পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, প্রথম সংখ্যা । কাজকৰ্ম্ম করা কিংবা গাড়ী করিয়া বেড়ান ; একটার সময় মধ্যাহ্ন ভোজন ; ২টা হইতে ৪টা ৫টা পৰ্য্যন্ত দিবানিদ্রা ; ৪টা ৫টার মধ্যে স্নান ও চা-পান ; ৫টার পর কাজকৰ্ম্ম কিংবা বেড়ান, ৮টার সময় যুরোপীয় ধরণে সায়হ ভোজন। আজ রাত্রে ফ্রানসের কনসল আমাকে “হার্মনি’-ক্লবে লইয়া গিয়া, সকলের সহিত পরিচয় বরিয়া দিলেন । বাতাবিয়ার এই একমাত্র "সিভিল’ কৰ্ম্মচারীদিগের ক্লব । ইহা গৃহ-সজ্জায় মুসজ্জিত, ইহার বৈঠকখান। ঘরগুলি বেশ ঠাণ্ডা, মার্বেল-পাথর বসান । ইহার পঠন-শালাটি সৰ্ব্বোৎকৃষ্ট ; এরূপ বিশ্বজাতীয় পাঠাগার আমি আর কোথাও দেখি নাই । ওলন্দাজদিগের কিরূপ অন্তর্জাতীয় জ্ঞানচর্চা এইখানেই তাহার পরিচয় পাওয়া যায় ; উহাদের মধ্যে অনেকেই ফরাসী ভাষায়, জৰ্ম্মান ভাষায়, ইংরাজি ভাষায় কথা কহে ; এখানে, শুধু হল্যাণ্ডের নহে—ফ্রানসের জৰ্ম্মানির, ইংলণ্ডের সৰ্ব্বোৎকৃষ্ট সংবাদপত্রাদি —সচিত্র সংবাদপত্র, সমালোচনপত্র দেখিতে পাওয়া যায়। ফ্রানসের Lc Gil Błas, La Revue des Deux জীবনস্বামী । শুত্র বেশ করি শুভ্র মূৰ্ত্তি ধরি শুভ্রালোকোপরি কে তুমি বিরাজ। দরশ মাগিয়ে রয়েছি জাগিয়ে তোমারি লাগিয়ে হে হৃদয়-রাজ’ । নিবিড়-আঁধারে এক ৰসি আমি, তব নাম হৃদে জপেছিকু স্বামী, Figars, Le छौदनत्री औौं। &S Mondes, La Revue de Paris, La Nouvelle Revue, Le Mercure de France, E’Illustration, le Theatre– এই সব। টেবিলের উপর, নব আবিক্রিয়া সম্বন্ধীয় গ্রন্থাদি, ফরাসি উপন্যাসের মধ্যে Pierre Vebe 2:sts “Amour Amour.” ( ভালবাসা ) আমি ইহা পাঠ করিয়া আনন্দ লাভ করিলাম । এই পুস্তক পাঠ করিতে করিতে মনে । হইল যেন আমি আমার স্বজাতীয় লোকদিগের মধ্যে আবার ফিরিয়া আসিয়াছি ; ক্ষণকালের জন্ত এখানে আমার যে বৈদেশিক ংস্রব ঘটিয়াছে, এই সংশ্রব এখন যেন আরও তীব্ররূপে অনুভব করিতে লাগিলাম। ক্লবের ওলন্দাজের চারিদিক হইতে জাভাদেশীয় şsifstof statē statu Spada | Spada ! বলিয়া ডাকিতেছে—শুনিয়া আমার আশ্চৰ্য্য মনে হইতে লাগিল। আবার যখন আমার হোটেলে ফিরিয়া গিয়া গ্রীষ্মদেশ-মুলভ উজ্জ্বল চন্দ্রালোকে দেখিলাম—খালের ধারে ধারে শু্যামবর্ণ মনুষ্য সকল বৃহৎ তরুতলে বসিয়া আছে—তখন আমি বিস্মিত হইলাম। . ঐজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর । ( এইটি চয়ন নহে ) নীরব সে বাণী, কেমনে না জানি, মরম হে তব পরশিল আজ’ ।. জানিমু হৃদয়ে থাকিয়ে গোপনে, শুনেছিলে মম মরম বেদনে, (তাই) আঁধার জীবনে, ভাসায়ে কিরণে, উদিলে হে আসি এ হৃদয় মাঝ । শ্ৰীমতী হেমলতা দেবী।