পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8२ ভারতী প্রান্তে গিল্প দেখিতে হয়--এক এক Point coa Tiger point, Sidney point Elphinstöne point osts of of কোন হইতে পাৰ্ব্বত্য শোভা নব নব মুৰ্ত্তি ধারণ করে । কোনখানে গাছ পালা • শূন্ত কঠোর পর্বত শ্রেণী। কোন পাহাড় “বপ্ৰক্রীড়া পরিণত গজপ্রেক্ষণীয়।” কোন কোন পাহাড় দুস্তর বন জঙ্গলের মধ্য দিয়া পাতালে নামিয়া গিয়াছে পশ্চিমে প্রতাপগড়ের পাহাড় বনরাজির মধ্য হইতে গগন ভেদ করিয়া উঠিয়াছে। এই পাহাড়ের উপর শিবাজী রাজা দুর্গ বাধিয়া বাস করিতেন । মহাবলেশ্বরের মত সুন্দর সুগম স্বাস্থ্যনিবাস এদেশে অল্পই পাওয়া যায়, tabgad, Mahabheshwar 閭 S. IV o জ্যৈষ্ঠ, ১৩২১ কেবল বৃষ্টির আধিক্য বশতঃ বর্ষায় কয়েক মাস উহা বাসযোগ্য নহে। আমাকে অনেকে খোটা দিতেন, বিদেশে সমস্ত জীবনটা চাকরী করে কাটানে কি ঝকমারি তার চেয়ে স্বদেশে কেরানীর কাজ করাও ভাল ? কিন্তু বিদেশে চাকরী করিবার যেমন কতকগুলি অসুবিধা আছে, তেমনি সুবিধাও বিস্তর । আত্মীয় স্বজন হইতে সুপারিসের দরখাস্ত আসে না সেই এক মহৎ লাভ। বিচ্ছেদের পর মিলনের আনন্দ সে কি কম ? স্বদেশ ও বিদেশের মধ্যে একটি বন্ধনস্বত্র স্থাপন করিবার অবসর পাওয়া সেও কি সামান্ত লাভ ? যতদিন আমি ওদেশে ছিলাম, মনে হইত বোম্বাই প্রতাপগড়—মহাবলেশ্বর