4 o t : وه& চন্ত্রোদয় হইলে হৰ্ষবৰ্দ্ধন স্বয়ং পিতাব শবশিবিকায় স্কন্ধ অর্পণ করিয়া সামন্ত রাজবর্গ, পুবোহিত ও পৌরজুনগণের সহিত সরস্বতীতীরে উপনীত হইলেন। তথায় রাজ্যেচিত চিতায় প্রভাকরবর্ধনের দেন্তু ভস্মীভূত হইল। , হৰ্ষবৰ্দ্ধন সেই রজনী ভূমিতে উপবিষ্ট হইয়া জাগরণে অতিবাহিত করিলেন। তাহার চারিদিকে পরিজনের শোকে অভিভূত হইয়া নীববে বসিয়া রছিল। পিতৃদেবের, অতুল গুণবাশিব কথা চিন্তা করিতে করিতে হৰ্ষবৰ্দ্ধন বুজনী যাপন কবিলেন । , , , প্রভাতে উঠয় তিনি রাজভবন হইতে নিষ্ক্রান্ত হইলেন। অন্তঃপুরে তখন নুপুবধ্বনি নীরব, কেবল কতকগুরি ক্ষষ্ণুক বিচরণ করিতেছে। কক্ষমধ্যে বিষঃ পিতৃপরিজন নিপতিত। রাজহস্তী নুববে দাড়াইয়া আছে। হস্তিপালক অনবরত বেদন করিতেছে। অশ্বপালগণের অবিরাম ক্ৰন্দনে মন্দুরায় অখনিচয় নীরব s 'r শব্দ অর উচ্চারিত হইতেছে । না। রাজপ্রাসাদে কর্তৃকল রবও,আৰু নাই। to o হৰ্ষবৰ্দ্ধন সৰস্বতীতীরে গিয়া পিতার উদ্দেশে তর্পণ করিলেন। পরে স্নান কবিয়া, মাথান মুছিয়া শুভ্র বস্ত্র পরিধান করিলেন। قيمة চামর, ছত্র পরিহার করিয়া-পদব্রজেই ভবনে প্রত্যাবৃত্ত ਵੇ । ... " d o মৃত নরপতির অতিপ্রিয় ভূত, বন্ধু ও সচিবুগণ দারীপুত্র পরিত্যাগ করিয়া আত্মীয়গণেব নিষেধু ন মানিয়া গৃহ পরিত্যাগ করিল। কেহ উচ্চ পৰ্ব্বত 'হষ্টতে বাপাই পড়িয় o + জাপানের হেরি-কেরি প্রথা স্মরণ করুন। ভারতী, o বৈশাখ, ১৩২১ 'প্রাণত্যাগ করিল। কেহ জলন্ত অ আত্মবিসর্জন করিল। কেহ তীর্থযাত্রা ক:ি কেহ কুশশয্যায় অনাহারে শয়ন করিয়া রহি কৈহ তুষারমণ্ডিত গিরিশৃঙ্গে, কেহ :ি পৰ্ব্বতের উপত্যকায়, কেহ বা বনে f মুনিব্রত অবলম্বন করিল। তাহারা :ি জট ও পরিধানে গৈরিক বসন ধারণ করি কেহ রক্তবস্ত্র পরিধান কবিয়া কপিলপ্রচাf মত অনুসরণ করিল। পিতৃশোকে দাস্থন দিবার জন্ত প্রা কুলপুত্ৰগণ, গুরুগণ, শ্রুতি-স্মৃতি-ইতিহ পাবদশী বৃদ্ধ ব্রাহ্মণগণ, বিচক্ষণ অমাত্যঃ আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীগণ, প্রশান্তচেত। মুনি ব্ৰহ্মবাদীগণ"ও পৌবাণিক কথাকুশল ব্যক্তি হর্ষদেবকে বেষ্টন করিয়া রহিল । অশৌচদিবসগুলি অতিবাহিত হইয়া গে অগ্ৰদানীয় ব্রাহ্মণ প্রথমে মৃত নরপতির উদে প্রদত্ত পিণ্ডভোজন করিল । ব্রাহ্মণগণকে : নরপতির ব্যবহারার্থ সংগৃহীত শয্যা, আস চমব, ছত্র, বস্ত্র, বাহন, শস্ত্র প্রভৃতি বিতf হইল। রাজহস্তীকে অবণ্যে ছাড়িয়া দেং হইল। যেখানে নৃপতির চিন্তা রচিত হই ছিল সেখানে সুধাধবলিত ੋ। নি;ি .হইল।. নৃপতির মধু ওগুলি, তীর্থ প্রেরিত হইল । t. তথন দিনের পর দিন। অতিবাহিত চী গেলে কদন মন্দভূত হইয়া আসি বিলাপও বিরল হইল। দীর্ঘনিশ্বাস, অ প্রবাহও ধীরে ধীরে নিবৃত্ত হইয়া গেল । - ঐশরচ্চন্দ্র ঘোফুল
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।