8ぐう মসলিকাপত্ত্বনের আশপাশেনান-রঙ্গে-ছাপা ছিট কাপড় ও রঞ্জিত-স্বত্ৰে-নিৰ্ম্মিত গিংহাম-কাপড় তৈয়ারী হইত। সিন্ধুদেশে ছাপ-মারা চৰ্ম্ম ; গুজ বাটে বিশেষতঃ আহমদাবাদে কার্পাসের বয়ন ও রঞ্জন কাৰ্য ভাল হইত। বাবাণী ও দিল্লি, রঞ্জিত রেশমের কাপড় ও সোনালি ও রূপালী কিংখাপব জন্ত, এবং উত্তর পশ্চিমঅঞ্চল, কাশ্মৰী কাপড়ের জন্ত বিখ্যাত ছিল । এই সকল দ্রব্যের বিনিময়ে, ভারতে আমদানি হইত ;–জাভা প্রভৃতি দ্বীপপুঞ্জ হইতে লবঙ্গ, জায়ফল ও ডালচিনি ; চীন হুইতে চীনে-বাসন ; সিংহল ও পরস্তউপসাগর হইতে মুক্ত ; আফ্রিকা হইতে দাস ও অখ ; ট্রান্সকৃসিয়ানা ও পারস্ত হইতে তাজা ও শুষ্ক ফল, ও ফ্রান্স হইতে কাপড়। তাছাড়া ভারত, আরব্যদেশ হইতে সুগন্ধ, দ্রব্য, এথিওপিয়ু হইতে মৃগনাভি, এবং সিংহল হইত্ত্বে হস্তী ক্রয় কবিতু। কেননা, সম্রাটের জন্য, বাজাদিগের জন্ত, আমিরদিগেব* জন্ত বহুসংখ্যক হাতুক,প্রয়োজন হইত। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়াদ্ধে, ইংলণ্ড ভাবতের ‘ প্রধান খরিদার ইয়া উঠিয়ছিল। (১) ভারতী । g t દરખાસ* S ని ভারতে আমদানি , অপেক্ষা রপ্তানির পরিমাণ বেশ হওয়ায়, ভারত সমস্ত পৃথিবীর বহুমূল্য ধাতুগুলাকে শোষণ করিয়া লইত। ভ্রমণকারীরা বলেন, মুদ্রা বিরল ছিল। রত্নালঙ্কারের প্রতি হিন্দুদেব একটা স্বাভাবিক আসক্তি আছে। উহাদের সমস্ত সঞ্চিত অর্থ উহার রত্নাদিতে, সেনারূপার বলয়াদিতে পরিণত করিয়া আবদ্ধ করিয়া রাখে ; উৎসবের দিনে এই সকল অলঙ্কার প্রদর্শন কবে এবং শুকা-হাজাব সময়ে বিক্রয় করিয়া থাকে। মোগল-রাজকৰ্ম্মচারীদিগের অর্থগৃধ্নতাবশত ঐ সকল , অলঙ্কার অন্তৰ্হিত হইত। কি ধলী কি দৰিদ্ৰ সকলেই উহ লুকাইয়া রাথিত। এই অভ্যাসটা উহাদের - 3 বিলুপ্ত হয় নাই । ইংরাজদিগেব অনুসন্ধানে প্রকাশ পাইয়াছে, অষ্টাদশ শতাব্দীতে এইরূস্থ প্রভূত অর্থ সঞ্চিত ছিল । 帶 so **** ০ এক্ষণে মোগল-ভাবতের কতক গুলি বিশেষ-লক্ষণ নির্দেশ করিতেছি। পঞ্জাবে, খাস হিন্দুস্থানে, বঙ্গদেশে, উড়িষ্যায়, গুজরাটে ঘননিবিষ্ট নিবিড় লোকপুঞ্জ। পারতপক্ষে ( ১ ) ইংলণ্ডের ভারত ८कों★VIानो, s१३२ श्रङ ১৮৭৯ পর্য্যস্ত—ভারত · হইতে যে সকল দ্রব্য ক্রয় করে . Murray &tet, Discoveries afd Travels—গ্রন্থে একটা গড়পরতা হিসাব দিয়াছেন। যথা:– & 穩 ● o কাপড়...... পৌণ্ড ১,৫৩৯,৪৭৮ • * * রেশম:* * * * * ” ১৩,৪৪৬ دهه هاد " ...listf8 "
- সোরা..ঃ ... ” "بنا به ۰,۰ اد 羲 so. গরম-মশল..." " ১ ১২,৫৯৭ (. ििन, नील... “ २१२,ss२
কাফি... ... '” 8هئ.ن Traverniers কতকগুলি খরিদপত্রের এইরূপ এবাজাতের তালিকা —২২ হাজার বস্ত রেশম নির্দেশ করিয়াছেন –কাশিমবাণেরের (বঙ্গদেশে ) বাকি ( প্রতি বস্তার ওজন ১•• পৌণ্ড ) স্বরাট ও আমেদাবাদের কিংখাপ ; আঠার নিকটস্থ ফতেপুরের পশমি গালিচ ; গোলকুও ও মসলিপত্তনের নিকটবৰ্ত্তী প্রদেশের রঞ্জিত কাপাস। লাহোর, সিরঃ, বুরহানপুর প্রভৃতি প্রদেশের ছাপা কার্পস-কাপড়। আগ্র ও আহমদাবাদে কাপড় রাঙ্গান হইত। লাহোর, আগ্রা- বরোদ, ব্রোচ ও বঙ্গদেশের সাদা কার্পাস-কাপড়।