পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, তৃতীয় সংখ্যা 3 o .eার উঠেছিল। আসল কথা, ভগবান সকলের মধ্যেই বিরাজমান, গঠিত মূৰ্ত্তিতে যে ভক্তির উচ্ছস তাং কেবল আশৈশব-শিক্ষা সংস্কার | || আমরা একদিন রোমান-কাথলিকের গির্জা দেখতে গিয়েছিলেম। সেদিন তাদের একটা উৎসব দিন।—শোভাযাত্রা ক’রে সকলে গির্জায় প্রবেশ করছিলেন । আমরাও তাদের সঙ্গ গ্রহণ করলেম । 象 প্রথম শ্রেণীতে পোপ, তার সঙ্গে বড় মাদাবরী, তারপর পদমর্যাদা অনুসারে অন্তান্ত সকলে শ্রেণীবদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে চলেচে ; সব শেষে দেশা খুশচান মেয়ে পুরুষ সেজেগুজে ছোট ছেলেদের নিয়ে তাদের অনুবক্তা। পাহাড়ের উপর গির্জাটি নিৰ্ম্মিত—উপরে মুক্ত স্বচ্ছ নীলাকাঃ–নীচে তরঙ্গায়িত সমুদ্র—বড়ই মনোবম স্থান ! গির্জার মধ্যে সাড়াওড়নায় মুসজ্জিত মেরীর প্রতিমূৰ্ত্তি। , তার সম্মুখে বড় বড় মোমবাতী আর পায়ের কাছে কাপড়ের ও মোমের ফুলের স্ত,প । এত ভিড় হয়ে গেল যে আমরা ভিতরে গিয়ে দেখতে পেলেম না কি পড়া হচ্চিল। বাহির থেকে অল্প অল্প শোনা যাচ্ছিল, কিন্তু বোঝা গেল না। আমরা প্রকৃতির শোভা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেম 5 নীচের তিন দিকে সমুদ্র একদিকে পাহাড়ের শ্রেণীর মধ্যে ছোট সহরটিকে যেন প্রকৃতি দেবী নিজের হাতে সাজিয়ে রেখেছেন। কত লোক বাতি হাতে করে মেরী-মাতার নিকট মানৎ করতে যাচ্ছে দেখলেম । কারও মানৎ আমার ছেলে কি স্বামী ভাল হোকৃ তোমাকে জোড়া বাতী দেব, যার ফুট বাতি দিতে সাধ্য সেই সে বলছে একটা বাতি দেব। রোমান ভিজিগাপত্তম - ৩২৫ ক্যথলিকরা ঠিক আমাদের মতই মূৰ্ত্তি পূজা করে এবং মেীদেবীর নিকট মামং করে থাকে। তবুও আমরাই শুধু পৌত্তলিক ! 'তফাতের মধ্যে দেখলেম—ওরা বাতি মানং করে; মৈরীর ঘর আলোতে উজ্জ্বল করে তুলে তাকে আনন্দ দেয়,এবং আমাদের কেরালবদন রক্তপিপাসু কালীকে বড় বড় মহিষ ছাগল বলি দিয়ে পিপাসা নিবৃত্তি করাতে হয়। নানের (Nun) দেখলুম হ্ল চাবজনে মিলে ইটু গেড়ে বসে কেউ ক্রাইষ্টের ছবির কাছে, কেউ মেরীর মূৰ্ত্তির কাছে বসে একমনে প্রার্থনা কছেন। ভক্তি জিনিষটায় এমনই মহাত্ম্য— যে করুক বা যার কাছেই করুক – দেখলেই মনে ভক্তি ভাবের উদয় হয়! উৎসব শেষ হবার আগেই আমরা চলে এলেম । এখানে বিকাণ বেলাটা আমর সমুদ্রতীরে বেড়াতে যাই। আর দুপুর বেলাটা যত খেলানাওয়াল বিক্রিওয়ালার এসে আমাদের ব্যাপৃত রাখে। চন্দন কাঠের বাক্স, কলমদানী, কচ্ছপের বড় বড় খোল, নানান রকম শিং এই সব জিনিষে তারা ঘব ভরিয়ে ফেলে। মনের মতন জিনিস হলে কোন দিন আমরা কিনি ; কোন দিন কিনবন বল্লে ও তা বা সব সাজিয়ে নিয়ে বসে থাকে। • সাতারজি নামে ওদের মধ্যে একজন লোক আছে সে বাবুদের বেশ বশ করে নিয়েছে। লোকট বেশ চালাক বুদ্ধিমান, তার কাছে কিছু কিনতেই হয়! যে ডাচদের কথা বলেছি তাদের * একটি পরিবার আমাদের পাশের ঝড়ীতে বাস করে। সাহেবটি একদিন আপনি এসে বাবুদের সঙ্গে ভাব করলে ; আমাদের