পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o 8 বিজ্ঞান প্রভৃতি যে কোনো বৈজ্ঞানিক বিষয় হাতে কলমে না শিখিয়ে কেবল মুখস্থ করিয়ে শিক্ষার্থীর মস্তিষ্ককে ভারগ্রস্ত করে তোলা হয় না। প্রত্যক ছাত্র ছাত্রীকে ছোটখাট এক একটি বৈজ্ঞানিক সাজ সরঞ্জাম দিয়ে তাকে খাটিয়ে নেওয়া হয় ; সে নিজ হাতে কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে আরম্ভ কবে । বিজ্ঞানের এক একটি বিভাগের যেমন স্বতন্ত্র বিদ্যা য় আছে, তেমনি এক একটি লাইব্রেরী রয়েছে । লাইব্রেবীর ঘর সৰ্ব্বদা ছেলেদের জন্য উন্মুক্ত ; কাজ করতে করতে কোথায় একটা খটকা বাধল, ছুটে এলে card index দেখে তার জ্ঞাতব্য বিষয়ট জেনে গেল। লাইব্রেবীব বিধিব্যবস্থা সে এক আশ্চৰ্য্য ব্যাপার! সমস্ত লাইব্রেরীকে এমন করে সাজান হয়েছে যে কোনো বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য অতি অল্প সময় মধ্যে পাওয়া যেতে পারে । জন্ত এতক্ষণ বিজ্ঞানশিক্ষার বিধিব্যবস্থা সম্বন্ধে বল্ গেল। এবাবে শুনুন কৃষি বিভাগে কি বিরাট আয়োজন। সাধে কি যুক্তরাজ্য ধনধান্তে পরিপূর্ণ হয়ে উঠেছে ! কৃষিজীরির পুত্ৰকস্তাকে কৃষিবিদ্যায় পারদর্শী করবার জন্ত সর্বপ্রকার বৈজ্ঞানিক প্রণালীর সাজ-সরঞ্জামে অর্থব্যুয় করতে বিশ্ববিদ্যালয় কোনো ক্রট করেন নি। প্রায় হাজার দ্বিঘা জমী নিয়ে কৃষি বিদ্যালয় স্থাপিত , গোপালন অশ্ব, শূকর, গরু প্রভৃতি গৃহপালিত পশুগণের উন্নতি বিধানেৰ জন্ত বৈজ্ঞানিক আয়োজন, ” দুধ হইতে মাখন, পণির প্রভৃতি প্রস্তুত করণ, ইত্যাদি কৃষি অন্তর্গত যাবতীয় ভারতী - শ্রাবণ, 3 నిశి) दिङग्लोब यछ श्रङख ব্যবস্থা আছে ; এখানে ছাত্রগণ অধ্যাপকের সহযোগে কৃষিবিষয়ক নব নব তথ্যাবিষ্কারের জন্ত এক মহা সাধনায় নিযুক্ত। যে সকল কৃষিসমস্তার মীমাংসা প্রয়োজন, এখানে সে সকল বিষয়েই চর্চা হয়,— এবং গবেষণার ফল দেশের প্রত্যেক কৃষিজীবির ঘরে ঘরে পৌছাইবার জন্ত পুস্তিকা প্রণয়ণ, বক্ততা, ও আলোকচিত্র প্রদর্শন প্রভৃতি উপায় অবলম্বন করা হয়। আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়ে উভয়েরই পড়বার ব্যবস্থা আছে। गार्ड মেয়েং ঘরকল্লার কাজ সুচারুরূপে নিম্পন্ন করতে পারেন, যাতে মেয়েরা স্বামীকে তার কাজেও অল্পবিস্তর পরিমাণে সহায়তা করতে পারেন, যাতে মেয়েরা আবশুক হ’লে নিজেরা আপনার জীবিকা অর্জন করতে পারেন, বিদ্যালয়ে সেরূপ শিক্ষার ব্যবস্থা করা হয় । শিক্ষা পাওয়াটা তারা একটা ‘ফ্যাসান বলে মনে করেন না । যে পদ্ধতি অবলম্বন করলে মেয়ের গৃহের সর্বপ্রকার কর্তব্য সুচারুরূপে পালন করতে পারেন, সে দিকেই এদের দৃষ্টি । একটু ইংরেজি শিখে দুটাে ইংরেজি নভেল পড়ে, একটু পিয়ানো টুংটং করে, সৌখিন রকমের সেলাই শিখে র্যাধ মনে করেন ‘স্ত্রীশিক্ষার’ উচ্চাদর্শ লাভ হচ্চে, তাদের এ সংস্কার ভাঙ্গবার জন্তে এক একবার ইচ্ছা করে আমেরিকা ও যুরোপের কোনো কোনো নারীবিদ্যালয়ের অন্ত প্রকৃতির সহিত র্তাদের পরিচয় করিয়ে দি । ব্রাহ্মসমাজ" একদিন দেশে স্ত্রীশিক্ষা প্রচলন করেছিলেন ; আজ যদি স্ত্রীশিক্ষাবিধানে সংস্কার প্রয়োজন হয়ে থাকে,