পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ধ, প্রথম সংখ্যা । হাত তুলিয়া নিবারণ করিলেন বলিয়াই সহচরীটি সে যাত্রা রক্ষণ পাইয় গেল । ডাচেস বলিয়া উঠিলেন—“এস ভাই, আমাদের আর ঝগড়া বা মারামারীতে কাজ নাই। চসার এখানে উপস্থিত থাকলে যা করতেন আমরাও সেই রকম করি এস । ফিলিপার এতদিনে বিবাহ হওয়া উচিত ছিল। এস আজ আমরা ওর বিবাহট শেষ করে ফেলি।” (8) ডাচেসের উদ্যান-ভবন আজ আনন্দমুখরিত। নরনারী সকলেই আজ শোভন পরিচ্ছদে সুসজ্জিত। প্রাসাদ প্রাচীরের চতুর্দিকে সশস্ত্র প্রহরী দণ্ডায়মান । প্রতিবেশী প্রজাগণ ভয়ে ভয়ে উদ্যানের কিছুদূরে সমবেত । ডাচেস ব্ল্যান্‌চে একটি মুক্ত বাতায়নপথ হইতে নত হইয়া তাহার অশ্বসজ্জিত করিবার আদেশ দিলেন । আজ সহচরী পরিবৃত হইয়। তিনি স্বামীকে স্বাগত করিবার জন্য অগ্রসর হইবেন । বাতায়ন পথ হইতে র্তাহার ক্ষীণ তমুটি বঙ্কিম ভঙ্গীতে যখন ছেলিয়া পড়িল, তখন তাহাকে যেন প্রভাত কিরণের রশ্মিরেখার মত দেখাইতে লাগিল, তেমনি স্নিগ্ধ, সতেজ, সুন্দর, তেমনি আনন্দরাগে রঞ্জিত ! সকল সহচরী যখন সমবেত হইল ডাচেস্ জিজ্ঞাসা করিলেন—“ফিলিপ কোথায়?” ফিলিপ কোথায় কেহই জানে না । "তাঁকে রহস্ত ক’রে প্রেমের দরবারে শাস্তিদান করব বলেছি, তাই দেখছি সে লুকিয়ে আছে। তাকে খুঁজে নিয়ে এলে ।” চসীরের পরিণয় । ు কিন্তু তাহার ফিলিপাকে খুজিয় পাইবে কোথায় ? প্রথম ভেরীনিনাদে রাজপুত্রের আগমনবার্তা যে মুহূর্তে তাহার কর্ণে প্রবেশ করিয়াছিল, সেই মুহুর্তেই ফিলিপ গোপনে প্রাসাদ ত্যাগ করিয়া গেল । ডাচেসের নিকট যাহ! সামাগু পরিহাস বলিয়। বোধ হইয়াছিল, তাহার অস্তরে তাহা মৰ্ম্মান্তিক আঘাতের ন্তায় বিদ্ধ হইয়াছিল । জোর করিয়! তাহার বিবাহ দেওয়া ? আর সে বিবাহ কাহার সহিত ? রাজপুত্রের অমুচরগণের মধ্যে সৰ্ব্বাপেক্ষা হীনপদস্থ এক ব্যক্তির সহিত ! এ বিবাহ অত্যাচার ও অপমান ! সে আজ সৰ্ব্ব প্রথম রাজপুত্রের সহিত সাক্ষাৎ করিবে, তাহার সম্মুখে সে আজ জামু পাতিয়া বসিয়া বিচার ও সাহায্য প্রার্থনা করিবে । সুতরাং রাজপুত্রের দলবল যেই দৃষ্টিগোচর হইল, অমনি তাহার সম্মুখে দুই হাত বাড়াইয় এক আলুলায়িতাকেশ রমণী আসিয়া দাড়াইল । ডাচেস তাহার জন্ত ব্যাকুলচিত্তে অপেক্ষা করিবেন জানিয়া এবং নিজেও পত্নীকে আলিঙ্গন করিবার জন্ত উৎসুক হইয়া আছেন বলিয়া, রাজপুত্রই সেই বাহিনীর সর্বপ্রথমে ছিলেন । সম্মুখে চামুণ্ডারূপিণী রমণীকে দেখিয়া তিনি বিস্মিতচিত্তে অশ্বচালককে গতিরোধ করিতে আদেশ করিলেন । ফিলিপ অশ্রুপূর্ণ নেত্রে তাহার সম্মুখে আছাড় খাইয়া পড়িল । রাজপুত্র জিজ্ঞাসা করিলেন “ব্যাপার কি ? এ খেলা কিসের জন্ত ?” উঠিয়া দাড়াইয়া রমণী কছিল, “আমাকে