পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిని সঙ্গীকে সম্পাদন করিতে হইবে তাহার ংখ্যা নাই। ব্যস্ত থাকিবার কথা নহে কি ? ফরমিকদের গৃহেরও একটু বর্ণনা করি । , উহাদের গৃহকে যদি চিড়িয়া দুইভাগে বিভক্ত করা যায়—তবে আমরা দেখিতে পাইব-ভূগর্ভে উহা প্রায় একফুট গভীর এবং এদিকে ওদিকে আঁকা বাকী ভাবে বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকিয়া এক গোলক ধাঁধার স্বষ্টি করিয়াছে। বাস্তগুলি ঘুরিয়া ফিরিয়া খিলান করা ছাদবিশিষ্ট কতকগুলি প্রকোষ্ঠের সহিত সংযুক্ত রহিয়াছে। বিস্তৃত একটা প্রকোষ্ঠে রাণীমা থাকেন। দেহরক্ষী এবং সেবাকারী শতশত পিপীলিকা রাণীর মুখসাধনে ব্যস্ত। রাণীর প্রতি তাহদের সম্মান ও ভক্তি অতুলনীয়। রাণীর দিকে "পাছ ফিরিয়াও’ কখনও তারা দাড়ায় না । অন্তান্ত প্রকোষ্ঠের ভিতর কোনটা ভাণ্ডার ঘর কোনটা বা শিশুদের ঘর (nursery)। এখানে শিশুদের খাওয়াইয়া শোয়াইয়া যত্নের সহিত প্রতিপালন করা হয় । কোন প্রকোষ্ঠে ডিম্ব কোথাও larva কোথাও বা pupa সযত্নে রক্ষিত আছে। - এদিকে সেদিকে ঘাসের প্যার উপর পিপীলিকা-গাভীগুলি চড়িতেছে। ইহুদিগকে শত্রুর আক্রমণ হইতে রক্ষা করিবার জন্ত পিপীলিকা রাখালদের খুবই সতর্ক থাকিতে হয় । পিপীলিকাগৃহে নানাস্থানে—গোবরে পোকার মত কৃতকগুলি পোক ঘুরিয়া বেড়াইতে ছিল । আমাদের কুকুর বিড়াল যেমন - এ পোকা গুলিও তেমনি পিপীলিকা-প্রতিপালিত। পিপীলিকাদের ভুক্তবিশিষ্ট খাদ্য ভারতী শ্রাবণ, ১৩২১ এই কুকুর বিড়াল গুলির ক্ষুধা নিবৃত্তি করে । o পিপীলিকার কোনও শাসনকর্তা নাই কোনও পুলিশ কৰ্ম্মচারীও নাই ; প্রজাতন্ত্র রাজতন্ত্র বা এরূপ কোনও তন্ত্রের শাসন প্রণালীও নাই সকলেই স্বাধীন তবুও এ রাজ্যে একটু বিশৃঙ্খলা একটু বিপদ বিসম্বাদ বা শাস্তিভঙ্গ নাই। অতি পরিপাটী ভাবে লক্ষাধিক পিপীলিকা আপন মনে কাজ করিয়া যাইতেছে, অবস্থা বুঝিয়া নিজেরাই নিজেদের কাজ বাছিয়া লইতেছে। ফরমিকা প্রাতে ছয়টায় করিয়াছে কেহ তাহাকে ডাকিয়া তুলিয়৷ দেয় নাই । উঠিয়া পায়ের সাহায্যে সে প্রাতঃকালীন প্রসাধন কাৰ্য্য সারিয়া লইয়া অতি যত্ন সহকারে পাগুলি টানিয়া পরিষ্কার করিয়া লইল । বিবরের প্রবেশ দ্বার উদঘাটিত হওয়ার পর শত শত পিপীলিকার সহিত ফরমিকাওঁ বাহিরে আসিল। তাছাদের প্রথম কাজ বাহিরে খাদ্য সংগ্ৰহ। পথে যাইতে যাইতে ফরমিকা দেখিল তাহার সহযাত্রী একটী পিপীলিকার গায়ে কতকটা কাদা লাগিয়া আছে সে অতি যত্নের সহিত সে কাদা পরিষ্কার করিয়া দিল । তারপর দুজনে দৌড়াইয়া গিয়া সকলের সঙ্গে মিলিত হইল । তাহারা সকলেই এখন বিবরের অনেকটা দূরে উন্মুক্ত আকাশ তলে আসিয়া উপস্থিত হইয়াছে। ফরমিক ঘাসের উপরে নীচে এদিক সেদিক খাদ্য সংগ্রহে মনোনিবেশ করিল। নিজে ক্ষুণ্ণিবৃত্তি করিয়া যতটুকু সময় ও সুবিধা পাওয়া যায় অন্তের খাণ্ডয়ারও ত সংস্থান করিতে হইবে। শয্যাত্যাগ