ગન્મ অনেক মেয়েকে অবিবাহিতা থাকিতে হইবে, এবং অন্নিমিত্ত সমাজ কুৎসিতাকার ধারণ করিবে । আমার ধারণাটা অনেকাংশে ইহঁদের ধারণার বিপরীত। আপনার কি, লক্ষ্য করিয়া দেখেন নাই, সংসারে যে ছেলেটার উপর শাসনদণ্ড দিবারাত্রি উত্তোলিত থাকে, কালক্রমে সেই ছেলেটাই সৰ্ব্বাপেক্ষ বিকৃত হইয়া যায় ? এই প্রকার শাসনের ফলে একটা অচিন্ত্য-পূৰ্ব্ব উচ্ছ জ্বলতা দিনে দিনে জন্ম পরিগ্রহ করিতে থাকে। ইহা একটি. চিরন্তন সত্য। বিবাহ সম্বন্ধেও আমরা যে স্বাধীন মতামতকে চাপিয়া রাখিতে উৎসাহিত, তাহার ফলও তদ্রুপ । শত প্রকারের গাঢ় অধীনতাব পেষণনিম্নে মৃত প্রায় না থাকিলে এই উচ্ছ,স্বলতার জীবন্ত অভিব্যক্তি আমাদের সামাজিক জীবনেও মুস্পষ্ট হইয়া উঠিত ! আর স্বেচ্ছা-বিবাহ প্রথা বিদ্যমান থাকিলে কুৎসিৎ মেয়েদের যদি অবিবাহিত থাকিতেই হয়,তবে অনেক কুৎসিৎ ছেলেকেও অবিবাহিত থাকিতে হইবে। ইচ্ছাট। ত এক পক্ষীয় নহে । স্বেচ্ছ বিবাহের মানে বর ও কন্ত উভয়ের সম্মতি ক্রমে বিবাহ! সুন্দরী মেয়ে কুৎসিৎ ছেলেকে বিবাহ করিতে ইচ্ছুক হইবে কেন ? আমি বলি, এ সকল তর্ক, অথবা আশঙ্কার বিশেষ কোনও মূল্য নাই। সৌন্দর্য্যের উপরে আর একটা জিনিষ সৰ্ব্বদাই জয়যুক্ত চুইয়া থাকে। চরিত্রের মধুরতা, বুদ্ধির প্রখরতা, সচ্চরিত্রত, সাধুত, সৌন্দৰ্য্যকে চিরকাল পরাভূত করিয়া আসিয়াছে । স্বেচ্ছা বিবাহ ইহাদের উপরেই ভারতী {
- કાર, ૭૨૭
ভর করিয়া চিরদিন জয়যুক্ত হইয়াছে। গুণহীন সৌন্দৰ্য্য শিমুল ফুলের ম্ভায় স্পর্শমাত্রে শ্রদ্ধ নষ্ট করিয়া ফেলে। যুরোপে এবং আমাদের দেশে যে অনেক ক্ষেত্রে এই প্রকার ভ্রম প্রমাদ ঘটে না তাহা নহে । কিন্তু ইহাদ্বারা যতখানি উপকার সংগঠিত হয়, তাহার তুলনায় ঐ প্রকার ছ'চারিট কুফল উল্লেখযোগ্য নহে। যুরোপে প্রতিকণব স্বরূপ অন্তান্ত কতকগুলি পন্থ। অবলম্বিত হইয়াছে। যোগ্যতা অর্জন ন৷ করিয়া যুবোপে অনেকেই বিবাহ করে না, কেবলমাত্র সৌন্দর্য্যের চাকচিক্য এই অগ্নি পরীক্ষায় টিকিতে পারে না । বরং আমাদের, দেশে স্বেচ্ছা-বিবাহ প্রথা বিদ্যমান না থাকণব দরুণ মোহাকৃষ্ট হইবার অtশঙ্ক অত্যন্ত বেশী, এবং অনেক ক্ষেত্রে ইহার জন্ত মানুষ অনুতাপ করিয়া জীবন যাপন করে । তারপর, যদি অনেক মেয়ের বিবাহ না হয়, তাহা হইলে তাহারা সমাজকে অত্যন্ত কদৰ্য্য করিয়া তুলিবে, স্বেচ্ছবিবাহের বিরুদ্ধে এই যে একটা যুক্তি ঈহ! কতদূর সঙ্গত দেখা যাউক । প্রথমতঃ এ যুক্তির গোড়াতেই গলদ । কারণ ইহা সঙ্গত বলিয়া মানিয়া লইলে বিধবার চিরবৈধব্য প্রথা টিকিতে পারে না । কিন্তু যদি বলি বিধবাদের বেলা সে যুক্তি গ্রাহকর নহে, তবে এস্থলেই বা তাহ অগ্রাহ না হইবে কেন ? আমার মতে কিন্তু এই প্রকার কোনও শঙ্কার কারণ নাই। য়ুরোপ ও আমেরিকার অনেক মেয়েকে অবিবাহিত্য