পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, প্রথম সংখ্যা । প্রকাও, কালো রঙের বদ্ধ গাড়ী, বাহিরে, আমার জন্ত অপেক্ষা করিতেছিল । আমি গাড়ীতে উঠিতেছি, এমন সময় শুনিলাম অদূরে কে বলিতেছে, “লোকটার ফাসির হকুম হয়ে গেল !” আমি তার দিকে চাহিয়া দেখিলাম ! একটা ব্যর্থ আক্রোশে অস্তরখানা জলিয়া উঠিল ! গাড়ী চলিল ! গাড়ীর মধ্যে, ছোট একটু সোমা ডি করস । స్క్రిసె ফাকের ভিতর দিয়া পথের পানে চাহিয়াছিলাম,-পথে ছোট ছেলেমেয়ের খেলা করিতেছিল । পথিকের দল দাড়াইয়া হাসি-গল্প করিতেছিল। আমি ভাবিলাম, আজো জগতের হাসিখেলায় একটু বিরাম পড়িবে না ! এতটুকু সহানুভূতি নাই ! এত হাসি, এত আনন্দ, কিসের জন্ত ! [ক্রমশঃ] শ্ৰীগৌরীশ্রমোহন মুখোপাধ্যায়। সোমা ডি করস । ( ডাক্তার রসের বক্তৃত হইতে সংগৃহীত ) হাঙ্গীরীর অন্তর্গত ট্রাসিলভানিয়া প্রদেশান্তর্গত করল্ গ্রামে ১৭৮৪ খৃষ্টাব্দের ৪ঠা এপ্রিল সোমাড়ি জন্মগ্রহণ করেস । ১৮৯১ খৃষ্টাব্দে নাগি ইনিয়েড (Nagy Enyed) নামক কলেজে অধ্যাপন আরম্ভ করিয়া ১৮৯৯ সনে গটিনজেন বিশ্ববিদ্যtলয়ে প্রবেশ করেন । তখায়, প্রাচ্য ভীম ও এতদ্ৰেণীয় ইতিহাস পাঠেই তিনি অধিকতর মনোনিবেশ করিয়াছিলেন । পিতৃমাতৃহীন সোমার জ্যেষ্ঠ ভ্রাতাই সংসারে একমাত্র অবলম্বন ছিলেন । ভ্রাতার অবস্থ স্বচ্ছল ছিল এবং সোম! যাদ্ধাতে পূৰ্ব্বদেশীয় বৃত্তান্ত অবগত হইয়া ইউরোপের বিদ্বজ্জনকে সস্তুষ্ট করিতে পারেন, এই অভিলাষে ১৮২• থষ্টাব্দের জানুয়ারী মাসে তিনি সোমার প্রাচ্য দেশ এমণের ব্যবস্থ। করেন। বুখারেস্ত হইতে মাত্রা করিয়া কোন সময় রেলপথে, কোন সময়ে জলযালে এবং কথন কখনও পদব্ৰজে ভ্রমণ করিয়া লফিয়া, এনস, রোডস, আলেকজাক্রিয়, সাইপ্রাস, লাটেকিয়, আলেপে', বাগদাদ, তিহারণ, বোখার, বন্ধ ও কাবুল হইয়। ১৮২২ সলের ১১ই মাচ্চ তারিখে সোমা লাহোরে পৌছেন । লাহোর হইতে সোম। ১৮২২ খৃষ্টাব্দের ২৬শে थाश्रटे उब्रिt१ भिः शूब उफ्रकेब नश्ठि cन याजा করেন। এই স্থানে জাসিয়া কয়েকখানি তিব্বতীয়

    1. xi (Csoma de Koros ;

পুস্তক দেখিয়া উহার তিব্বত দর্শনে অভিলাষ জন্মে । তিনি ১৮২২-২৩ খৃষ্টাব্দ পর্য্যন্ত কাশ্মীরে থাকিয়া তিববতীয় ভাষা শিখিতে আরস্ত করেন । ক্রফট সাহেব এই সংবাদে সাত্তিশয় প্রীত হইয়া আর্থিক সাহাষ্য এবং কতকগুলি সুপারিশ পত্র সংগ্ৰহ করিয়া দেন । কয়েকজন লামার অনুগ্রহে তিনি তিব্বতীয় ব্যাকরণ শিখিতে আরম্ভ করিলেন । সোমা যখন জনস্করে অবস্থিত করিতেছিলেন তখন তত্ৰত্য জনৈক লামার নিকট ৩২• খানি তিব্বতীয় পুস্তক দেখিতে পাণ । ঐ পুস্তকগুলিতে তিব্বতীয় ধর্শ্ববিষয়ক সকল বৃত্তাগুই লিপিবদ্ধ ছিল । সোম। এই ৩২• খনি পুস্তক অনুবাদ এবং ভবিষ্যতে তিব্বতীয় ভাষা শিক্ষার উদ্দেশ্বে এক অভিধােন প্রস্তুত করিতে আরম্ভ করেন । জনক্ষরের লাম। তাহ'র অনুরোধে প্রায় এক সহস্ৰ শব্দ নির্বাচিত করিয়া দেন এবং ক্রমে ক্রমে সোমা তিব্বতীয় সকল শব্দই এই অভিধানের অন্তর্গত করিতে সক্ষম হইয়াছিলেন । এই অভিধান এতদিন বঙ্গদেশীয় এসিয়াটিক সোসাইটার গৃহে ছিল। প্রায় এক শতাব্দী জন্তে শ্রদ্ধাস্পদ শ্ৰীযুক্ত মহামহোপাধ্যায় সতীশচত্র বিদ্যাভূষণ মহাশয় এবং ডা: ডেনিসন রস সাহেব ইহার প্রকাশের ভয় লইয়াছেন । উপযুক্ত পাত্রেই কাৰ্য্যভার গুস্ত হইয়াছে । -