পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, প্রথম সংখ্যা । আনবার চেষ্ট না কি ? হঠাৎ এতে বড় দার্শনিক কি করে হলে ?” “চেষ্টা করা তো উচিত” বলিয়। তর্কটাকে পাকাইয়া না তুলিয়া নীরদ হঠাৎ উঠিয়া পড়িয়া বলিল “চলে একটু বাইরে গিয়ে বসা যাক। এ ঘরটা আজ তোমার ঠিক সইছে না ।" ঘাইতে যাইতে যোগেন্দ্র জিজ্ঞাসা করিল “বিছাসাপত্র সব গেল কোথায় ?” ভূমে একটা গালিচা পাড়া ছিল, তাহ দেখাইয়। নীরদ বলিল “ঐ ষে।” প্রশ্ন হইল “ঐতে শেfও ?” মৃদু হাস্তের সহিত যোগেন্দ্র ঘাড় নাড়িল “ছা” । অনেক রাত্রে যোগেন্দ্র বিদায় লইয়া চলিয়া গেল। বিদায় অভিবাদন জানাইতে গেলে, নীরদ ব্যস্ত হইয়া বাধা দিল "মাঃ ওসব কায়দfগুলো ছাড়ে।” । “বলো কি হে, ও যে তোমারি অাদর্শ” । “আবার আমিই প্রত্যাহার করছি*' । যোগেন্দ্র যে বাড়ি হইতে আছার করিয়া আইসে নাই তাহ সে এখানের সমস্ত উলোট পালোটের মধ্যে পড়িয়া একেবারেই क्लनिद्रा भित्राझ्नि नोअल७ यूर्कब्र मठ निcछ হইতেই নিমন্ত্রণ করিল না, বরং সে বিদায় চাহিবামাত্রই উঠিয় দাড়াইয়। বলিল “রাত হয়ে গ্যাছে, এসে তবে ।” রাততে পূৰ্ব্বেগু কতদিন হইয়াছে ! যোগেন্দ্র বাড়ির টানে ছুটিতে চাছিলে তখন সেতে তাহাকে ধরিয়া রাথিয় দিত। আজ ফুত্বের গৰ্ব্বে আহত হুইয়া যোগেন্দ্র তাই দরুক্তি না করিয়া তৎক্ষণাৎ চলিয়া গেল ! বাড়ি গিয়া খাবার চাহিতেই পাচক ব্রাহ্মণ পোষ্যপুত্র। ፃፃ কুষ্ঠিতভাবে জানাইল ; পুৰ্ব্বে ম্যানেজার সাহেবের বাসায় গিয়া কখনো না খাইয়া ফিরেন নাই বলিয়া আজও সে রাধে নাই। যোগেন্দ্র চটিয়া উঠিয় তাহাকে তিরষ্কার করিল, তারপর খুব তাগিদ দিয়া শীঘ্র শীঘ্র লুচি ভাজাইয়া লইয়া আহারে বসিল । পৃথিবীর মধ্যে এই প্রধান জিনিষটাকে সে মনের কোন লাভ লোকসানের অংশভাগী করিতে চাহে না, সেট নিয়ম মতন পাওয়া 5ाँझे-झे । পরদিন প্রত্যুষে স্নান করিয়া গরদের ধুতি চাদর পরিয়া শয়ন গৃহেরি একটি পাশে কম্বলের আসনে বসিয়া নীরদকুমার আঙ্কিক সারিয়া শঙ্করভাষ্য লইয়া বসিয়া একটা জটিল স্বত্রের মীমাংস খুজিয়া হতাশ্বাস হইবার উপক্রম করিয়াছে, এমন সময় ভূত্যের নিষেধ অগ্রাহ করিয়া ছাপাইতে স্থাপাইতে যোগেন্দ্র সেই ঘরে প্রবেশ করিয়া উত্তেজিত স্বরে বলিয়া উঠিল “কি চে, যা বলেছি তাই ! এরি মধ্যে আমার প্রবেশ নিষেধ ?” নীরদ জটিল সমস্ত অমীমাংসাতেই পরিত্যাগ করিয়া উঠিয়া বলিল, “শোন যোগেন ! সবারি একটা অন্তঃপুর বলে জিনিষ আছে তো ? এসে। ওঘরে যাই তোমার সঙ্গে অনেক কথা एवi८छ् \” "কেন এঘরে কি ‘অচিন্দুদে’র স্থান নাই ? घब्रछे छक श्र°विद्ध झ्tग्न यांtत ?” नौब्रम অপ্রতিভ হইল না, বরং হাসিয়া উত্তর করিল “মিথ্যা কি, তোমার পায়ে জুতা রয়েছে, তাছাড়া তোমার তো এখানে বসবারও সুবিধা নাই ! ‘যুবরাজ”কে তো উচ্চাসন দিতে হবে।”