8 ፃb” উৎকৃষ্ট রেশমী সাড়ী ক্রয় করিতে ছুইয়াছিল কারণ লাইক নাকি বলিয়াছিল ঠিক্ ওইরূপ সাটাই সে বন্ধুকে কয়দিন পূৰ্ব্বে পাটনার বাজারে ক্রয় করিতে দেখিয়াছে ! রাত্রির আহারান্তে সকলে যখন শয়নে যাইতেছেন—তখন লাইক দেবীকে বলি অদ্যই উষাকালে সে অন্তত্ব যাইবে । দেবী একটু ক্ষুব্ধ হইল, বলিল,—“সে কি লাইকা এই দুই দিন থাকিয়াই চলিয়া যাইবে ?—কেন —আমি কি অপরাধ করিলাম ?—” “অপরাধ কি রে পাগল ! ও কথা কেন বল ভাই !—তবে দেখি”—বলিতে বলিতে লাইকার মুখভঙ্গী কেমন মুকোমল হইয় উঠিল, চক্ষুতে যেন গাঢ়ভাব দেখা গেল—সে বন্ধুকে আলিঙ্গন করিয়ু তাহার মুখ চুম্বনে উষ্ঠত হইল । so সলজে দেবীপ্রসাদ তাহার বেষ্টন মুক্ত করিয়া বলিল—“তোমাকে আমি পারিব না, তোমার যাহা ইচ্ছা কর । কিন্তু জানিও লাইকা, এত দিন পরে আসিয়া”— “চুপ্ চুপ্--বাধা দিসনে—বাধা দিসনে! ওরে দেবী তুই জানি না!” দেবী বলিল “কি জানিন বল !” লাইক বলিল, “জনিস না এইযে লাড়লী এতক্ষণ ঘুমাইয়ী পড়িয়াছে এবং তাছার মাতারও বড় নিদ্র মাসিতেছে—আর তিনি মনে মনে লাইকাকে গালি দিতেছেন । চল তুই জানি না কিছু।” দেবীপ্রসাদকে ঠেলিয়া লইয়া লাইক তাহার শয়ন গৃহে দিয়া আসিল, বধুর তখনও আহার শেষ হয় নাই ঘরে এক দুইটি শিশু শয়ন করিয়া আছে,—দেখিয়া লাইক বলিল, उठांम्नडी t ভাদ্র, ১৩২১ এ কি 'ब५ ঠাকুরাণী কোথায় ? এখনও তাহার রাগ ভাঙ্গিস নাই ীে f দেবী কি বলিতে যাইতেছিল, বাধা দিয়া লাইকা বলিল,-“চুপ, চুপ, তোকে জার বলিতে হুইবে না, আমি জানি তুই চির দিনের গর্দভ ! বধু ঠাকুরাণী ! বধু ঠাকুরাণী । —বধু ঠাকুরাণী কোথায় গেলে ?”— দেবী আসিয়া তাহার মুখ চাপিয়া ধরিল, “চুপ . চুপ লাইকা! তোমার পায়ে পড়ি।” (Sc ) প্রভাতে লাইক চলিল। পরিচিত্ত গ্রামপথ, "সকলেই তাছাকে ডাকিয়া কথা বলিতে চায়, ধরিয়া রাখিতে চায়,-হাসিয়া হাসিয়া লাইকা তাহদের মিষ্ট সম্ভাষণ করিল, ই এক দিনের ভিতরই ফিরিয়া আসিবে আশ্বাস দিয়া সে দ্রুত চলিতে লাগিল । একদিন পথে গেল, পরদিন প্রায় সন্ধ্যায় সে রাজগৃহে । নিকটস্থ এক গ্রামে উপস্থিত হইল । সহসা পরিচয় দিতে সাহস নাই, সে গ্রাম প্রাস্তে এক অজ্ঞাতনাম দেবtলয়ে আসিয়া থাকিল। পরদিন প্রভাতে উঠিয়৷ রাজগৃহে গমন করিবে । 锡 গভীর রাত্রে লাইকার ঘুম ভাঙ্গিল, কেমন করিয়া সেখানে যাইবে, কি বলিবে ইত্যাদি নানা চিন্তায় তাহার মন বিহ্বল হইতেছিল ; দূর হইতে যে মুখের মূৰ্ত্তি তাহার চক্ষে অকলঙ্ক চন্দ্রের ন্তায় সুন্দর বোধ হইতেছিল সেই বাঞ্ছিত বস্তুর সান্নিধ্যে তাছাকে যথেষ্ট মেঘাবৃত দেখিল ! ● সকল • চিন্তার নাশের উপায় আছে,
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।