ه لارث সন্মান দেখাইতে হইত, তখন লেখা হুইত “শ্ৰীযুক্ত বাবু” তারপর ইংরাজী মতে আসিল *Mr.” এবং "Squire” । শেষোক্ত কাবণে, এখন Mr. বা Esqই প্রযুক্ত হয়। হিন্দু “ঐযুক্ত” এবং মুসলমান “বাবু” বেশ একত্র মিলিয়া মিশিয়া ছিল ; মিষ্টারও এমনি ভাবে মিশিয়া “শ্রযুক্ত বাবু মিষ্টার অমুক চন্দ্র অমুক এস্কোয়ার হইতে পারিত কিন্তু ইংরাজের আসিয়াই “বাবু”কে অত্যন্ত অনাদর অবহেলা ও ঘৃণা করিতে লাগিলেন, তাই “বাবু” অভিমানে এখন গা ঢাকা দিয়াছেন ; বাবু অস্তহিত হইলেও অন্তান্ত বিষয়ে বেশ ত্র্যহম্পর্শ হইয়াছে। এখন খুব ভাল ভোজ দিতে গেলে, হিন্দুমতে শাকৃ ভারতী আধাঢ়, ১৩২১ শুকৃতানী, মোগলাই মতে কালিয়া পোলাও, এবং ইংরাজী মতে চপ কাট্লেটু-এর আয়োজন করিতে হয় । পোষাকেও তাই— ধুতি চাদর, চাপকান এবং মোজা ক’লার (Collar) " এই সময়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মহাশয় জ্যোতিবাবুদের জোড়াসাকোর বাড়ীতে যাতায়াত করিতেন। জ্যোত্তিবাবু মাইকেলের কথায় বলিলেন, “মাইকেল মধুসূদন দত্তমহাশয় তখন আমাদের বাড়ী .প্রায়ই আসিতেন। আমার ভগ্নিপতি শ্ৰীযুক্ত সাবদাপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার খুবই আলাপ-পরিচয় ছিল। মধুস্থানকে আমাৰ বেশ স্পষ্টই মনে পড়ে। রঙ ময়লা, চুলগুলি মাইকেল মধুসূদন দত্ত
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।