পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& be দ্বারা তথা হইতে মুড়ি, প্রস্তরখণ্ড প্রভৃতি আবর্জনারাশি অপসারিত করিয়া ডিম্বাকারে একটা গহবর রচনা করে এবং সেই গর্তেই প্রসবকালে ডিম্বাদি রক্ষিত হইয়া থাকে । আশপাশের উদ্ভিদরাশির শাখাপ্রশাখা ধীরে ধীরে বৰ্দ্ধিত হইয়া তাহদের গৃহটকে ছোটখাট একটা কুঞ্জের মত রমণীয় করিয়া তোলে। আর একজাতীয় বৰ্ত্তিক মৎস্ত ( বাট মাছ ) আমেরিকায় সচরাচর দেখিতে পাওয়া বাসরচনায় নিযুক্ত স্বৰ্য্য মৎস্ত । প্রস্তরখণ্ডের উপর আর এক স্তর ডিম্ব প্রসব করে এবং তাছাও পূর্কের স্তায় প্রস্তরখণ্ডের দ্বারা আবুত করিয়া দেয়। এইরূপে একে একে স্তরগুলি ভূমি হইতে প্রায় আট ইঞ্চি অবধি উচ্চ করে। অরিনকো ( Orinoco ) নদীতে পিরাই ভারতী । আশ্বিন, ১৩১৭ যায় । ইহাদিগের বাস-নিৰ্ম্মাণ-প্রণালী অভিনব ধরণের। দারুণ গ্রীষ্মের সময় ইহারা নদীগর্ভের কতকটা স্থান বেশ স্ননাররূপে পরিচ্ছন্ন করিয়া তাহতেই এক স্তর ডিম্ব প্রসব করে। পরে নিকটবৰ্ত্তী স্থান হইতে ছোট ছোট প্রস্তরখণ্ড সংগ্ৰহ করিয়া তাহা দ্বারা সেই ডিম্বের স্তরটকে বেশ করিয়া আচ্ছাদিত করিয়া দেয়। এই কার্য্য সম্পন্ন হইলে সেই সকল অtছাদন বৃক্ষশাখায় দেডুল্যমান পিরাই’ মৎস্তের বাস। ( Pcrai) নামক একশ্রেণীর মৎস্ত বাস করে। ইহারা সাধারণতঃ নদীতটস্থিত বড় বড় বৃক্ষ হইতে লম্বমান নদীজলস্পর্শী লতাতন্তু দ্বারা দিব্য বাসস্থান রচনা করে। চিত্র হইতেই তাহার মুস্পষ্ট পরিচয় মিলিবে । শ্ৰীগুরুদাস আদক ।