৩৮শ বর্ষ, পঞ্চম সংখ্যা Fil ! রাজকুমারী- আমাদের রাজকন্ত। সে vকাশীধাম করিয়াছেন।--ই বাবাজি কাশীতে , পুরুষ মরিয়া ত শিব হয় স্ত্রীলোক মরিয়া কি ভগবতী হয় না কি ?—” 3. লাইক বোধ হয় কথা গুলি শুনে নাই, বিস্ফারিত চক্ষে প্ৰজলিত দৃষ্টিপাত করিয়া বলিল— “রাজকন্তী— কোন রাজकछ ?-” “আঃ তাহাও জানেন না ?—আপুনি কি কখনো এদেশে আসেন নাই ? আমাদের রাজার ত আর সস্তান নাই— ঐ একমাত্র কস্তা ছিলেন বারি দেবী !” ". লাইক বাহিরে পূর্ববৎ স্থির,. হইয়। বসিয়া থাকিল কিন্তু প্ৰtণ তাহর হৃদয়ের মধ্যে অবসর হইল পড়িয়ছিল। একবার সে দৃষ্টি তুলিল—একি নুতন দৃশু ? এই কি সেই পৃথিবী ?-রঙ্গমঞ্চের দৃশুপটদি অপস্থত হইলে তাহার যেরূপ কম্বালসার মূৰ্ত্তি বাহির হয় তেমনি করিয়া ধরণীর সমস্ত সৌন্দৰ্য্য সমস্ত বর্ণ সকল আলোক সরাইয়া দিল ? একি কর্কশ দৃপ্ত ? কি ভীষণ মূৰ্ত্তি— ? বচনপটু নাগরিক বলিয়া যাইতে ছিলেন—“হঁ। সেই বারি দেবীর বিবাহ হইয়াছিল লাইকাজির সহিত,—তাহাকে জানেন বাবাজি ?” রদ্ধ স্বরে লাইক বলিল “জানি— তারপর ?” তারপর কিন্তু তিনি স্বামীর আর দেখা পান নাই ! লাইক নাকি সন্ন্যাসী হইয়া গিয়াছেন ; তাহার ত বিবাহ করিবার মোটে অভিপ্রায় ছিল না মহারাজাই জোর করিয়া লাইক 穌 o t bo বিবাহ দেন, কিন্তু ফল আর কি ভাল হইল বলুন, লাইকা জিও দেশত্যাগী হইলেন । রাজকুমারীও স্বামী হারাইয় প্রাণে বাচি লেন না !” ● মৃদ্ধ স্বরে লাইক জিজ্ঞাসা করিল “র্তাহার কি পীড়া হইয়াছিল জানেন ?—” “ন কৈ তাহাত শুনি নাই ! এখানে ত তাহার মৃত্যু হয় নাই যে জানিব ! তবে পূৰ্ব্ব হইতেই তাছার শরীর বড় দুৰ্ব্বল ছিল শুনিতাম, কখনোত সাধ করিয়া কিছু খাইতেন না বা পরিতেন না,—aাণী মু নাকি সেজন্ত কত দুঃখ করিতেন।” . তিনি আরও কত কি, বলিতেছিলেন, লাইকা তাহ শুনিতেছিলনা—সে স্তব্ধ হইয়া ভাবিতেছিল, “এততেও লোকের •হৃদয় আমার প্রতি অমুকুল ?—এমন ঘৃণিত জীবকে এখনও সংসারের লোক ভালবাসে ?—ছি ছি!” এই ভালবাসাই তখন লাইকার অসহ বোধ হইল,— যাহাকে দেবতার। ঘৃণা করেন—যাহাকে তাহার এাণাধিক বারি ক্ষমা করে নাই তাহাকে অপরে কেন ক্ষমা করিবে— কেন ভাল বালিবে ? মৃত্যু যাহাকে ঘৃণায় স্পশ করে নাই—সে আধুরি . মুম্বতের প্রীতির স্পর্শ পাইবে কেন ?—যে সৰ্ব্বস্বহার প্রাণ কেন এখনও ' তাহাকে ধরিয়া রাখিয়াছে ?— তাহার শুষ্ক মুখে চক্ষে বেদনার দাহন নাগরিকও লক্ষ্য ২-করিলেন,—শশব্যস্তে বলিলেন, “ই বাবাজি ! বড় দুঃখের কথাই বটে--আপনি কি বড় কষ্ট বোধ করিলেন এ কথায় ? — 聽
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।