৩৮শ বর্ষ, পঞ্চম সংখ্যা ......সেই দেখিস নি সেবার বিনির, ভাতের সময় ব্যাঙ্গল খেটার এসেছিল, যে মাগী রাধিকে সেজেছিল তাকে কত সুন্দর দেখাচ্ছিল। দ্বিনের বেলা যখন অন্দরে , বেড়াতে এল দেখি ওম সে কী কলে, কী কুচ্ছিত, পঞ্চাশ বছরের বুড়ি । সে যে . সে, তা মনেই হয় ন!...... পাচুর মাকে বাধা দিয়া মোক্ষদা বলিল —ত যা বল বউ, রঙে কৃত্রিম করতে পারে, গড়নে ত আর কৃত্রিম চলে না। কী নিখুঁত গড়ন । পাচুর মা ফোস করিয়া বলিয়া উঠিল-- ছাই গড়ন । অমন সেজেগুজে থাকলে আমাদেরও সুন্দর দেখায় । জয় বলিল-ই লা মোক্ষদা, ছিরিট দেখলি তুই কোনখানে। চোখ দুটো তো গরুর চোখের মতন ড্যাবড্যাগ করছে, যেন ঠিকরে বেরিয়ে আসবে... ... ক্ষমা বলিল—নকট ত" স্থপণখার মতন win oto owl... ... * পাচুর মা হাসিয়া মোক্ষদার দিকে ইঙ্গিত করিয়া বলিল-সৰ্ব্ব দোষ হরেৎ গোরী ! মালতী যে অতি কুৎসিত, ঠকাইয়। সে আপনাকে মুন্দর বলিয়া চালাইতেছে, তাছাতে আর সন্দেহ রহিল না। তখন • মোক্ষদা সে প্রসঙ্গ চাপা দিবার জন্ত বলিল—একদিন মালতীর গান শুনতে হবে। পাচুর মা বলিল—তার আবার কি ? ও ত গান গাইবার জন্তে মুখিয়েই আছে । কথায় বলে—ওরে ক্ষ্যাপা ভাত খাবি, না . হাত ধোৰ কোথায় ? . ...ক্ষ্যামা ঠাকুরঝি, ধা না ভাই মালতীকে ধরে আন না। স্রোতের ফুল * To a ჭაy5 —সে কি ডাকলে এখন আসবে ? তার চেয়ে চ আমরাই তার কাছে যাই। —সেখানে যদি খুড়িম থাকেন ? —এখন খুড়িমা কোথায় ? তিনি এখনো ঠাকুরঘরে, নয়ত হবিম্ব্যি চড়িয়েছেন । তখন সকলে মিলিয়া মালতীর সন্ধানে যাত্রা করিল। 爵 মালতী আপনার ঘরে গিয়া বিছানায় শুইয়া পড়িয়া যাহাঁদের আচরণের কথা ভাবিতেছিল তাহীদেরই আবির্ভাবে বিরক্ত হইয়৷ তাড়াতাড়ি উঠিয়া বসিল । সে তাছাদের দিকে চাহিতে বা কোনো কথা বলিতে পারিল না । @ ক্ষমা বলিল - তুমি ভাই আমাদের ওপর রাগ করে চলে এলে, তাই আমরা তোমার কাছে ঘাট মানতে এলাম। মালতী কুষ্ঠিত দৃষ্টি তাহাদের দিকে তুলিয়৷ ধরিয়া বলিল—ওকি কথা ভাই, আমার কাছে ঘাট মানবে কি ? আমি রাগ করিনি। মোক্ষদা হাসিয়া বলিল—আচ্ছ, রাগ করনি বুঝব যদি তুমি একটা গান কর। মালতী মুস্কিলে পড়িল । ইহাদের নিকট গান করিতেও তাহার প্রবৃত্তি হুইতেছিল না, গান না করিলেও তাহীর রাগ করা স্বীকার করিয়া লণ্ডয়া হয়। একটু ভাবিয়া মালতী বলিল-আমার গান তোমাদের ভালে৷ লাগবে না, শেষকালে তোমরা আমায় ঠাট্টা করবে। ক্ষম৷ বলিল—না না, ঠাট্টা করব কেন ? তোমায় একটি গাইতেই হবে। মালতী লজ্জিত ও বিরক্ত হইয়। বলিল— গান গাওয়া থাক ভাই, ওঘরে রাণী-মাসিম
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।