চন্দ্ররশ্মি। বর্তমানে অষ্ট্ৰীয়ায় এক মহা আবিষ্কাব' প্রক্রিয়ার ধূম পড়িয়ছে ; কিয়ৎকাল অবধি তঞ্জত্য বৈজ্ঞানিক সমাজে চন্দ্রকিরণ সম্বন্ধে সুগভীর গবেষণা চলিতেছে। মিঃ ব্রায়ার এ সম্বন্ধে অগ্রণী । তাহার এক বন্ধু মেরু প্রদেশের অনেক স্থান পরিভ্রমণেব পর তাহাকে বলেন যে চন্দ্রের কিরণ সম্বন্ধে তাহার একটা সন্দেহ উপস্থিত হইয়াছে। কারণ তিনি যখন উত্তর মেরুর কেন্দ্রে গিয়া পড়িলেন তখন এক রজনীতে অদ্ভুত ঘটনা ঘটিল। প্রায় মাসাধিক কাল সেই শীতপ্রবল দেশে থাকিয়াও নিৰ্ম্মল চন্দ্রকিরণ উপভোগ করিবার সুযোগ ধটে নাই ! একদিন সন্ধ্যার ঈষৎ স্নান ছায়ায় যখন শিকারের পশ্চাৎ ছুটিতে ছুটিতে তিনি কোন পৰ্ব্বতের বাহুদেশে দাড়াইলেন, তখন স্বনিবিড় মেঘপুঞ্জ ভেদ করিয়া সহসা নিযুক্ত কৌমুদীধারা সমগ্র আকাশ পরিপ্লাবিত করিতেছিল ! নিম্নে ভূখণ্ড নীহারাচ্ছন্ন থাকায় সেই শুভ্র রজত কিরণধারা উহাতে প্রতিহত হুইল । তুষারখণ্ডের উপর অনেকক্ষণ দাড়াইয় তিনি কেমন মোহাপিষ্ট হইয়া পড়িলেন, তাহার দেহ যেন অসাড় হইয়া গেল আর সর্বাঙ্গ এরূপ বেদন পরিপ্লত হইল যে মাথা তুলিবার পর্য্যন্ত শক্তি রহিল না । পাচদিনে তিনি সম্পূর্ণ স্বস্থ হইতে পারিয়াছিলেন। তখন র্তাহার আশ্চৰ্য্য ঠেকিল এই, কত প্রমোদ রজনীতে—ক’ত যৌবনপ্রবাহের উদাম স্রোতে এইরূপ চন্দ্র রশ্মি ত স্বদেশে উপভোগ করিয়াছেন কিন্তু এমন শক্তিহীনতা ত কখনই অনুভব করেন নাই! চন্দ্রের প্রতি বন্ধুব এই সুদীর্ঘ অভিযোগ মিঃ ব্ৰtয়ারের নিকট বড়ষ্ট কৌতুহল প্রদ বলিয়া অনুমিত হইল । তিনি তৎক্ষণাৎ এই রহস্তের সন্তোষজনক উত্তবদান করিতে পারিলেন না । 'পরে সম্মিলিত বৈজ্ঞানিক গবেষণার দ্বারা যাহা প্রকাশ করিতে পারিয়াছিলেন, তাহা সাধারণের দৃষ্ট আকর্ষণ করিয়াছে। মি: ব্রায়ার এই অভিনব রহস্ত উদঘাটনে চারি পাচজন বন্ধুব সাহায্য পাইয়াছিলেন । প্রথমতঃ চন্দ্র ও স্বর্য্যের কিরণ বিকিরণেব ( radiation ) মধ্যে তারতম্য নিনীত হয় । সূর্য্যের কিরণ অনল প্রভ ও সঞ্চরণশীল কিন্তু চন্দ্রের কিরণ শৈত্যময় ও সঙ্কোচশীল । স্বৰ্য্যের কিরণ উদ্ধে গমনপথ হইতে আরম্ভ করিয়া পৃথিবীর আগ্রান্ত উত্তপ্ত করিয়া তুলে, প্রবেশপথ না পাইলেও উত্তাপ সঙ্কোচশীল স্থানেও বিকীর্ণ হয় এবং সমস্ত পদার্থে তাপ সঞ্চারিত হয়। কিন্তু চন্দ্রকিরণ শুভ্রতীয় নীলিমার আস্তরণ ঢাকিয়৷ পৃথিবীর বক্ষে শীতলতা বর্ষণ করিতে থাকে, বারিবর্ষণেব দ্যায় চন্দ্র রশ্মিপতিও শতসহস্ৰ যোজন হইতে নামিয়া যেখানে আর্দ্র স্থান পায় তাহাতে প্ৰহত হইতে থাকে, আর তাছার অভাবে
- erosia:fs evitato afooto: “The literary • digest' or The lancet' & 'The
Chemical News & Role outs—cows