম,—বাড়ীতে আনন্দরোল জাগিয়া উঠিয়াছে! ব্যাপারটা সহজেই বুঝিতে পারিলাম ! জানিলাম, আমার বিবাহ ! ফুলহাটীর জমাদার প্যারীশঙ্কর বাবুর কন্ত। গৌরীর সহিত । আমার বিবাহ ! সেই জ্যোতিষীর গণন এখনও ভুলিতে পারি নাই ! পিতা কি ভুলিয়াছেন ? পিতামহের কি সেই অভ্রান্ত জ্যোতিষীর কথা একেবারেই মনে নাই ? কি জানি । 鬱 寝 發 পরদিন সন্ধ্যাবেলা আমি ও আমার বাল্যবন্ধু সুরেশ ফুলহাট হইতে ‘সাইকেলে’ ফিরিয়া আসিতেছি ! আমরা কনে দেখিতে ভারতী। আশ্বিন, ১৩১৭ গিয়াছিলাম ; অবশু গোপনে, তাছা বলা दांछ्ठा । মাঠের মাঝখান দিয়া প্রশস্ত বত্ম চলিয়া গিয়াছে ; আমরা পাশাপাশি তীরবেগে ‘সাইকেল ছুটাইয় অগ্রসর হইতেছি । সম্মুখে বিরাট সুর্য্য, সেই বিশাল নীলাকাশের পশ্চিম প্রান্তে ধীরে ধীরে ডুবিয়া যাইতেছেন । সে কি অনিৰ্ব্বচনীয় সৌন্দর্য উছলিয়া পড়িতেছে । এক বাক টীয়াপাখী উড়িয়া গেল ; কবি সার্থক লিখিয়াছিলেন "অস্তম্ভং তোরণ স্ৰজ ;” ! সেই অভিনব মালিকা নীলাকাশের গায়ে ভাসিয়া ভাসিয়া দুর চক্রবাল রেখার সহিত মিশিয়া গেল ! - মুরেশ আমাকে জিজ্ঞাসা করিল “কেমন দেখিলে ? শুভদৰ্শন ত!” “शां श्नब्र-बड़े कि ! क्ख्”ि“কিন্তু কি আবার ।” “এটুকু বালিকা উহার চোখে এমন কি সৌন্দৰ্য্য থাকিতে পারে, যাহা দেখিয়া মুগ্ধ হইব ?” মুরেশ --*সে কি ! এমন সুন্দর চোখ ত প্রায় দেখা যায়ন”-— “আমার ভাই কোনো ভাবই হয়নি, মুগ্ধ হওয়াতে দুরের কথা !” “ষা’ই কেন বলন ভাই, তা’র চুর্ণকুন্তল বেষ্টিত কমনীয় মুখখানি দেখিয়া”— “তুই যে একেবারে কবি হ’য়ে উঠলি স্বরে । তবু যদি—‘গৌরী’ না হ’ত”—বলিয়া একটু হাসিলাম । আমাদের আর কোনও কথা হইল না ! 够 মেয়েটর বয়স আট কি নয় বৎসর!