পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাইক . দ্বিতীয় অংশ রাজভবন হইতে বাহির হইয়া লাইকা গঙ্গার জলে সাতার দিল ।—গঙ্গায় খর স্রোত, সাতার দেওয়া যায় না,-- সে অবশ ভাবে ভাসিয়া চলিল।—আর বুঝি সেদিন তাহার বলিষ্ঠ বাহুও কেমন অবশ হইয়া গিয়াছিল । কৰ্ম্মে এখন বিন্দু মাত্রও প্রবৃত্তি নাই,--সমস্ত অন্তর যেন অন্তরে লুকাইতে চাহিতেছিল – সে কি করিল ? যাহা করিল তাহ ভাল না মদ –যাহা ত্যাগ করিল তাহা কি স্বথ নয় ? লাইকার চির প্রবাসী হৃদয় ঘৃণায় মুখ ফিরাইল –গৃহবাস মুখ ?— ছিঃ ! কিন্তু তখনই সেই বিস্তৃতহৃদয় আকাশের এক প্রান্ত ভেদ করিয়া একটি মৃদু রক্ত রেখা —একটি স্নান পুষ্পগন্ধ নব বিবাহের বিচিত্র স্থতি তাহার সম্মুখে এক অভিনব দৃপ্তের আভাষ দিয়া গেল !—সে কি ?— অর্কজ্যোতিঃসিন্ম রশোভিতা ও কাব মূৰ্ত্তি ? সমস্ত জগৎ তাহার সমস্ত সৌন্দর্য্য যেন ঐ উষা প্রকাশের সহিত আপনার বিপুল শোভায় বিকসিত করিয়া দিবে -এ কি সত্য ?— বিরোধী অন্তর উগ্রস্বরে ডাকিয় বলিল—ন, তাহা প্রকৃত প্রস্তাবে বন্ধন! . লাইকা . সেই জলমধ্যে চক্ষু মুদিল !— কেন এ চিন্তাজালে সে আপনাকে জড়াইল— সেত বেশ ছিল— এই পাঁচ বৎসর কাল সে,— সে অকুপম মুখ কোথাও পায় ཨོ་ཊོ་---ཨiརྨ་ কখনও পাইবে কি ?—ন না এই জল ক্রমেই শক্ত হইতেছে —ক্রমে ইহ লৌহখৃঙ্খলে পরিণত হইবে !—ন। তাই বে ন হইবে । লাইক কিছুতেই রাজপুবীর ইষ্টক বেষ্টনে বাধা পড়িবে ন!— ভয় কি ?— ভাবিয়া সে উদ্ধে দৃষ্টিপাত করিল। চাইয়। সে দেখিল,— চারিদিক যেন যুদ্ধ বাতান্দোলনে কঁপিয়া কাপিয়া উঠিতেছে —আকাশে অগণ্য তারকা— জলে তাঙ্গর ছায় জাগিতেছে । জলপ্রাস্তে বিস্তুত বাশবনে মৃদু মৰ্ম্মর ধ্বনি, তটপ্রহৃত উক্ষ্মীভঙ্গের সুমধুব কল্লোলে মিশিয়া এক বিভিন্ন শঙ্করাভবণ রাগিনীতে রাজিতেছে — ইহার মধ্যে কোথায় এক বিরহ ব্যথাতুবা চক্রবাকবধু ভশ্বস্বরে কাদিয়া কাদিয়া মাঝে মাঝে অ-ফুট চীৎকার করিতেছে।–সংসা লাইকার স্মরণ হইল - সেই স্বল্পভাষিণী মৃদুহাসিনী বালিক কে ?—তাহার দেহ তখন অবশ হইয় গেল-হাত পা নিশ্চল হইল, লাইক ডুবিয়া গেল। ● অনতিদূরে এক প্রকাণ্ড ঘুর্ণ—দুব হইতে জল উথলিয়া পড়িতেছে । লাইকার অবর্ণ ভাসমান দেহ সেই টান অনুভব করিল,তাহার অৰ্দ্ধনিমজ্জিত শরীর সবেগে সেই দিকে আকৃষ্ট হইল !—তখন লাইকার জ্ঞান হইল। সে সবলে বাহু সঞ্চালন কবি" প্রবল জলস্রোত হইতে আপনাকে উদ্ধার করিবার চেষ্টা করিতে লাগিল,— স্রোত বই ভয়ানক, বিশেষ সে ঘূর্ণার মুখে একগাছি