পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গড়ের মাঠ 穩 ( २ ) ময়দানে, কেবল একটি মাত্র দেশীয় লোকের প্রতিমূৰ্ত্তি দেখতে পাওয়া যায়। এই মূৰ্ত্তি দ্বারভাঙ্গার মহারাজার। র্তাহার দানশীলতায় এদেশবাসীর অনেক উপকার ह८ध्नt६ ॥ • * ইডেন গার্ডেনে ফেরবার পথে হাইকোর্টের ঠিক সামনেই লর্ড উইলিয়ম বেটিঙ্কের প্রতিমূৰ্ত্তি ! ইনি যে সময়ে এদেশের শাসনকর্তা সে সময় ইংলওে স্ববিখ্যাত মেকলে সাহেব মুপ্রিম কাউন্সিলের আইনসদস্ত ছিলেন। বেটিঙ্কের মূৰ্ত্তিবেদির উপর যে কথাগুলি লিখিত তাহা মেকেলে সাহেবেরই রচনা | * এদেশবাসীর নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্ত লর্ড বেটিংক যথেষ্ট চেষ্ট করেছিলেন। সতীদাহ ইত্যাদি অনেক নিষ্ঠুর প্রথারও তিনিই মূলোৎপাটন করেন। তার পর উদ্যানের অন্তদিকে গঙ্গার ধারে যখন আমরা নদীর ঠাণ্ড হাওয়া উপভোগ করবার জন্ত গিয়ে দাড়াই তখন ষ্ট্রাণ্ডের অবিরাম জনস্রোত ও গাড়ীঘোড়ার ভিড়ের মধ্যে স্তার উইলিয়ম পিলের শ্বেতমূৰ্ত্তিটা চোখের সামনে ফুটে উঠে । ইনি সিপাহী বিদ্রেহের সময় নৌ-সেনাপতি ছয়ে এদেশে এসেছিলেন। কলকাতায় কেবলমাত্র এই একজন নৌসেনা- ৷ পতির মূৰ্ত্তিই দেখতে পাওয়া যায়। লক্ষেীর যুদ্ধে ইনি মারাত্মক ভাবে আহত হয়েছিলেন। ষ্ট্রাও থেকে নদীর ধারে ধীরে কিছুদূরে প্রিন্সেপ ঘাট পর্যন্ত গেলে সেখানে অশ্বোপরি উপবিষ্ট যে একজন যোদ্ধার প্রতিমূৰ্ত্তি দেখতে পাওয়া যায় তার নাম রবার্ট ফর্ণেলিস ( First ইনি ১৬ বৎসর বয়সে এদেশে এসে ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রবেশ করেন এবং বার বৎসর পরে দাৰ্জিলিং Hill station প্রতিষ্ঠিত করেন। ইহার জীবনী নানা তথ্যে পূর্ণ। মিউটনীর Baran Napier of Magdala ) I সময় অনেক সাংঘাতিক যুদ্ধে উপস্থিত থেকে ইনি বিশেষ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। প্রসিদ্ধ ভীল দম্য তাণ্ডিয়া টোপী ও তাহার প্রায় ১২ হাজার দক্ষ্য অমুচরকে ইনি মাত্র সাত শত সৈন্তের দ্বারা সম্পূর্ণরূপে পরাস্ত করেন। এই জন্ত র্তাকে ১৮৫৯ খৃষ্টাব্দে Knight Commander botto go ভূষিত করা হয়। লর্ড এলগিনের মৃত্যুর পর অন্ত একজন .রাজপ্রতিনিধি এদেশে.আসা পৰ্য্যন্ত ইনি কয়েকদিন এদেশের শাসন কর্তা ছিলেন। ১৮৬৮ খৃষ্টাব্দে ইনি এবিসিনিয়া দেশে এক অভিযান' নিয়ে যান। এবং ৬ মাসের মধ্যে যুদ্ধ কৌশলে সেখানে ইংরেজ-আধিপত্য প্রতিষ্ঠা করেন। এজন্ত তার দেশবাসীরা তাকে নানা - সন্মান ও

  • “He abolished ‘cruel rites', and effaced humiliating distinctions ; he gave liberty to the exprssion of public opinion ; his constant study it was to elevate the * intellectual and moral Character of the nations commited to his charge.”

V