శిరిe চেষ্টা করিলেন । কিন্তু সকলে সফলকাম হইবেন না। কারণ প্রতিভাবানু মনীষীগণ সাধারণতঃ এ ভার গ্রহণে অগ্রসর হইতেন না । কাব্যালোচনাকে তাহারা বিশেষ সমাদরের চক্ষে দেখিতেন না । কাজেই প্রকৃত ব্যাখ্য' অপেক্ষ দুৰ্ব্ব্যাখ্যারই আবির্ভাব হইল। মহাকাব্যগুলি এই অত্যাচারে যখন জর্জরীভূত তখন দক্ষিণাত্যবাসী এক মহা প্রতিভাবান পুরুষ “দুৰ্ব্ব্যাখ্যা বিষমূচ্ছিত” কাব্যগুলির গৌরব র্তাহার নাম—মল্লিনাথ । তখন চতুর্দশ শতাব্দী শেষ হইয়া আসিতেছে । কালিদাস, ভারবি, মাঘ, শ্ৰীহৰ্ষ প্রভৃতির মহাকাব্যগুলি বহুপূৰ্ব্বে রচিত হইলেও বিশদ টীকার অভাবে সৰ্ব্বজনবোধ্য ও বহুল আদৃত ছিল না । মনীষী মল্লিনাথ একে একে এই মহাকাব্য গুলির টীকা রচনা করিতে লাগিলেন"। র্তাহার অভিনব প্রণালীতে রচিত পাণ্ডিত্য ও গবেষণার পরাকাষ্ঠ পূর্ণ টীকাগুলি এত সমাদৃত হইতে লাগিল যে র্তাহার পূর্ববর্তী টীকাকাবগণের নাম পৰ্য্যন্তও বিলুপ্ত হইয় গেল। মল্লিনাথের টীকার প্রতি এত শ্রদ্ধা ও আদর হইল যে মহাকাব্যগুলি, পাঠ করিতে বসিলে মল্লিনাথ টকা পাঠও অপরিহার্ঘ্য হুইয়। উঠিল। সমগ্র ভারতে এই টীকার প্রচার হইয়া পড়িল । এ টাকার বিশেষত্ব এই যে টীকাকার কোথাও নিজ পাণ্ডিত্য প্রদর্শনের চেষ্ট করিয়া মূল গ্রন্থ অপেক্ষ টাকাকে দুৰ্ব্বোধ করিয়া তুলেন নাই। অথবা নিকৃষ্ট টকাকারগণের ন্তায় দুরূহ স্থল সকলের অর্থ/না দির সরল অংশের বিশদ ব্যাখ্যা করিবার ভারতী 會 প্রতিষ্ঠায় অগ্রসর হইয়াছিলেন । " আষাঢ়, ১৩২১ চেষ্টা *ို নাই । প্রসঙ্গ ক্রমে যখন যে বিষয় উপস্থিত হষ্টয়াছে, কি শ্রভি, কি স্মৃতি, কি (শন, কি ব্যাকরণ, কি ছন, কি অলঙ্কার, কি হস্তিশাস্ত্র, কি দগুনীতি, সকল স্থলেই মল্লিনাথ প্রামাণ্য গ্রন্থ সকল হইতে পংক্তি উদ্ধৃত করিম কবির অভিপ্রায় স্পষ্ঠীকৃত করিয়াছেন। কাব্যের টীকা রচয়িতাদের মধ্যে মল্লিনাথ সকলের শীর্ষস্থানীয়। এ পর্যন্ত এ বিষয়ে কেহ তাহাকে অতিক্রম করিতে পারে নাই । তাহার দ্যায় প্রতিভাই বা কয়জনের থাকা সম্ভব ? অভিধানগ্ৰন্থরাজি তাহার নথদর্পণে, অমর, যাদব হল যুদ্ধ, বিশ্ব প্রভৃতির উল্লেখ পদে পদে । স্মৃতিশাস্ত্রেe.মনু ও পরাশর, দণ্ডনীতিতে কামনাক ও চাণক্য, হস্ত্যায়ুৰ্ব্বেদে পালকাপ্য প্রভৃতির বচন উদ্ধত করিয়াছেন। টকার মধ্যেই নৈয়ায়িকসুলভ তর্কজালের অবতারণা, সাংখ্য ও বেদান্তের গঢ়মৰ্ম্ম প্রকাশ । তিনি নিজুেই বলিয়াছেন কণাদ, অক্ষপাদ, ব্যাস প্রভৃতি রচিত গ্রন্থ ও তন্ত্রশস্ত্রে তাহার সমান অধিকার— “বাণীং কাণভুঞ্জীমঙ্গীগণদবাসাসীচ্চ বৈয়াসিকীমন্তস্তস্থমরংপ্ত পল্পগ-গৰী-গুফেৰু চাঞ্জাগরীৎ । J বাচামচিকল দুহস্তমখিলং যশচীক্ষপাদস্ফ ব্লাং" লোকেই ভুজ যদুপজমেৰ বিদুষাং লেজগুজন্তং যশ ।” পাণিণি ব্যাকরণ র্ত;হার কণ্ঠাগ্রে। প্রতি শ্লোকের ছন্দঃ ও অলঙ্কার লক্ষণসহ তিনি নির্দেশ করিয়াছেন । কোথাও দ্ব্যর্থ শ্লোকের ব্যাখ্য, কোথাও অতি সংক্ষেপে শ্লোকের ভাবার্থ, কোথাও বা প্রক্ষিপ্ত ঠ নির্ধারণ র্তাহার টকাকে বহুমূল্য করিয়া তুলিয়াছে । कविज्ञ हेक्रिड डिनि श्रहेहे दूसाहेब्रांप्छ्न !
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।