পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

StNు তোমাকে যেতেই হবে। সে বাড়ীতে তোমার যাওয়ার দরকার আছে ; তোমাকে দিয়ে আমরা ঢের কাজ করিয়ে নেব। আমরা দুই বন্ধুতে অনেক কাজ করবার মতলব ঠাওরে রেখেছি, তোমায় গিয়ে তাতে সাহায্য করতে হবে। ... ...ম্পষ্ট কথা বলতে কি তোমাকে প্রথমটা একটু বিরাগ তাচ্ছিল্য হয়ত সহ করতে হবে। প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠলে আর কোনো গণ্ডগোল থাকবে না । মালতী নবকিশোরের সরল সবল চরিত্রের আভাস পাইয়া মুগ্ধ হইতেছিল ; সে চুপ করিয়া রহিল। নবকিশোর ইহাতে প্রীত হইয়া বলিল—কালকেই আমরা রওনা হব তবে, কেমন ? যাত্রার দিনের জন্তে পাজি । খুঁজতে হবে না ত ? মালতী হাসিয়া মৃদুস্বরে বলিল—ন । পাঞ্জির ধার ধারি নে। নবকিশোর দরাজ গলায় জোরে হাসিয়া বলিল—তবে ত তোমাকে মথুরাপুবে আমরা না নিয়ে গিয়ে ছাড়বই না । আমাদের দুই বন্ধুর অথ্যাতি আছে যে আমরা পাজি পুথি মানি নে ; তুমি গেলে আমাদের দলে আর একজন বাড়বে।--তুমি তা হলে সমস্ত গুছিয়ে ঠিক হয়ে থেকে, আমি কাল এসে নিয়ে যাব। এখন তলে আমি যাই । নবকিশোর ছাতা চাদর লইয়া যাইতে উদ্যত হইল । 响 মালতী মৃদ্ধস্বরে বলিল-একটু মিষ্টিমুখ না করে’ যাওয়া হবে না । নবকিশোর সমস্ত ঘর ভরিয়া হাসিয়া বলিল-সংস্কৃত নাটকের বিদুষকের মতন ভারতী শ্রাবণ, ১৩২১ আমারও যে মিষ্টারের প্রতি বিষম পক্ষপাত এ কথা আমার এই প্রকাণ্ড শরীরটা কিছুতেই গোপন রাখতে দেয় না । তা দাও, আমার আপত্তি নেই। হরির মা আসন পাতিয়া জলখাবারের ঠাই করিয়া দিলে নবকিশোর আসনে গিয়া বসিল । ক্ষণকাল পরেই সলজ্জ স্মিত মুখে মালতী জলখাবারের রেকাবি হাতে করিয়া সেই ঘরে প্রবেশ করিল । নবকিশোর এতক্ষণ মালতীকে দেখিতে পায় নাই, মালতী অন্তরালে বসিয়াই কথা বলিতেছিল। এখন তাহাকে সম্মুখে আসিতে দেখিয়া নবকিশোর মুখ তুলিয়াই দেখিল তাহার কি অপরূপ রূপ ! একখানি ধোয় নরুন পেড়ে শাড়ীতেই এষ্ট নিরাভরণা তরুণীকে রাণীর মতো মহিমাময়ী দেখাইতেছিল। নবকিশোর সসন্ত্রমে আসনের উপর উঠিয়া দাড়াইল । মালতী তাহার সামনে জলখাবারের রেকাবি রাখিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। ( , ) জেদেব বশে খুড়িমা মালতীকে নিজের কাছে আনাইবাব চেষ্টায় বিরত হইয়াছিলেন লটে কিন্তু মন তাহার নিশ্চিন্ত ছিল না । তিনি ভাবিতেছিলেন– কোন সেই দূর দেশে র্তাহার বোনঝি রহিয়াছে ; সে এই নিষ্ঠুর ংসারে একেবারে একা। শুধু আছে তাহার পরিপূর্ণ যৌবন আর অপরূপ রূপ! কে তাহাকে এইসব শক্রয় হাত হইতে রক্ষা করিবে ? তিলমাত্র অশুচিত যদি তাহাকে কলঙ্কিত করে তবে তাহার লজ্জা ও প্রত্যবায়ের ভাগী তিনিও । ধিক্ ধিক্‌ তাহার ক্রোধকে, কেন তিনি, এমন দারুণ