পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, চতুর্থ সংখ্যা উঠিল,—একি ভ্রান্তি একি অভাব সকলকে আচ্ছন্ন করিতেছে আবার ?—লাইকা বুঝিল যে আলোকে তাহার হৃদয় মন উজ্জল হইয়া ছিল তাহা এই আলোকেরই কণী—কিন্তু—আবার কিন্তু ? —অনন্ত বীৰ্য্যশালীর দয়ায় যাহা হৃদয়সjগর ভেদ করিয়া প্রাণ আলোকিত করিয়ছে—তাহার মধ্যেও একি শুষ্ঠতা ?—প্রাণ আরও কি চাহে ?-- তখন মনেরও অজ্ঞাতসাবে প্রাণ ডাকিল,— लग्नॉभग्न-जघ्नॉभग्न !- g বিচিত্র চন্দ্রোদয় !—প্রকাণ্ড মণ্ডল ধীরে ধীরে আকাশ গাত্রে উখিত হইতেছে"} ক্রমে নগরাজেব চুড়ার সম্মুখে আসিয়া তাহ। যেন স্থির হইল। — প্রকাগু পৰ্ব্বতের প্রত্যেক গুহাও আলোকিত—আলোকিত সমুদ্র যেন গলিত রজতে পুষ্পবৃষ্টি করিতেছে! -- ঐ যে ভগবান—ই ঐ আবার সেই ভক্ত নয়নানন্দ মূৰ্ত্তি —দুটি বাহু প্রসারিত—যেন একান্ত আগ্রহ ভরে ভাবুক হৃদয়েব সেই চরম বিকাশ প্রতিবৃত্তিকে আলিঙ্গন প্রাণী !— আর ও কে ?–চন্দ্রমণ্ডল মধ্যে সহসী প্রকাশিত চিন্তাতীত রাগিণী, সৌন্দৰ্য্যপ্রতিম, —শরীরিণী শ্ৰী ?-কেগে ঐ হাস্তপুলকিত। দেবী?—কে কে—কে ও ?-- যাহাঁকে পাইবার জন্ত স্বয়ং ভগবানও লালায়িত তৃষাতুর -লাইক নিজের হৃদয়ে সাগ্রহ দৃষ্টিপাত করিল। কে এ ?--জীবনপ্রতিমা চিরবাঞ্ছিতা লাইকা to - ○ケ> কে ও জ্যোতিৰ্ম্ময়ী ? ও মূৰ্ত্তি লাইকার পরিচিত—কিন্তু কে ?—. és S সুধাংশুহৃদয়বাসিনী দেবী ক্রমে উদ্ধে •উঠিতেছিল, ধীরে ধীরে সেই.চন্দ্র বিশ্বমন্দার চুড়ার নিকটে আসিল । জগতের একমাত্র অধীশ্বর—মানব দেহের জীবরূপী পরমাত্মা যেখানে বাহু প্রসারিত করিয়া দাড়াইয়া ছিলেন সেইখানে সেই পূর্ণ শশধব আপনার সমস্ত সৌন্দৰ্য্য আনিয়া ধরিয়া দিল । তাহার পর ? সেই অমৃতরূপিণী দেবী সেই মহামহিমাময়ের হৃদয়ে লীন হইলেন ? আকাশে উজ্জল জ্যোৎস্ন, জলে তাহার বিশাল ল’ল,—জগং যেন এক বিবtট আলো রাশিতে ডুবিয়া গেল ;–আকাশে সাগবে যেন অীব কোন পার্থক্য নাই কেবল জলকল্লোলের ছলছল কলকল ধ্বনি সমস্ত পৃথিবীর মহানন্দ কল্লোলের দ্যায় উছলিয়া উঠিতেছিল ! কি আনন্দ ! কি উল্লাস ! অনুভবাতীত অনুভব ! লাইকা আত্মহারা হইয়া দেখিতেছিল। মানবহৃদয়সাগরে কি এই জ্যোতিৰ্ম্ময়ী বাস করেন ? এও কি সম্ভব ?--এই সম্ভব ! লাইক। তৎক্ষণাৎ চিনিল,—তাহার চির আরাধা জীবনদেবতার মূৰ্ত্তিতে, বিলীনপ্রায় ওই দেবী তাহারই প্রেমপ্রতিম রাজকুমারী বারি – 驗 সেই মুহূর্তেই তাহার তন্দ্র মুচ্ছৰ্ণয় পরিণত হইল । শ্ৰীহেমনলিনী দেবী।