৩৮শ বর্ষ, চতুর্থ সংখ্যা হইতে পারিয়াছেন সত্য কিন্তু তথাপি র্তাহার প্রমাণ সৰ্ব্ববাদীসন্মত হইতে পারে নাই। দক্ষিণ আফ্রিকা হইতে মিঃ ব্রায়েণ্ট নামক, জনৈক মুশিক্ষিত ইংরাজ লেখক ‘Chemical News' নামক ম্যাগাজিনে ইহার সহিত একমত হইয়া একটি স্বলিখিত সন্দর্ভ প্রকাশিত করিয়াছেন । তিনি বলেন, চন্দ্ররশ্মি যে স্বাস্থ্যহানিকর মংস্তের দ্বারা পরীক্ষায় তাহ সহজেই প্রমাণীক্ল ত হয়। আমরা জানি অনেক মাছ নদীর চড়ায় লাগিয়া থাকিতে বা জ্যোৎসু রাতে ঢেউয়ের মাথায় ভাসিয়া থাকিতে ভাল বালে ! জল শীতল তাই চন্দ্রকিরণ তথায় গাঢ় হইয়া জমতে কিছুমাত্র বাধা পায় না । এখন সেই মংল্য গুলি সাধারণত কিরণস্নাত হইয়া কোনট, বা মরিয়া যায় আর কতক গুলি বা শেষরীত্রে জেলের শীকার হইয়া থাকে। প্রত্যক্ষ দেখা গিয়াছে যে সেই মাছ থাইবামাত্র গাত্রজালা হয় বা অপর কোন উপসর্গ আসিয়া জুটে। বেণী পবিমাণ খাইলে মস্তিষ্কবিকবি বা সহসা মৃত্যুও হইয়া থাকে । মংস্যের স্থায় চন্দ্ররশ্মিপিপাসী অন্ত নবভোজ্য প্রাণী ও আমাদের উদরন্থ হইলে কুফল ফলিয়া থাকে। চন্ত্রের কিরণ যখন আকাশপথ হইতে ক্রমশঃ অধোগামী হইয়া ভূপৃষ্ঠে পতিত হয়, তখন উহার কোন প্রকারের অঘটন ঘটাইবার ক্ষমতা থাকে ন—ঐ সঞ্চরণমান রশ্মি শুধুই শৈত্যপরিপূর্ণ তাই উহাৰ প্রাথমিক আক্রমণ কিছুমাত্র কুফল উৎপাদন করিতে পারে না। জ্যোৎস্নারীতে ছুটাছুটি করিলে কুফল ফলিবার সম্ভাবনা অতি অল্প কিন্তু স্থির *ষ্টয়া উহার নিম্নে মাথা পাতিলেই সৰ্ব্বনাশ ! > रे চন্দ্ররশ্মি 83% চন্দ্ররশ্মি জলীয় পদার্থে .পরিপূর্ণ থাকায় উহ উৰ্দ্ধদেশ হষ্টতে অনবরত একস্থানেই পতিত হইতে থাকে আর কোথাও ছড়াইয় পড়ে না, বাদগধারারষ্ঠায় শুধু স্থানবিশেষে প্ৰহত হইতে qigo, esto èshtāls's 'Polarization’. কহে । কিন্তু স্বৰ্য্যের সাধারণতঃ এইরূপ c*fa Polarization afè stri gást উল্লিখিত হইয়াছে। কাজেই দেখা যায় চন্দ্রকিবণ দুই আকারে জীবজগতে বিকীর্ণ s#tsts, sqICSI Polarizationề *từ আব সঞ্চবণমান চন্দ্ররশ্মি ক্ষণুিকের । এখন জিজ্ঞাস্য হইতেছে,—দ্বিতীয় প্রকার রশ্মিতে যদি অনিষ্টকাৰী, কিছু না রহিল তবে প্রথমটীতে আসিল কি করিয়া ! তাহার উত্তর তুই হইবে যে যাবৎ চন্দ্ররশ্মি Polarized না হয় তাবৎ উহাব দ্রব্যগুণ বিকশিত হয় না, —তাই যখন উহা গাঢ় হইয়া জমিতে আরম্ভ করে তখনই উহাতে বায়ুমণ্ডলের মধ্যদিয়া বিষাক্ত দ্রব্যের সঞ্চার হইতে আরম্ভ হয় এবং তখনই কৌমুদীরাশি বিষে পরিণত হইয়৷ পড়ে । সেইস্থানে উপবেশন করিলে যত সহজে আমাদের মোহ ও বিকারগ্রস্ততার প্রক্রিয়া আৰম্ভ হয় জ্যোৎস্নায় ইটিতে আরম্ভ করিলে তাহ হইতে পারে না। কিন্তু ক্রমশঃ উন্মুক্ত কৌমুদীধারা মস্তক প্লাবিত কবিয়া সেখানেও Polarized হইবার চেষ্ট৷ পায়—যদি সম্পূর্ণরূপে Polarized হইয় পড়ে তাহার ফল মৃত্যু বা উৎকটু-উন্মত্ততা ! Pola.rized হইবার সঙ্গে সঙ্গেই সেই বিষাক্ত পদার্থ মস্তিষ্কে ঢুকিতে আরম্ভ করে এ৭ং সমগ্র ধমনী দিয়া অর্জিত বহিয়া রক্তের তেজ মন্দীভূত কবিয়া দেয় ।
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।