৩৮শু বর্ষ, দ্বিতীয় সংখ্যা বাঙ্গল যেন একটি যোগস্থত্রে গাথা বহিয়াছে । বাঙ্গলাদেশ হইতে আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্য হইতে একটা লোকের স্রোত একটানাবহিতেছিল, তাহীদের যাওয়া আসার বিরাম ছিল না । ইহাতে এই দুই দেশের লোকদের পরস্পর সখ্যবন্ধন হইবার দিব্য সুযোগ হইত। আমি ওদেশে থাকিয়া বোম্বাই বাপীদিগের যে সকল সদগুণ তাহ গ্ৰহণ করিতে পারিলাম আর আমার যা দিবার তা দিতেও সক্ষম হইলাম। আমি যেখানেই কৰ্ম্ম করিতাম, যাহাতে ভিন্ন ভিন্ন শ্রেণীর মধ্যে সদ্ভাব সঞ্চার হয় সে বিষয়ে যত্নেব কোন ক্রটি কবি নাই। আমার এইরূপ কৰ্ত্তব্য সাধনের যে পুরস্কাব তাছাও যথেষ্ট পাইয়াছিলাম, আমার আত্মপ্রসাদ আর লোকের প্রসাদভাজন হওয়া এ দুইই অমাব লাভ হইয়াছিল। কালক্রমুে বোম্বাই আমাব নিজের দেশ হইয়া গেল—সেখানকার অধিবাসীদের আতিথ্যসৎকারে তাহা আমাদের বিদেশ বলিয়া মনেই হইত না । উপসংহার উপসংহারে আমার বক্তব্য এই যে সিবিলিয়ন ও অপরাপর ইংরাজ কৰ্ম্মচাবীদেব সঙ্গে আমার সদ্ভাব ও হৃদ্যতার অভাব ছিল না। ইংরাজমহিলাদের সঙ্গেও আমাদের সৰ্ব্বদা দেখাশুনা মেলামেশা হইত। একসঙ্গে টেনিশ• থেল', ভোজনগৃহে একত্র মিলন, মফস্বল ষ্টেশনে ইংরাজদিগের যে সমস্ত সমাজ-বন্ধনের নিয়ম, আমখাও সেই গণ্ডীর অন্তভূর্ত ছিলাম। ইহার কেহই আমার আমার বোম্বাই প্রবাস >8○ সম্বন্ধে নিমন্ত্রণ আমন্ত্রণাদি ভদ্রব্যবহারের ক্রটি করেন নাই। ইংরাজি-ক্লবের প্রবেশদ্বার আমার জন্ত মুক্ত ছিল— এমন কি “সোলাপুর ক্লবের প্রেসিডেন্টরূপে আমি কয়েক বৎসর কাৰ্য্য করি। কিন্তু এই যে দেশ ও ইংরাজদের মধ্যে ঘনিষ্ঠত এ কেবল আমার নিজের সম্বন্ধে বলিতেছি। সাধারণতঃ দেশী ও আঙ্গল্পে ইণ্ডিয়ানদের মধ্যে পরস্পর সামাজিক সম্বন্ধ তেমন সন্তোষজনক বলিতে পারি না । তাঙ্গদের মধ্যে যে বৃহৎ প্রাচীব পুরস্পরকে বিযুক্ত রাখে তাহা উল্লঙ্ঘন করা সহজ নছে । তার অনেকগুলি কারণ আছে— øjo*, *i * *¡¡¡¡ «taj East is East West is West– KÁ CH já ofsn সে পশ্চিম, তাদের বিধাতাদত্ত প্রকৃতিগত যৈ পার্থক্য তাহ ঘোচাইতে পারে কাহার সাধ্য ? তাছাড়া ইংৰাজেব রাজার জাতি আমরা পরাজিত প্রজ্বার জাতি । তার উপর ‘এক গোবা এক কল' । আবার এই বর্ণভেদের সঙ্গে সঙ্গে আচার ব্যবহার ভাষা ধৰ্ম্ম সকল বিষয়ে সম্পূর্ণ বিভিন্নত.। এই জাতিগত বৈষম্য হইতে" বিদ্বেষ ভাব উৎপন্ন হওয়া স্বাভাবিক। বৈদিককালে আৰ্ষ্য ও দক্ষ্যদের মধ্যে এই ক্লারণে যে বিষম বিদ্বেষানল প্ৰজলিতু হইয়াছিল, বেদের মধ্যে তাহার স্পষ্ট প্রমাণ:৪য় যায়।" দ্বিতীয়, ইংরাজের এদেশে চারিদিনেব যাত্রী ৷ . অর্থোপার্জনের জন্ত-এ দুশে অjস ও ੇ। করিয়া স্বদেশে চলিয়া যাওয়া । তাদের শরীর এক দিকেমন অন্ত দিকে। বিশেষত ইউরোপ ও ভারতবর্ষের মধ্যে যাতায়াতের এমন সুবিধা হইয়াছে তাহাতে
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।