●@够 t( .س-- : ইলা কহিল,“থিয়েটারে যাবে না । সে কি दग्न ? cष८ङ श्ध्द cङभग्न-बां:, कङ कछे করে লিখলে, সবাই দেখবে, খালি তুমিই দেখৰে না! না,—সে হবে না ।” , , সারা 'কলিকাতা নগরী যে নুতন নাটক “জ্যোতিঃহারা-প্রণেতা রমানাথের নামাঙ্কিত প্লাকার্ড মালা বক্ষে ধরিয়া সহর বাসীর-চিত্তকে কৌতুহলে রঙ্গালয়ের পানে আকর্ষণ করিতে ছিল—সেই রমানাথের নিজের মনে যে সেই ঈঙ্গিত রজনীর ঈপ্সিত দৃপ্তাবলীর প্রতি কোনই আকর্ষণ ছিল না, তাহা নহে। তৰু সে ইলাকে এক রাখিয়া থিয়েটার দেখিতে যাইবার কথা মনে আনিতেও সাহস করিল না। সে কহিল, না, সে যাইবে না। हेल *ौ{ ७tर्छ भृश् शंशtज्ञ१ कूप्लेfहेबां কছিল, *যাঃ—তা কি হয় ! আমি দেখব না, তুমি দেখবে না, সে হবে না। তোমায় দেখতেই হবে । তোমার চোখে আমি দেথব। যেতে তোমায় হবেই।” আনন্দ ও উদ্বেগে ইলার স্বর কঁাপিতেছিল। স্বামীর বিজয়গৰ্ব্বে তাহার ক্ষুদ্র হৃদয়খনি পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। সেখানে ব্যর্থতার এতটুকুও স্বান ছিল না। " • o সন্ধ্যা इहेब আসিতেছে। পশ্চিম আকাশের শেষ রূক্তআভা জানাল দিয়া ঘরে প্রবেশ করিয়া মুমুধুর শেষ হাসিটুকুর মতই একবার উজ্জ্বল হইয়া মুহূর্তে মিলাইয়া গেল। রমানাথ একটা নিশ্বাস ফেলিয়া উঠিয়া জানালাটা বন্ধ করিয়া দিল । & শনিবার। সেদিন সন্ধ্যায় মেঘেও বিস্তৃত আয়োজন। বাতাস বেগে বহিতেছিল। জাধতী , জ্যোতিঃস্থারার নায়ক-নায়িকাদের । छfज, २७२४ ঘনপুঞ্জ 'মেঘরাশির মধ্য দিয়া স্নান জ্যোৎজা ইলার ঘরে অৰ্দ্ধমুক্ত গুবাক্ষ-পথে প্রবেশ করিতেছিল। প্রদীপ জালা হয় নাই, তৈলাভাব। রমানাথ ঘরে ঢুকিয়াই মৃদু স্বরে কহিল, “ইল, ঘুমুচ্চ ” - ইলা ঘুমায় নাই, জাগিয়াই ছিল, কহিল, *ন, কৈ তোমার কোট দেখি।” রমানাথ কাছে আসিয়া তাহার মাথার কাছে বসিয়া কপালে হাত বুলাইয়া দিতে দিতে হাসিয়া কহিল, “পথে যেতে যেতে ভেবে দেখলুম, কোটের দরকার হবে না। ঘড়া বেচে কোট গায়ে দেব ? ছিঃ ! আর তা-ছাড়া লোকে দেখতে আসবে, তাদের আমি কোন দারিদ্র্য বা অভাবের দুঃখ ७ङष्ट्रकू खांन्रउ निहे नि, हेण । भूत्र ६भकारण পোষাকই তার পরবে । গ্রন্থকারের জামা থাক্ বা না থাক, তার জন্ত থিয়েটারে দর্শকদের . কোন ক্ষতি হবে না । তার পর জামা কিনলে ছেড়া জুতোটা, ময় কাপড় থানা, তালি-লাগান র্যাপারটা—সবাই মিলে তাদের দুর্ভিক্ষের মূৰ্ত্তি আর চেপে রাখতে পারবে না । তার চেয়ে ওদের না ঘাটানোই ভাল মনে করে সেই টাকাটায় শিশি গ্রেপজুদ কিনে আনলুম। কাল সকালেই আমরা কাশী যাব। পথে তোমার দরকার হবে।” ঘরে আলো ছিল না। মেঘান্তরালে স্নান জ্যোৎস্না ঢাকা পড়িয়া গিয়াছে। রমানাথের হাতের উপর দুই ফোটা তপ্ত জল গড়াইয়া পড়িল। ব্যথিতভাবে . সে কছিল, “ইণl, কঁাদ চ ! আমি কি কষ্ট দিলুম ! * হাজ, দিয়া চোখ মুছিয়া হাসিয়া
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।