পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

企雷之 t t ঢং-এর গৎগুলি একটু বেশী সাদাসিধা। তখন সারদাবাবুর বৈঠকখানায় প্রায়ই প্রসিদ্ধ গায়ক বাদক প্রভৃতি গুণীগণের জটল্প হইল । সারদাবাবু একজন সৌধীন লোক ছিলেন। তিনি বেশ ধ্রুপদ ও গায়িতে পারিতেন।” দ্বিজেন্দ্র বাবুর পুরাণে কোন-রকমে কার্যচলা একটা পিয়ানো ছিল ; দ্বিজেন্দ্রবাবু যখন ঘরে থাকিতেন না, জ্যোতিবাবু তার ঘরে ঢুকিয় সেই পিয়ানো বাজাইতেন। দ্বিজেন্দ্র বাবু দেখিতে পাইলেই “ভেঙ্গে যাবে, ভেঙ্গে যাবে” বলিয়া ধমক দিয়া উঠাইয়া দিতেন, , কিন্তু জ্যোতিবাবু তবুও সেই পিয়ানো বাজাইবার প্রলোভনটি কিছুতে চাপিয়া রাখিতে পারিতেন না । যাহাই হউক, এমনি করিয়া রাজাষ্টয়া বাজাইয়া পিয়ানোতেও তার একটু হাত হইয়াছিল। . ঐযুক্ত দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ভারতী ও ভাঞ্জ, ১৩২১ ইহঁাদের বাড়ীতে একটা খুব বড় টেবিল হাৰ্ম্মোনিয়ম্ ছিল, অবসর মত জ্যোতিবাবু সেটির উপরেও সাক্রেী চালাইতেন। এমনি করিয়া হাৰ্ম্মোনিয়মেও তার বেশ একটু জ্ঞান জন্মিল। এই সময়ে ব্রাহ্মসমাজের জন্ত একটা খুব বড় টেবিল হাৰ্ম্মোনিয়ম আসিল, তখন এ দেশে এই যন্ত্রটা সৰ্ব্বসাধাৰণের মধ্যে চলিত হয় নাই। সমাজে তখন গানের সঙ্গে দ্বিজেন্দ্রনাথ ' ও সত্যেন্দ্রনাথ সেই যন্ত্র বাজাইতেন। পরে দ্বিজেন্দ্রবাবু ও সত্যেন্দ্র বাৰু যখন ছাড়িয়া দিলেন তখন এই যন্ত্রটি বাজান, জ্যোতিবাবুর একটা প্রধান কর্তব্য হইয়া দাড়াইল। সমাজে তখন স্বগীয় বিষ্ণু চক্ৰবৰ্ত্তী মহাশয় গান করিতেন । ইহাদের বাড়ীতে বোম্বাই অঞ্চলের বিখ্যাত গায়ক মেীলাবক্সও কিছুদিন গায়ক ছিলেন। জ্যোতি বাবু ইহাদের দুইজনের গানের সঙ্গেই হাৰ্ম্মোনিয়াম্ রাজাইতেন । এইরূপে বাজাইতে বাজাইতে, তাহার হাৰ্ম্মোনিয়মের হাত বেশ পাকিয়া উঠিল। সকলেই ইহার হাৰ্ম্মোনিয়ম বাজনার খুব প্রশংসা করিতে লাগিলেন। জ্যোতি বাবু বলিলেন, “ওখন হাৰ্ম্মোনিয়মবাদক বলিয়া আমার খুব একটা নাম ডাক ছিল। কিন্তু এখন কত ভাল ভাল হাৰ্ম্মোনিয়মৃ বাদক হইয়াছে যাহার কাছে আমি কলিকা পাই না ।” - ব্ৰাহ্ম সমাজে এবং বাঙ্গল গানের সঙ্গে হাৰ্ম্মোনিয়ম বাজান এই প্রথম মুরু হইল । উৎপূৰ্ব্বে অনেকেই এই যন্ত্রের সহিত অপরিচিত ছিলেন। জ্যোতি বাবু বলিলেন যে, “আমার মনে পড়ে, একদিন রামতন্থ