পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 సెట్ర পরস্পরকে দস্তুরমত নতশিরে নমস্কার করিলাম। উহাদের শুীমলবৰ্ণ ; মুখে বেশ একটা বুদ্ধর ভাব ; সাদা কাপড়ের পরিচ্ছদ, —-একরকম নুতন ধরণে পরিধান করিয়াছেন, সম্পূর্ণ যুরোপীয়ও নহে, সম্পূর্ণ দেশীয়ও নহে। উহার মধ্যে বয়ঃজ্যেষ্ঠ রাণীর মুখের অবয়বগুলি খুব পরিস্ফুট, একটু কপি-ধরণের ; যে সৰ্ব্বাপেক্ষ কনিষ্ঠ,—ইহার মধ্যেই স্থল হইয়া পড়িয়াছে, কিন্তু দেখিতে সুশ্ৰী । এই রাজদম্পতিদ্বয় য়ুরোপীয় ধরণে আহার করেন, টেবিলে বসিয়া বেশ শিষ্টজনেচিত ব্যবহার করেন । একমাত্র আমিই কেবল টেবিলের চাদরে দাগ লাগাইয়াছিলাম। রাজকুমারদ্বয়, য়ুরোপীয় ভাষার মধ্যে কেবল ওলন্দাজী ভাষাতেই কথা কহেন ঃ এখন আমার দুঃখ হইতেছে, কেন আমি ওলম্বাজী ভাষা শিথি নাই ! পোসপো হইতে ডোসারীতে ঘোড়ায় চড়িয়া গেলাম। এখানকার দৃপ্ত কতকটা আমাদের পাৰ্ব্বত্য প্রদেশের দ্যায়। কদলী বৃক্ষ, ‘পর্ণ-তরু- ইহাদের সহিত আমাদের দেশের গাছপালা ও মিশিয়াছে । একপ্রকার নির্যাসম্রাবী চিরহরিৎ বৃক্ষ এখানে প্রায়ই দেখা যায়,—তাহার ফি কা সবুজ রঙ্গের দীর্ঘ পত্রগুলি বুলিয়া পড়িয়াছে। কতকগুলা ছাগল, কতকগুলা গরু—উহাদের গলায় ছোট ছোট কাঠের ঘণ্ট। অনেকগুল হলদে-ঠোট বড় বড় কালে পাখী গরুদের কঁধের উপর বসিয়া আছে, আমার ঘোড়া দেখিয়াই উহার উড়িয়া গেল.আকাশে মেঘ জমিয়াছে, বৃষ্টি আরম্ভ স্থষ্টয়াছে। পৰ্ব্বতের মধ্যে, বজ্রের ভীষণ নিনাদ প্রতিধ্বনিত ভারতী । আশ্বিন, ১৩১৭ হইতেছে। মধ্যে মধ্যে সচল মেঘগুল অামাকে অtছন্ন করিয়া ফেলিতেছে। অামি প্রায় চারিটার সময় ডোসারীতে পৌছিলাম । ডোসারী একটা পাৰ্ব্বত আডিড । পৰ্ব্বতটা ১৭। ৭ metre উচ্চ। যবদ্বীপের উত্তাপে অবসন্ন হইয়া ওলন্দাজের আরাম বিরামের জন্য এইখানে আসে । একটি গ্রামে দেশীয়দিগের ঘনসন্নিবিষ্ট গৃহসমূহ, সেই গ্রামের পাশ্বদেশে স্বাস্থ্যনিবাসের হোটেল । উৎকৃষ্ট হোটেল ; ভারতীয় ওলন্দাজরাজ্যের মধ্যে এরূপ হোটেল আর নাই--এখানকার হাওয়া বেশ ঠাণ্ড । সাদা কাপড়ের পরিচ্ছদ ত্যাগ করিয়া এখানে গরম কাপড় পরিতে হয় । এখানকার ঘরের জানুলায় সাশি আছে ; বিছানায় দুইটা করিয়া চাদর, কতকগুলা কম্বল, একটা পাশের বালিশ—ঠিক্ বিলাতের মত । রাত্রিতে, ভোজনের পূৰ্ব্বে, হোটেল বাণীরা, তাহদের নিত্যনিয়মিত জোলাপ সেবন করিল—আদা ও কোন তিক্ত দ্রব্যের মিশ্রণে এই জোলাপ প্রস্তুত হইয়া থাকে। জোলাপ লইয়া তাহার পর উহার তাস ও বিলিয়ার্ড থেলিতে আরম্ভ করিল। এই দেশের ওলন্দাজী সংবাদপত্র সকল আমি পড়িতে লাগিলাম। বিলাতের সমস্ত খবর ইহাতে আছে দেখিয়া বিস্মিত হইলাম। কেননা, ভারতীয় ইংরাজি সংবাদপত্র গুলা বিলাতের ংবাদ ভাল করিয়া কিছুই দেয় না। ইঙ্গ ভারতীয় রাজ্য, ফরাসী দেশ সম্বন্ধে বড় একটা গোজখবর রাখে না, কিন্তু মনে হয় ফরাসী দেশ, এখানকার সংবাদপত্রের একটা বৃহৎ স্থান অধিকার করিয়া আছে ।