&og জ্যোতিবাবু তখন হিন্দুস্কুলে পঞ্চম শ্রেণীতে পড়িতেন । ষে রেখা-চিত্ৰ কলার জন্ত বিলাতেও আজকাল জ্যোতিরিন্দ্রনাথ প্রশংসিত হইতেছেন তাছার বীজ অৰ্দ্ধশতাব্দী পূৰ্ব্বের সেই বালক জ্যোতিরিন্দ্রনাথেও পরিলক্ষিত হইয়াছিল। ক্লাসে বসিয়া তিনি একবার তাহীদের মাষ্টার জয়গোপাল শেঠের যে চিত্র ছবি অঁাকিয়াছিeেন । তাহার শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ভারী জ্যৈষ্ঠ, ১৩২১ অঙ্কিত হইতেছিল, এ ব্যাপার মাষ্টার মহাশয় কিছুই জানিতেন না। সে ছবি শেষে এমন ঠিক হঁইয়াছিল যে মাষ্টারদের মধ্যেও তাই লইয়া একটা খুব হাদি তামাস পড়িয়া গিয়াছিল । ব্যারিষ্টার শ্ৰীযুক্ত সত্যেন্ত্রপ্রসন্ন সিংহ মহাশয়ের পিতৃব্য শ্ৰীযুক্ত প্রতাপনারায়ণ সিংহ মহাশয় একবার জ্যোতিবাবুর মেজদাদাকে ( সত্যেন্দ্রনাথ) র্তাহার কৰ্ম্মস্থান মণিরামপুরে নিমন্ত্রণ করেন। জ্যোতিবাবুও তাহাৰ মেজদাদাব সঙ্গে সেখানে গিয়াছিলেন । একদিন, কেন কে জানে, প্রস্তাপবাবুর ছবি আঁকিতে তাঙ্গাব ইচ্ছা হইল, ইস্তাব পূৰ্ব্বে তিনি.আর কখনও ছবি অঁাকেন নাই, বা আঁকিতে চেষ্টাও কবেন নাই । এই ছবি এত ঠিক হইয়াছিল যে বালক জ্যোতিরিন্দ্রনাথকে চিত্রবিদ্যার জন্ত সকলেষ্ট মুক্তকণ্ঠে প্রশংসা করিয়াছিলেন । এই তার প্রথম ছবি আঁকা । তখন হইতে তিনি বুঝিতে পারিলেন যে ছবি আঁকিবার ক্ষমতা তাহার আছে । তাইiব উপর তাহার প্রথমচিত্র দেখিয়াই ‘যখন সকলে প্রশংসা করিতে লাগিল, ड१भ डिनि, मtषा भ
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।