ও৮শ বর্ষ, চতুর্থ সংখ্যা ● নবকিশোর হাসিয়া বলিল—তোমরা জাত মাপ জানি, তোমাদের ঠাকুররাও জাতের বিচার করেন দেখছি ! তোমাদের মতন গুটিকয়েক গুচিবেয়ে লোকেরই শুধু দেবতা ! তার। আর কারো কেউ নন ! অথচ কথায় কথায় তোমরাই বল যে দেবতা পতিত পাপন ! গিন্নি নবকিশোরের যুক্তির কাছে পরাজিত হওয়াতে উষ্ণ হইয়া হাত ও মথ নাড়িয়া বলিলেন—পতিতপাবন বলে’ কি মেলেচ্ছ এসে ঠাকুর যজাবে! র্চাদপান মুখ. দেখে তোর মাথায় করে নাচবি বলে’ কি আমরাও জাত খোয়াব, না, ঠাকুরকে অপবিত্তর করব ? তুই লেখা পড়া শিখে কি হলি বল দেখি কিশোর ? শাস্তরে আছে, সেলাই করা কাপড় পরে দেল কাৰ্য্য হয় না, তা জানিস ? নইলে দরজিরা মোছলমান হলে কেন তা হল ! 象 —ন মা, ওসব শাস্তর আমীর জানা নেই। কিন্তু পশ্চিমের পাণ্ডাদের দেখেছ ত ? তার দিব্যি তুলে ভরা জামা পরে পূজে কবtয়। তার বেলা ? —দেবতার পাও। আর আমরা এক ইলাম! তোর জ্ঞান বুদ্ধি কবে হবে কিশোর ? তে হতেই এত বড় ভটচায্যি গুটিার নাম ডুববে দেখছি! নবকিশোর দেখিল এ তর্ক মীমাংসা হইবার নয়। ওদিকে মালতী শিথিলবৃন্ত ফুলটির মতে নিরাশ্রয় দাড়াইয় আছে। তাই নবকিশোর ইলিয়া বলিল—এর চেয়ে বেশী জ্ঞান বুদ্ধি Cऔभन्न किए*ां८ब्रब्र झएव न मां । श्रामांज्ञ পাশ ছেড়ে দাও । মালতী ছেলেমানুষ স্রোতের ফুল రిశ్రీ) আছে, ওকে গোবর টোবর খাইয়ে যদি ९क করে নিতে পার ত তাতে তোমার নাম-যশ সুার পুণ্য দুইই হবে। ওর সমস্ত ভার ত তোমাকেই নিতে হবে। খুড়িমা ত ওকে আনাতে চাননি, ও তোমার যশ শুনেই ত তোমার আশ্রয়ে এসে পড়েছে•••••• 穩 এই কথায় গিল্লির মন খুলী হইয়া উঠিল। ঙিনি বলিলেন—ত এসেছে যখন তখন কি আাব আমি তাড়িয়ে দেবো ? কিন্তু তোমায় বলে রাখছি বাছা, ওসব মেলেচ্ছপন তোমায় ছাড়তে হবে। এ নয়, সে নয়, বিধবা মানুষের এই ধারা, ছি!......ছোট বেয়ের আক্কেলকে বলিহারি যাই ! মেয়েটা এক পহর এসে দাড়িয়ে রয়েছে, তা একবার উকি মেরে দেখার নামটি নেই। ছোট લો; હ (ફા રો!... ... খুড়িমা ঠাকুরঘরে থাকিয়াই টের পাইয়াছিলেন মালতী আসিয়াছে। তিনি বিগলিত অশ্রদ্ধার রোধ করিয়া উঠিতে চেষ্টা কবিতেছেন, এমন সময়ে রোহিণী গিয়া কৰ্কশ ব্যঙ্গস্বরে বলি-ওগো খুড়িম, তোমার ঘাগর-পং মেম বোনঝ এসেছে যে, দেখসে ! খুড়িমা নিশ্চল মুদ্রিত নেত্রে বসিয়াই রছিলেন, রোহিণীর কথার কোনো সাড়াই দিলেন না । 驗 * রোহিণী বিরক্ত হইয়া ফিরিতেছিল, পথে গিল্লির সহিত দেখা হইল। গিরি জিজ্ঞাসা করিলেন—ছোট ৰে৷ কোথায় রে রোহিণী । . রোহিণী খুড়িমাকে ভেঙচাইয়া বলিল— ঠাকুরঘরে চোখ বুজে ধ্যান হচ্ছে। বললাম বোনঝি এসেছে, কানে.কথা তোলা হল না ।
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।