পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

do & নিষ্ঠুরভাবে আমাকে ধূলায় পিষিয়া মাল্লিবে! তবু এ মুহুর্তে আভিজাত্যের এ নিষ্ফল আস্ফালন, কেন ? ミ○ বায়ু ও আলোকহীন ছোট ঘরে আবার আমি বন্দী! বন্দী হইয়াছি বলিয়া কি আলো বায়ুতেও আমি অধিকার হারাইয়াছি ! বিচারের নামে, মানুষের প্রতি মানুষ এমন অবিচার করে ! যদি শাস্তি দেওয়াই প্রয়োজন হয়, তবে অল্প খরচে আরো সহজ উপায় ত ছিল ! প্রাচীনযুগের মত, একটা থলির মধ্যে পুরিয়া নদীর জলে ডুবাইয়া দিলে ত চুড়ান্ত ব্যবস্থা হইত ! এত কড়া পাহার, এমন জবরদস্ত তদারকের পরিশ্রম ও ব্যয়টাও বাচিয়া যাইত ! पछांद्रडी । আশ্বিন, ১৩১৭ ঘরে বিছানা ছিল না ! প্রহরীকে বিছানার জন্ত বলিতে সে অবাক হইয়া গেল ! যেন আকাশ হইতে পড়িয়াছে, এমন ভাবখান!! অর্থাৎ ছয় ঘণ্টার জন্ত আর বিছানা লইয় আমি কি করিব ? যাহা হউক, ঘরের কোণে অধ্যক্ষ মহাশয় তখনি একটা বিছানা করাইয়া দিলেন । তার দয়া অসাধারণ ! মরিবার সময়, তার দয়ার কথা ভাবিয়া মরিতে পাইব ! কিন্তু আমার ঘরের দ্বারে পাহার মোতায়েন রহিল— পাছে বিছানার কম্বল গলায় জড়াইয়া ফাসিকাঠকে আমি ফাকি দিই ! ( ক্রমশ: ) ঐসৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। জলে বাস । অন্ধকার ও বিজনতার মধ্যে গৃহ-নিৰ্ম্মাণের কল্পনা যে কেবল জুল ভার্ণের স্তায় কবির উৰ্ব্বর মস্তিষ্কেই প্রথম স্থান পাইয়াছিল, তাহ। নহে । লোকচক্ষুর অগোচরে সমুদ্রতলের অধিবাসী মৎস্ত ও কীটাদির আবাস নিৰ্ম্মাণের প্রণালীটুকু প্রকৃতপক্ষে অপূৰ্ব্ব কৌতুহল ও বিস্ময়ের উদ্রেক করে। সমুদ্র এবং হ্রদ, পুষ্করিণী প্রভৃতির নিৰ্ম্মল জলতলে, প্রসবের সময় ডিম্ব এবং সন্তানাদি রক্ষার জন্ত গৃহনিৰ্ম্মাণে মৎস্তজাতির সবিশেষ ব্যগ্রতা দেখা যায়। এই সকল গৃহের নিৰ্ম্মাণ প্রণালী বেশ কৌতুহলজনক। কোন কোন স্থানে এগুলি কেবল সমুদ্রের তলদেশে বালুক ও পঙ্কের মধ্যস্থিত ক্ষুদ্র গহবর বিশেষ, আবার কোথাও বা জলজ শৈবাল ও উদ্ভিদরাজিতে আচ্ছন্ন, আবার কোথাও বা অধিকতর শ্রম কল্প নিৰ্ম্মাণ প্রণালী দেখিতে পাওয়া যায়। সে ক খ পরে বলিতেছি । sitäoltoni Tog (Sargaso Sea ) মৎস্যগণের আবাস-নিৰ্ম্মাণের প্রণালীটুকু অধিকতর বিস্ময়োদ্দীপক। সারগাসে সমুদ্র ২৬• • • • বর্গ মাইল ব্যাপী এবং তাহ প্রায়ই জলজ উদ্ভিদে পরিপূর্ণ, প্রাণিতত্ত্ববিদগণের তত্ত্বসংগ্রহের পক্ষে সারগাসে সমুদ্রই বিশেষ ভাবে উল্লেখযোগ্য। কারণ, এই সকল জলজ উদ্ভিদের মধ্যে বহুবিধ অদ্ভুত জীব বাস করে। এই সকল জীবের জীবনযাত্রা-নিৰ্ব্বাহের পক্ষে সারগাসো সমুদ্রই উপযুক্ত স্থান। অষ্টান্ত হিংস্র জীব হইতে আত্মরক্ষার জন্ত ইহার এই সকল উদ্ভিদাবরণের মধ্যে আশ্রয়