পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so গড়ের মাঠ 途 আমরা কলকাতা ছেড়ে যদি সামান্ত কোনো একটা গ্রামেও যাই তা’হলে সে জায়গায় কোথায় কি আছে না আছে আমর ভাল করেই তা দেখি । সেখানে কোথায় একটা ছোট নদী বালুৰ ভিতর দিয়ে তর তর করে বয়ে যাচ্ছে—কোথায় তার তীরে কুঁড়ে ঘরগুলি মুন্সর ছবির মত সাজান রয়েছে— কোন জায়গায় মুন্দৰ একটা নারিকেল বাগান, —কোথাও বা বড় প্রকাণ্ড একটা গাছে নানা রকম লতা জড়িয়ে উঠেছে ; কখন ঘাটে এসে একটী কুল ধু কলপীকাখে কেমন সুললিত গতিতে জল তুলে নিয়ে গেল, এ যে ছবি ও মুৰ্ত্তি রয়েছে তার ভিতর যে কত কীৰ্ত্তিকাহিনী নিহিত তা অনেকেরই নিকট অবিদিত। আমরা যদি এখানে,এই মূৰ্ত্তিগুলি উদ্ধৃত করে তাদের সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করি তা’হলে বোধ হয় তা পাঠকদের নিকট নিতান্তই পুরাতন কথা বলে মনে হবে না । রেড রোডের ধারে সুবিস্তীর্ণ ময়দানে আমাদের মহারাণী ভিক্টোরিয়ার প্রতিমূৰ্ত্তি। আমাদের রাজারাণীদের মধ্যে কেবলমাত্র ইহার মূৰ্ত্তি গড়ের মাঠে সংস্থাপিত হয়েছে দেখতে পাওয়া যায়, ইনিই সৰ্ব্বপ্রথম ভারতের শাসনদণ্ড হস্তে ধারণ করেন । সমস্তই আমবা লক্ষ্য করি। কিন্তু এই কলকাতা মূৰ্ত্তিটাতে ভিক্টোরিয়ার উদারতার ভাবটুকু বেশ সহর এত বিশাল যে এর অভ্যস্তরে বাস করেও আমরা তার কোথায় কি দ্রষ্টব্য জিনিস রয়েছে তার কিছুই প্রায় জানি না । এমন কি আমাদের ঠিক চোখের সামনে এমন বে এক বিস্তৃত গড়ের মাঠ পড়ে আছে যার পাশ দিয়ে আমরা প্রতিদিনই আনাগোনা করি তার ভিতবে যে কত দেখ বার জিনিস রয়েছে তা ও আমরা ভাল ক’রে জানিনে f এই যে অক্টারলনি মনুমেণ্ট বোধ হয়, কলকাতার অধিকাংশ লোকের পক্ষেই এ উপর উঠে সমস্ত সহরের দৃপ্ত দেখাটা ইজিপ্টের পিরামিডের উপর ওঠার মতই একটা কল্পনার বিষয় । ইডেন গার্ডেন এই মহানগরীর এক অতি রমণীয় উস্তান। বোধ হধ সকলেই কোনো • না কোনো দিন এর সৌন্দৰ্য্য দেখে তৃপ্ত ইয়েছেন। কিন্তু এই উস্তান ও ময়দানে কত ফুটে উঠেছে। রেড রোড হইতে ইডেন গার্ডেনের দিকে যেতে উদ্যানের অতি সন্নিকটে প্রথমেই যোদ্ধ বেশে অশ্বোপরি লর্ড হার্ডিং । ইনি একজন সুবিখ্যাত বীর পুরুষ। ডিউক অব ওয়েলেসলি ইহারই হাতে নেপোলিয়নের তববারি সমর্পণ করেছিলেন । ইহারই কালে প্রথম শিখ যুদ্ধ সঙ্ঘটত হয়। সে সময় ইহার অসাধারণ বীরত্বের পরিচয় পাওয়৷ গিয়েছিল –বীবের উপযুঞ্জ বেশেই বীরের স্মৃতি রক্ষিত হয়েছে। ইনি কিছুকাল ভারতে রাজপ্রতিনিধি ছিলেন। ইনি আমাদের বর্তমান লাট সাহেবের পিতামহ । এই উষ্ঠান থেকে ডেলহেঁউলি স্কোগরে যেতে স্তার এসলি ইডেনের ছবি দেখতে *ांsग्न। यग्नि । २०११-४२ धूः °र्षीड इंनि