পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"לכסי : সেই থেকেই ওর বরাত ফেরে—ও অগাধ টাঙ্গৰ মালিক হয় । তার পর একদিন হেমারলিঙ বে'র এক বাদীর প্রেমে গড়ে—. জানাজানি হতে বের মা সে বাদীকে হাবেম থেকে তাড়িয়ে দেন। বাদীট মুন্দরা ছিল - তার পর ত তাকে বিয়ে কবেলে। আর এই বিয়ের জন্তই হেমারলিঙকে টিউনিস ছাড়তে झग्न । “ওদের কে বলে, আমিই নাকি বে'কে বলে ওদের তাড়াবার মন্ত্রণ দিয়েছি। কথাটা কিন্তু ঠিক নয় মোটে । আমিই বরং বেকে বলে কয়ে হেমারলিঙেব ছেলেকে-ওব প্রথম স্ত্রর গর্ভের ছেলে—টিউনিসে তার বাপেব কাজকৰ্ম্ম দেখবার জন্ত রাখিয়ে দি । হেমারলিঙ পারিতে চলে আসে—এসে এখানে ব্যাঙ্ক খোলে ! আমার সেই উপকার করার দরুণ হেমারলিঙ কিন্তু চূড়ন্ত শোধ নিয়েছে। “তারপর আহম্মদ বে মারা গেলে তার ভাই মগুব বে হল । হেমারলিঙেব সঙ্গে তাব একটু ভাব ছিল—তিনি লোক মন্দ নন —আমাব , সঙ্গে ও তার ব্যবহার প্রথমটা খারাপ ছিল না । শেষে হেমাবলিঙের কান|কানি-ভাঙাভাঙিতে আমার উপর তার মন চটে গেল—জামি চলে এলুম। হেমারলিঙ কি এই করেই • সন্তুষ্ট রইল—তার স্ত্রীকে দিয়ে যেখানে সেখানে আমার অপমান করে বেড়তি । আজই ত দেখলে,—তার স্ত্রীর ব্যবহার। আমায় কি বকম তাছলাট করলে ! তাতে কি ক্ষতি করবে সে ? তবে এ সব দেখে আমার শুধু হাসি পায় ! ভারতী যকৃ– করুকগে– আমার ಇಇ, আষাঢ়, ১৩২১ “এখন শোনে, গেবি—আমার কথা— আমি অনেক কাজ করতে চাই-কারবাব ঢেণ করা গেছে—বিশ বৎসর টাকার জ9 অশ্রান্ত খাটা খেটেছি। এখন আমি যশ চাই, মান চাই, নাম চাই। দেশের ইতিহাসে নিজের নামটা যাতে চিবকালের জন্ত লিখিলে বেখে যেতে পাবি, এমন কাজ আমি করে যেতে চাই। পিছনে এত টাকা– বাধা বিশেষ দেখচি না —শুধু মাথা খাটানে— গেরি – বন্ধু আমাব—” নবাবের স্বব জড়িত প্লইয়া আসিল । গেরির হাত দুইটা সবেগে চাপিয়া ধরিয়া নবাব কছিলেন, “গেৰি, তুমি আমার পাশে থাকো—আমার সহায় হও-- কখনো আমায় ছেড়ে যেয়ে না। তাহলেই আমাব অভীষ্ট সিদ্ধ হবে।” এ আবেগ-ভরা মধুৰ স্পর্শে গেরির শিরায় শিরায় একটা পুলকের বিদ্যুৎ চুটিয়া গেল । আহা, অসহায় বিপন্ন নবাব—সে আজ আশ্রয় চাঙ্গে – নির্ভব চাহে । চক্রান্তময় পাবিতে নবাবের হৃদয় বুঝে, এমন লোক কেহ নাই । অর্থ টাই সকলের চোখে ঠেকিতেছে—মানুষ নয় ! নবাব বন্ধু চাহে— গেরি সে বন্ধুত্ব দান করিবে ! সুখে-দুঃখে সম্পদে-বিপূদে সে তাঙ্কার সহচর থাকিবে । নবাবকে এই লুব্ধ ব্যাধগণেব কঠিন পাশ হইতে রক্ষা সে করিবেই ! করুণায় শেবির চক্ষে জল আসিল । সে কহিল, “নবীণ বাহাদুর, আমি চিরদিন আপনার পাশে থাকব—যতখানি সাধ্য, আমি আপনার সাহায্য করব।” ( ক্রমশ: ) গ্রসৌরীন্দ্রমোহন মুখোপাধ্যা |