পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, তৃতীয় সংখ্যা 鬱 . তাদের সত্য বাণী শাশ্বত, তাহ বিশ্বমানবের সম্পত্তি, তারা সব জগৎগুরু। এই হিসেবে ঈশী মহম্মদ যেমন আমাদের পুজনীয়, বুদ্ধ নানক কবীর চৈতন্ত তেমনি আবার খৃষ্টান * মুসলমানেরও পূজার্হ। এরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন অবস্থায় যে-সমস্ত • মহাসত্য প্রচাব কবেছেন, তার মূল প্রস্রবণ এক ; উপনিষদ ও বাইবেল, কোরান ও ভাগবত একই উৎসের বিভিন্ন ধাবা। বিশেষ বিশেষ দেশে আবিভূতি বলে’ সেগুলি বিভিন্ন ধবণেব ক্রিয়াকাণ্ডেব আড়ম্বর ও সংস্কারগত সঙ্কীর্ণ আচারের বাহ্যিক আবরণে আচ্ছন্ন ; এই জন্ত বুদ্ধিমান সচেতন মনের যে ধৰ্ম্ম তা সকল সামাজিক ধৰ্ম্ম হতে স্বতন্ত্র, সে সকল ধৰ্ম্মেব • অন্তরের জিনিস, তাকে কোনো নামের গণ্ডি টেনে সঙ্কীর্ণ করা , চলে না । আমার ধৰ্ম্মমন্তকে যদি কোনো নাম দিতে চাও ত হিন্দু নামই দিও, যেহেতু আমি হিন্দুস্থানেৰ বিশেষ অবস্থার মধ্যে জন্ম ও শিক্ষাদীক্ষা লাভ করেছি। নবকিশোরের এই কথায় তারক একেবারে খেপিয়া গিয়া বিষম তর্ক জুড়িয়া দিত। বেগতিক দেখিলে বিপিন মধ্যস্থ হইয়া উভয়কে নিরস্ত করিত। e বিপিন বড় শান্ত প্রকৃতির চুপচাপ ধরণের লোক। সে অপরিচিত লোকের সহিত কথা বলতে লজ্জায় সঙ্কুচিত হয়, একলা কোথাও যাইতে পারে না, নিজের চেষ্টায় সে একটা কাজ করিতে পারে না। এই জন্ত গৰকিশোর নহিলে তাহার একদও চলে না।’ গৰকিশোর তাহার বন্ধু ও অভিভাবক দুইই। বিপিন এরূপ পরনির্ভর মুখচোর স্রোতের ফুল శిసెస్సె হইয়াছিল অবস্থার ফেরে। সে জমিদারের ছেলে ; ছেলেবেলা হইতেই সে, নিষেধের জালে জড়িত হইয়া কেবল গুনিয়াছিল সকলের সহিত তাহার মিশিতে নাই, কথা কহিতে নাই, যথায় তথায় যাওয়া তাহার উচিত নয় ; কেমন করিয়া পদে পদে জমিদারী কায়দা বজায় রাখিয়া মৰ্য্যাদ বঁাচাইয়া চলিতে হইবে তাহার জন্ত তাহাকে তাহার অপেক্ষা সতর্ক ও বুদ্ধিমান লোকদের মতের ও ইঙ্গিতের উপর সৰ্ব্বদাই নির্ভর করিয়া থাকিতে হইত। রাজপুরোহিত-বংশের অকাৰ্য্য হইলেও নবকিশোর স্কুলে পড়িতে পাইয়াছিল; কিন্তু বিপিনের সে সৌভাগ্যও হয় নাই। চৌধুরীগোষ্ঠীর আবহমান ইতিহাসের বিশ্বাস যে কালির আঁচড় কাটিলে ধার কর্জ হয়। লৈখাপড়া শেখাব শ্রম স্বীকার করুক তাহারা ষাহীদের খাটিয়া খাইতে হইবে। পায়ের উপর পা দিয়া মা-লক্ষ্মীর পেচাব ডানার তলে যাহারা আরামে থাকিবার দিব্য সৌভাগ্য লাভ করিয়াছে তাহাদের লেখাপড়া শেখা শুধু পণ্ডশ্রম। প্রচুর আহার নিদ্রার পরও যদি সময় না কাটে তবে বড়মানুষের ছেলের আমোদ আহলাদের উপকরণের অভাব ত হইবার কথা নয়। • কিন্তু বিপিনের একমাত্র বন্ধু নবকিশোর যখন স্কুলে ভৰ্ত্তি হইল তখন বিপিলও মায়ের কাছে স্কুলে যাইবার বাছানা ধরল। বিপিনের এ অষ্ঠায় আবদার কিন্তু রক্ষিত হইল না ; সে তাহারই প্রজাদের সঙ্গে একসঙ্গে বসিয়া সকলের সমানি হইয়া পড়িবে? এ হইতেই পারে না ; প্রজারা পরে তাহাকে মানিবে না যে ! বিপিনের আবারের রফা হইল