৩৮শ,বর্ষ, প্রথম সংখ্যা ! জন্য যুরোপীয় চিত্রকবের। আজকাল চিত্রে কতক গুলা জিনিস অঙ্কিত করার বিরুদ্ধে দণ্ডায়মান হইতেছেন, তাই তাহার , গতি 歌 ↔ সমালোচনা సె সম্বন্ধে গবেষণা করিতেছেন এবং চিত্রেরও যে একটা বিশেষ ছন্দ আছে, এই ধারণ হইতে নুতন জ্ঞান লাভ করিতে সুচেষ্ট হইয়াছেন। শ্ৰীমুরেশচন্দ্র বন্দ্ব্যোপাধ্যায়। o সমালোচনা- . ' ' ' সাগর-সঙ্গীত — শ্ৰীযুক্ত চিত্তরঞ্জন দাস প্রণীত । কে, ভি, সেন এণ্ড ব্রাদাস কর্তৃক মুদ্রিত মূল্য লিখিত নাই। এখানি কাব্যগ্রন্থ । ইহার কবি . ঐযুক্ত চিত্তরঞ্জন দাস মহাশয় হাইকেটেব স্বপ্রসিদ্ধ ব্যারিষ্টার। নানা কারণে চিত্তবঞ্জন বাবুব নাম ' বtঙ্গালার ঘরে-বাহিরে সব্বত্র সুপরিচিত। সুদক্ষ ব্যঞ্জরষ্টার বলিয়া চিত্তরঞ্জন বাবুর যথেষ্ট স্বনাম আছে— তিনি যে একজন ভাবুক কবি, এ কথা বোধ হয় সকলে জানিতেন না । সাগর-সঙ্গীত পাঠে છાશ চিত্তরঞ্জন বাদুব কবি-প্রতিভার পরিচয় পাইবেন । বহিখানি হাতে পড়িলে প্রথমেই ইহাব বাহ সৌষ্ঠবে চোখ ছুডইয়া যায়। এমন উৎকৃষ্ট ছাপা, উৎকৃষ্ট কাগজ ও উৎকৃষ্ট বাধাই, কোন বাঙ্গাল গ্রন্থে পূৰ্ব্বে আমাদের চোখে পড়ে নাই। প্রতি পৃষ্ঠাতেই সাগরের ভীষণ মধুব চিত্রাবলী : তরঙ্গভঙ্গের মৃদু আভাসের মধ্যে কবিতার ছত্রগুলি যেন ভাসিয়া নাচিয়| চলিযাছে । চমৎকার পরিকল্পনা । তদ্ভিন্ন স্বতন্ত্র কয়েকখtiন সাগরচিত্রও আছে। উপরে নিকষ-কালে মেঘ তাহারই পদতলে সমুদ্রের কালে জলে তরঙ্গের ক্ষেনে জল হাসিব ছট । এ গ্রন্থের বহিঃসৌন্দৰ্য্য মধুর, অপূৰ্ব্ব । তাহার’পব । ভিতরের কথা। কয়েকটি কবিতায় রবীন্দ্রনাথের ভাবছায় বড় নিবিড় রেখাপাত করিয়াছে। তাহ হইলেও এমন কবিতাও আছে যেগুলি পাঠ করিলে চিত্তরঞ্জন বাবুর স্বাধীন ভাবেরও সুগভীর কল্পনা-শক্তির পরিচয় পাই। সুগর-সঙ্গীতের ভাষা শক্তিমানের ভাষা। সে ভাষায় গাম্ভীয্য ও মাধুৰ্য্য বেশ সরল-সহজভাবে মিশ, খাইয়াছে । কবিতাগুলির সমস্তই সাগরকে লক্ষ্য করিয়া লিখিত হইলেও প্রত্যেকটি কবিতা স্বতন্ত্র বৈচিত্র্যে পরিপূর্ণ এবং সে কবিতাগুলি পাঠ করিয়া আমরা যথেষ্ট আনন্দ লাভ করিয়ছি । আইনের কঠোর দাযিত্বপূর্ণ ব্যবসায়ে লিপ্ত থাকিয়াও যে চিত্তরঞ্জন বাবু বঙ্গ-বাণীর পূজার অর্থ্য সাজাইবার অবসর করিয়} লইয়াছেন এবং উtহার সে অবসর সার্থক হইয়াছে, ইহ।বাঙ্গালীর পক্ষে আনন্দের, বিষয়, সন্দেহ নাই। আশা কৰি, বঙ্গ বাণীর পূজার ব্যাপৃত থাকিয়া কালে তিনি সুন্দরতর চারতর অর্ঘ্য সাজাইয়। বাঙ্গালীর মুখ উজ্জ্বল করিবেন, নিজেও ধন্ত হইবেন । অবসর-চিন্তা —ীযুক্ত হরেন্দ্রচন্দ্র সেন গুণত । কটন প্রেসে মুদ্রিত। মূল্য আট আনা । প্রবন্ধ-পুস্তিক। কুমনা’, ‘সৎ প্রবৃত্তি কৃপণতা", পিতাপুত্র, ভদ্রতা প্রভৃতি বিষযে লেখকের কয়েকটি চিন্ত৷ এই পুস্তিকায় সংগৃহীত ইয়াছে। ইণ্ডিয়ান মিউজিয়মের পরিচয় পত্র –ট্রাদের আদেশানুসারে মুদ্রিত ও প্রকাশিত। মূল্য দুই আনা। এই গ্ৰন্থখানি কলিকত্ব ष्ट्रेिलििभत्व ( যাদুঘর । গাইড-পুণ্ঠক । মিউজিয়মের কোন কক্ষে কি আছে, তাহারই সংক্ষিপ্ত পরিচয় এই গ্রন্থে লিপিবদ্ধ হইয়াছে। এই গ্ৰন্থখানি হাতে লইয় মিউজিয়ম দেখিতে গেলে কোন বিষয় জানিবার জন্ম শুনেডির মত পরের খাপেক্ষী হইতে হইবে না−এই গ্রন্থ দেখিয়া সহজেইসকলে জ্ঞান ও আনন্দ লাভ করিতে পরিবেন । কলিকাতা মিউজিয়ম-সংক্রান্ত সকল প্রকার জ্ঞাতব্য তথ্যে গ্রন্থখানি পরিপূর্ণ এবং ইহার উপযোগিতাওঁ বিলক্ষণ। এ গ্রন্থখানি বঙ্গভীর প্রকাশ, এবং সাধারণের অনায়াসে লন্ধ হুইবে এই ইচ্ছায় ইহার মূল্য যৎসামান্ত করিয়া দিয়া মিউজিয়মের ট্রাষ্টীগণ প্রকৃতই সাধারণের উপকার করিয়াছেন, তজ্জন্ত তাহাব বঙ্গবাসী মাত্রেবই কৃতজ্ঞতাভাজন।
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।