পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Bసి 8 छांब्रडौ । অশ্বিন, ১৩১৭ চলল । যবদ্বীপে । তসারী ও ব্রোমে । মঙ্গলবার ১৬ ডিসেম্বর —এই চমৎকার মুগুiমল তরুমগুপের আমাকে কেহ কেহ আগ্রহাতিশয় ছায়ায়,—প্রখর স্বর্য্যকিরণ সত্ত্বেও—পথটি সহকারে পরামর্শ দিয়াছিলেন, যেন আমি পূৰ্ব্বপ্রান্তস্থ আগ্নেয় গিরি-প্রদেশ না দেখিয়া, ব্রোমোয় আরোহণ না করিয়া, যবদ্বীপ হইতে প্রস্থান না করি। তাহা করিতে হইলে, ষবদ্বীপের প্রধান প্রাচ্য বন্দর সোরাবয়া হইতে যাত্রা করিতে হয়, এবং প্রথমেই প্যাসো রোয়ানের রেল-গাড়ী ধরিতে হয় । প্যাসোরোয়ানের ষ্টেশনে, নানা দেশের পৰ্য্যটকের একত্র মিলিত হইয়াছে ৪— কতকগুলি ওলন্দাজ রাজপুরুষ ; কতকগুলি স্থূলকায় ওলন্দাজ-রমণী ; কতকগুলি যাবাদেশীয় পুরুষ ও যাব-দেশীয় রমণী ; একজন মেটে ফিরিঙ্গি ষ্টেশান মাষ্টার ; কতক গুলি মুশ্ৰী ফিরিঙ্গী-রমণী,—শুiমবর্ণ, সুন্দর কালে চুল, হৃদয়ের প্রচণ্ড আবেগস্থচক বড় বড় চোখ ; কতকগুলি চীনে, কতকগুলি আরব ; একটি ক্ষুদ্রকায় বিবাহিত চীন-রমণী ;– তাহার ফিকা নীল ও গোলাপী রঙ্গের পরিচ্ছদ-উদ্ভট ধরণের নক্সা-কাজে আচ্ছন্ন। প্যাসোরোয়ানে,—পোয়েসপোয়ে যাইবার , জন্ত একটা গাড়ী লইলাম। এই ক্ষুদ্র গিাড়ীটি একটা সমভূমি বড় রাস্তার উপর দয়া খুব দ্রুত চলিতে লাগিল। রাস্তার দুই ধারে সুন্দর বৃক্ষশ্রেণী ;–আমার পাও| বলিলেন, এই গাছগুলি তেঁতুল গাছ ঃ অন্ধকারাচ্ছন্ন ; গথিক ক্যাথিড্রালে প্রবেশ করিলে যেরূপ মনের ভাব হয়, এইখানে আসিয়াও যেন আমার সেইরূপ হইল । এখানকার চুন-কাম-কর কাঠের বাড়ীগুলি, যাবাদ্বীপের পশ্চিম-অঞ্চল অপেক্ষা, বেশী আদিম ধরণের –অনেকটা কুটীরের কাছাকাছি ; বিচিত্র ধরণে আড়াআড়ি বঁাশ দিয়া, উচ্চ দ্বার গঠিত হইয়াছে, মনে হয় যেন ভঙ্গুর বিজয়-তোরণ ; কোথাও-কোথাও, ইহার গঠনে বেশ একটু শিল্প-সৌন্দর্য্যেরও পরিচয় পাওয়া যায়। গৃহের অঙ্গনে, পায়রার থোপযুক্ত উচ্চ বংশদণ্ড থাড়া হইয়া আছে । মধ্যে মধ্যে তাণীবন। এখানে বড়ই গরম। এ এক রকম গুরুভার উত্তাপ, যাহার প্রভাবে মানুষ, পশুপক্ষী, গাছপালা, সমস্ত পদার্থই যেন ঘুমাইয় পড়ে। বেশ অনুভব করা যায়— আমরা আমাদের যুরোপ হইতে বহু দূরে আসিয়াছি—প্রকৃতির উষ্ণ প্রধান রাজ্যে আসিয়াছি, কোন একটা সাগর দ্বীপের গভীর প্রদেশে আসিয়া পড়িয়াছি। পাস্রেপান নামক একটি ক্ষুদ্র গ্রামে, আমাদের গাড়ী উচ্চে উঠিতে আরম্ভ করিল। এই সময়ে, যাইতে যাইতে অনেক দেশীয় লোক দেখিতে পাইলাম ;—তাহারা ছোট ছোট টাটু লইয়া যাইতেছে, কিংবা ভারী