পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G२२ আর পারিল না, চীৎকার করিয়া বলিয়া উঠিল “ন, আমি পারব না।” তাহার চীৎকারে দর্শক বৃন্দের মুখ হইতে একটা মুস্পষ্ট যন্ত্রণtধ্বনি ফুটিয়া বাহির হইল। তাহাতে উৎসবের আনন্দরব ও হ্রাস্তচ্ছটা ক্ষণকালের জন্ত ডুবিয়া গেল। মাকুয়েস পত্নী জুয়ানিটোর দৌৰ্ব্বল্য লক্ষ্য उब्रिउँौ । আশ্বিন, ১৩১৭ করিয়া স্তম্ভশ্রেণীর উপর দিয়া লাফাইয়া পড়িলেন, নীচে পাহাড়ের গায় লাগিয়া তাহার মন্তক চূর্ণ হইয়া গেল। সকলে প্রশংসাধ্বনি করিয়া উঠিল। সঙ্গে সঙ্গে জুয়ানিটের মূৰ্ছিত দেহও ভূমিতে লুষ্ঠিত হইয়া পড়িল। শ্ৰীমুখরঞ্জন রায় । গোধূলি। ছায়াঝিকিমিকি স্বর্ণ আলোক আমি সান্ধ্য রবির কিরণের অনুগামী, প্রদোষ নীরবে ধীরে ধীরে আমি নামি— গোধূলি আমার নাম। পার্থীদের আমি কুলায়ে ভুলায়ে আনি, হাওয়ায় বহাই ফুলের সুরভিধানি, ক্লান্ত গভীরে গৃহপানে আমি টানি— বিশ্রাম অভিরাম । সন্ধ্যার তার মোরে হেরে তবে ফুটে, আরতিশঙ্খ মোরি সাথে বেজে উঠে, দিনের ক্লান্তি আদেশে আমার টুটে লভিতে শাস্তি ক্রোড় ; গৃহদীপথানি আমারে হেরিয়া জলে, বিরাম-শয়ন রচি বাতায়নতলে, পিছাই তন্ত্র ধরণীর স্থলে জলে স্বপ্ন পরশে মোর । অথচ আমার ক্ষণিকের পরমায়ু— প্রদোষ বাতাসে তাই কঁদে মোর বায়ু; দিয়ে যাই তবু যতটুকু আছে আয়ু ধরার মুখের লাগি ; দিনে দিয়া ছুটি রাত্রিকে ডেকে আনি, শ্রান্তির পরে শাস্তির রেখা টানি, সন্ধ্যার বায়ে রটায়ে বিরাম-বাণী তার পর ছুটি মাগি। অস্তরবির হিরণকিরণসীনা, পশ্চিম মেঘে চঞ্চলালোকলীন, দূর দিগন্তে বাজাই স্বর্ণবীণা— তন্দ্রা বিছানো তান ; • দিকে দিকে মেলি চঞ্চল কম-কায়া, তালের বাকলে রচিয়া সোনার মায়, জাহ্নবী-জলে বিছায়ে রক্ত ছায়, তবে মোর অবসান— গাছি নিৰ্ব্বাণ গান । শ্ৰীধতীন্দ্রমোহন বাগচী