পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&रै ० দেখ, আমাদের বংশ বরাবর একরকমে স্পেনে রাজা গড়ে এসেছে, তুমি যদি না থাক, তবে সে বংশ একেবারে নির্মুল হয়ে যাবে যে ” সহসা ক্লেরা উঠিয়া দাড়াইল এবং জুয়ানিটোর চারিদিক হইতে সকলে সরিয়া আসিল, বৃদ্ধ পিতা তখন উচ্চস্বরে বলিলেন,"জুয়ামিটে, আমি তোমাকে আদেশ করছি।” যুবক কাউণ্ট নিৰ্ব্বাকভাবে বসিয়া রছিল। তাহার পিতা সম্মুখে হাটু গাড়িয়া বসিলেন ; ক্লের ম্যামুয়েল ফেলিপি মেরিকুইটা অলক্ষিতে তাছার অনুসরণ করিল। তাহার সকলে জুয়ানিটের দিকে হাত জোড় করিয়া রহিল। সে-ই শুধু তাহাদিগকে অপমান হইতে রক্ষা করিতে পারে । তাহার দৃঢ়তার উপরেই পুরাতন লিয়াগেরিস বংশের গৌরব ও স্থায়িত্ব নির্ভর করিতেছে ! সকলে মার্কয়েসের কথাবই পুনরাবৃত্তি করিতেছিল। পিতা কহিলেন, “তুমি কি তোমার সমস্ত শক্তি এবং স্পেনের বীরত্ব গৰ্ব্ব আজ বিসর্জন দিবে ? কতক্ষণ ভূমি তোমার পিতাকে এমন অবস্থায় রাখিবে ? তোমার জীবন ও দুঃখের কথা ভাবিবার এখন তোমার কি অধিকার আছে ?” পরে বুদ্ধ পত্নীর দিকে চাহিয়া বলিলেন “লিনা, এই কি আমার পুত্ৰ ?" মার্কয়েদ-পত্নী হতাশার স্বরে বললেন, “ও স্বীকার করেছে গে৷ ” জুয়ানিটের চক্ষুর পাতা নামিয়া পড়িল জননী শুধু অর্থ বুঝিয়াছিলেন। ছোট মেয়ে মেরিকুইটা তখনে তেমন इँप्ने भैंक्लिब ब्रश्ब्रिाझिण ; cग उाशब्र गोप्द्रब्र কণ্ঠ ধরিয়া কঁাদিতে লাগিল। তাহ দেখিয়া ভারতী । जांविन, > ex१ ছোট ভাই ম্যামুয়েল তাহাকে খুব ভৎসনা করিল। সেই মুহূর্বে বংশ-পুরোহিত সেই কক্ষে প্রবেশ করিল ; সমস্ত পরিবারটি আসিয়া उांशं८क घिब्रिब्र मैंiप्लांहेण ५ष९ छूबॉनिटप्लेiब्र কাছে লইয়া গেল। এ দৃপ্ত ভিক্টরের আর সহ হইল না, সে ক্লেরাকে ইঙ্গিত করিয়া শেষ চেষ্টার একবার জন্ত জেনারেলের নিকট ছুটিয়া চলিল। জেনারেল তখন সহচরদিগের সহিত আমোদ-উংসবে রত ! ঘণ্টাখানেক পরে মেওtর অধিবাসীদের মধ্যে এক শত জন মাতববর ব্যক্তি জেনারেলের আদেশে লিয়াগেরিস পরিবারের হত দেখিবার জন্ত প্রাসাদের সন্মুখস্থিত সমতলভূমিতে আসিয়া উপস্থিত হইল। মাকু য়েসের ভূত্যেরা তখনো ফালীকাঠে ঝুলিতেছিল। বধ্যকাষ্ঠ, খড়গ, এবং জুয়ানিটোর অস্বীকৃতি আশঙ্কায় সহরের জহলাদ, তখনে মাকুয়েস পরিবারের জষ্ঠ অপেক্ষা করিতেছিল। গভীর নিস্তব্ধতার মধ্যে স্পেনবাসীরা তখন কাহীদের চরণ ধ্বনি শুনিতে পাইল ; সজ্জিত সৈন্তবর্গের পরিমিত পদক্ষেপ, অস্ত্রশস্ত্রের ঠুনঠুনি সৈন্ত কৰ্ম্মচারীদের আমোদোৎসবের বিচিত্র কলধ্বনির সহিত মিলিয়া তাহদের কাণে তাসিয়া বাজিতেছিল। গত নিশীথোৎসবের আড়ালে যেমন এক বিশ্বাসঘাতক হত্যাকাও লুকাইয়াছিল, আজিকার হাসিগান ও পানেऋाख ६मछ कार्यक्रांद्रौप्नब्र उँछु,ांख् छेन्यांननांज्ञ আড়ালেও তেমনি এক করুণ অভিনয় চলিতেছিল। সকলের দৃষ্টি প্রাসাদ্ধের দিকেই নিবদ্ধ ছিল ; , সন্ত্রান্ত পরিবারটির সকলকেই আশ্চৰ্য্য পদগৌরবের সহিত অগ্রসর হইয়া আসিতে দেখা গেল ।