পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, পঞ্চম সংখ্যা · জ্যোতিরিন্দ্রনাথের জীবমস্তৃতি &e 4 শিক্ষিত লোকদিগের রুচিকে প্রশ্রয় দিয়৷ এই সৰ্ব্বপ্রথম বিয়োগান্ত নাটক রচনা করিলেন । e “এখন "বড়"র দলই অভিনয়ের আয়োজন করিতে লাগিলেন । দোতলাব হলেব ঘরে ষ্টেজ বাধা হইতে লাগিল'। তারপর পটুয়ার আসিয়Scene আঁকিতে লাগিল। ড্রপ-দীনে রাজস্থানের ভীমসিংহের সরোবর-তটস্থ “জগমন্দির" প্রাসাদ অঙ্কিত হইল । নাট্যেল্লিখিত পাত্রগুলির পাঠ আমাদেব সবাইকে বিলি করিয়া দেওয়া হইল। আমি হইলাম নটী, আমাৰ জোঠতুত ভগিনীপতি vনীলকমল মুখোপাধ্যায় ( পবে গ্রেস্থামেব বাড়ীব মুচ্ছদ ) সাজিলেন নট, আমাব, নিজের এক ভগিনীপতি ৬যদুনাথ "চিত্ততোয” সারদা প্রসাদ গঙ্গোপাধ্যায় আর এক ভগিনীপতি ৮সারদা প্রসাদ গঙ্গোপাধ্যায় হইলেন গবেশ বাবুব বড় স্ত্রী। এবং আমাদের অন্ত আত্মীয় ও বন্ধুবান্ধবের জন্ত অদ্যান্ত পাঠ নির্দিষ্ট হইল। কিন্তু ইহাতেও কুলাইল বাহির হইতেও অভিনেতার আমদানী কৰিহে হইল। ক্রমে আফিয়ের । কৰ্ম্মচারী কতকগুলি ভদ্রলোক অভিনয়ে যোগ দিলেন। শেষে অভিনয়ে যোগ দিবার জন্ত অনেক উমেদার . অপেন হইতে আসিয়া উপস্থিত হইতে লাগিল। তখন পরীক্ষা করিয়া করিয়া অভিনেত্যু নির্বাচিত হইতে , লাগিল । তারপর সমস্ত ভূমিকা স্থির হইয় গেলে, দোতলার বড় ঘরে রিহার্সাল বসিয়া গেল। প্রথমে শুধু পাঠ চলিতে লাগিল। . -**-- -- নীলকমল মুখোপাধ্যায় ও যদুনাথ মুখোপাধ্যায় দুই একজন সমজদার লোক উপস্থিত ।