পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిని తి সহজেই বুঝিতে পারা যায়। রেগোজিন মিশ্রিবাচক sugarcandy শব্দও 'সংস্কৃত "শর্করাখণ্ডেরই অপভ্রংশ বলিয়া মনে করিয়াছেন। বর্তমান ভূগোলগ্রন্থে সিন্ধু হইতে জাপান পৰ্য্যন্ত বিস্তীর্ণ আসিয়ার পূর্ব দক্ষিণাংশের (৩) যে উদ্ভিদবিবরণ পাওয়া যায় তাহাতেও আমরা কাপাসু ও ইক্ষুর উল্লেখ প্রাপ্ত হই যথা— “The Mountains are covered with the the most valuable timber trees, and on plains rice, cotton, sugarcane, and other products are cultivated while the bambo, palms, and ornamental woods flourish.” fuller treatlangmans The World with ment of India. p 61. মধ্য আসিয়ার পরেই এই ভৌগোলিক বিভাগ। সুতরাং এই সমস্ত উদ্ভিদ মধ্য আসিয়ার দক্ষিণ প্রান্তবর্তী আৰ্য্যদিগের পধিচিত হওয়া সম্ভবপর বলিয়াই বোধ হয়। আর্যগণ পূৰ্ব্বোল্লিখিত তৃণময় দেশের আরও দক্ষিণে অগ্রসর হইলেই প্রথম বৃক্ষাদির সহিত র্তাহীদের সাক্ষাৎ ঘটে। এই সময়েই র্তাহারা পলাশ খদিরাদি বৃক্ষের পরিচয় প্রাপ্ত হন। তাহতেই মনুসংহিতায় ব্রহ্মচারীর পলাশাদি দণ্ডের বিধান দৃষ্ট হয় যথা— “ব্ৰাহ্মণে বৈশ্বপলাশে ক্ষত্রিয়োবটখদিরেী। পৈলবোদুখরে বৈশ্যে দুঃনির্হতি ধৰ্ম্মতঃ ” ৪৫ 曼 মনুসংহিতা দ্বিতীয় অধ্যায়। "ব্রাহ্মণ ব্রহ্মচারী বিন্ধ অথবা পলাশের দণ্ড, ক্ষত্রিয় ব্ৰহ্মচারী বট অথবা খদিরের দণ্ড এবং বৈশ্য ব্রহ্মচারী পীলু, অথবা উড় স্বরের দণ্ড ধারণ করিবে ।” উল্লিখিত • বৃক্ষ সকলের প্রায় গুলিরই যজ্ঞের উপযোগিতা দেখা সকূল 蟻 যায় । ভারতী , আষাঢ়, ১৩২১ তাহাতেই পলাশের একনাম ‘যাজ্ঞিক’ থদিরের একনাম যজ্ঞাঙ্গ', উডুখরের একনাম ‘ব্রহ্ম বৃক্ষ’ পাওয়া যায়। उँञ्जूषज्ञ যে যজ্ঞোড়ম্বর বা যজ্ঞভূম্বর নামে কথিত হয় তাহাতে ইহার যজ্ঞোপযোগিতা বিশেষরূপেই প্রমাণিত হয়। পীলুর একনাম আমরা ‘শীতসহ প্রাপ্ত হই । তাহাতে ইহা শীতপ্রধান দেশের বৃক্ষ বলি য়াই প্রমাণ পাওয়া যায় । বর্তমান ভূগোলগ্রন্থের মধ্যআসিয়ার উদ্ভিদবিবরণ আমাদের পূৰ্ব্বোক্ত মস্তব্যেরই পোষকতা করিয়া থাকে যথা— The Central Plateaux are clotheå with grasses; and except on the higher moun tain slopes are singularly deficient in trees. (8) (আসিয়ার) মধ্য সমতল ভূভার্গ সকল বিবিধ জাতীয় তৃণ সমাচছন্ন এবং উচ্চ পাৰ্ব্বতীয় ঢালু প্রদেশ ব্যতীত তৎসমস্ত বিশেষরূপেই বৃক্ষহীন।” ইহা হইতে মধ্য আশিয়ার সমতল প্রদেশে বিবিধ জাতীয় তৃণ ও পৰ্ব্বত প্রদেশে বৃক্ষ থাকার স্পষ্ট উল্লেখই আমরা প্রাপ্ত হইতেছি । এতৎ প্রসঙ্গে : বৃক্ষের প্রথম নাম সম্বন্ধে একটু মন্তব্য করা আমরা কর্তব্য, বোধ করি। আমাদের নিকট বোধ হয় “পলাশই বৃক্ষের প্রথম নাম ছিল । তাহাতেই যেমন বৃক্ষ বিশেষের নাম “পলাশ’ প্রাপ্ত. হওয়া যায় তেমনই বৃক্ষের জাতীয় নামও “পলাশ পাওয়া যায়। বৃক্ষের “পলাশী’ নাম হওয়ার কারণও “পলাশ’ শব্দেই পাওয়া যাইতে পারে। একদিকে “পলাশ’ শব্দ যেমন বৃক্ষের (3) Longmans' the World with snller treatmentt of India p 60. (s) Largman's the World with fuller treatment of India p 62. . *}