স্রোতের ফুল ( २ ) গিন্নিরাণী অন্দরের পুকুর-ঘাটের মাৰ্ব্বেলী বাধানে চাতালে একখানি আত মিহি কাঠিব বিচিত্র বুননের মছলন্দের মাদুব পাতিয়া বসিয়৷ তেল মাখিতেছিলেন । দুজন ঝি কাপড়ের উপর কোমরে গামোছা জড়াইয়। রাণীব স্থল দেহে ডলিয়া ডলিয়া তেল মাথাইতেছিল । পুলিন আজন্ম, রুগ্ন ছিল ; সে যে বারে বৎসর বাচিয়াছিল একদিনের জন্ত ও রোগযন্ত্রণব হাত এড়াই তে পাবে নাই ; তাই তাহাব মায়েব মনে একটি গভীর বেদনার ছাপ রণথিয়া গিয়াছে । বিনোদের বয়স এখন বছব আট, আবে বিনোদিনীর বয়স বছব তিন । কিন্তু নিজেব গর্ভজ সস্তান ছোট গিন্নির আকার দীর্ঘ প্রস্থে প্রায় সমান ; থাকিলে কি হয়, মৃত বড় রাণীব পুত্র বিপিন গায়ের বর্ণ মেটে, অত্যধিক মার্জন ও প্রসাধনের সাহায্যে জ্যোৎস্নারীতে ব মেঘেব মতন ; কষিয়া খোপা বধিতে লাধিতে সীথি এক আঙল চওড়া হইয়া গিয়াছে, কপাল দরাজ হইয়া উঠিয়াছে ; চুল উঠিয়া গিয়া কপাল প্রশস্ত হইয় পড়াতে মনে হয় চোখ নাক যেন যথাস্থানের অনেক নীচে ঝুলিয়া পড়িয়াছে, এবং উন্ধিব তিলক যেন বড়শীতে নাকটিকে গাথিয়া ললাটসমুদ্রে তলাষ্টয়া যাওয়৷ इहेड cकारन , भरड दा5ाइंग्ना दाथिग्नाc६ ।। গিন্নির গলায় খুব মোট হেঁসোঙ্গর ; মণিবন্ধে মোটা হাঙবমুখে স্কু-পাকের বাল ও বেকি চুড়ি ; বাহুতে হাইলিব মতো প্রকাগু অনন্ত i পায়ে একগাছা করিয়া মোট পাকমল ; নাকে . সুদৰ্শন চক্রের মতে মস্ত ধর্থ, মুক্তাব ডোর দিয়া ছোট থোপাটীর সঙ্গে টানিয়া ત્રાશ ; কানে- মাকড়ির সারি ; কঁকালে চাব-আঙুল চৌড়া-চন্দ্রহার। গিন্নিব বয়স তেমন বেশ নয়, চল্লিশের কাছাকাছি। তাগর গর্ভজাত সন্তান তিনটি—দুটি পুত্র, পুলিনবিহারী ও বিনোদবিহারী, এবং একটি কন্যা বিনোদুনী। এখন বড় হইয়া উঠিয়াছে; বিপিনকে তাতুড়েই অসঙ্গয় অবস্থায় ফেলিয়া যখন তাহার মাত৷ ইহলোক ত্যাগ কবেন, তখন ছোটবাণীর বয়স অল্প, তখনও তিনি নিঃসন্তান ; তবু তিনি স্বেচ্ছ প্রবৃত্ত হইয়া মাতৃষ্ঠান সপত্নীপুত্রের লালন ভাব গ্রহণ করিয়াছিলেন । দুষ্ট লোকে যদিও তখন, মনে কবিয়ছিল যে ই চ{ পালনেব সতীনেব ছেলেকে রাচিতে না দিবার ফন্দি, ডাইনের মায়া, কিন্তু বাস্তবিক বিপিনষ্ট প্রথমে তাঙ্গর প্রাণে মাতৃস্নেহেব অমৃত-উৎসেব সহস্ৰ বিচিত্র ধাধা উন্মুক্ত করিয়া দিয়াছিল ; বিপিন তাহাব প্রথম-লব্ধ স্নেহেব ধন, তাঙ্গারই কোলে সে মামুন্ন হইয়া এখন অতবড়টি ডাগর হইয়াছে, এখন বরণ করিযী লেী ঘরে তুলিলেই হয় । তাঙ্গাব বড় সাধ ছিল যে লিপিনে ব অল্প বয়সেই বিবাহ দিয়া কিশোর কিশোরীব প্রণয়-লীলা দেখিয়া জন্ম সার্থক কুরিবেন ; কিন্তু বিপিন এক-রোপা ছেলে, সে পাঠ সমাপ্ত না করিয়া কিছুতেই বিবাহ করিবে না পণ করিয়া লগিয়া আছে। এই অঘ্রাণ মাসে বিপিন এম'এ এগজামিন দিবে ;
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।